নিম্নকণ্ঠ স্পেনীয় কবিতার ধারায় ফেদেরিকো গারথিয়া লোরকা (১৮৯৮-১৯৩৬) এক কিন্নরকণ্ঠী কবি। আটত্রিশ বছরের এই ছোট্ট জীবনে শিল্পের অজস্র শাখানদী পেরিয়ে রওনা হয়েছিলেন তিনি: কবি, গায়ক-গীতিকার, পিয়ানো ও গিটার-বাদক, চিত্রী, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, নাট্যপরিচালক, এবং গদ্যশিল্পী।
বোবা শিশু/ ফেদেরিকো গারথিয়া লোরকা
(অনুবাদ: আবদুল মান্নান সৈয়দ)
শিশুটি খুঁজছে স্বর।
(ঝিঁঝিদের রাজা লুকিয়ে রেখেছে ওকে।)
জলের একটি ফোঁটার ভিতরে
শিশুটি খুঁজছে স্বর।
আমি চাই না ও খুঁজে পাক স্বর।
ওটা দিয়ে আমি আংটি বানিয়ে
পরাবো আমার
নিঃশব্দের তর্জনীতে।
জলের একটি ফোঁটার ভিতরে
শিশুটি খুঁজছে স্বর।
(ওদিকে সুদূরে, বন্দি সে স্বর
পরছে ঝিঁঝির জামা)।।
মন্তব্য
হ্যাঁ, লোরকার ছোট ছোট কবিতার গভীরতা অনেক।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন