একমাত্র মরণেই পারে/ শেখ জলিল
একদিন মরণে শুধবো ঋণ-
কর্ষণে কর্ষণে যে তোমার জমি করেছি উর্বরা
সুঠাম দু'হাতে লাগিয়েছি শস্যবীজ ফাঁকে ফাঁকে
অকালের খরায় পুড়েছে তার সোনালী বৈভব।
সব কৃষকেই আশা করে ফসলের
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেও সে হয় না ক্লান্ত
তবু খরা, অকাল বন্যার নিদারুণ রোষ
কেড়ে নেয় কারও কারও শস্যের মৌসুম।
আমি এক সর্বহারা কৃষক সন্ন্যাস
পতিত তোমার জমিন নাড়ছি হাতে
তুমি শস্য চাও, আমি হই চিরঋণী
একমাত্র মরণেই পারে শুধতে তোমার দায়!
০২.১২.২০০৭
মন্তব্য
জলিল ভাই, বইমেলায় নতুন বই?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান মোরশেদ,
চেষ্টায় আছি। সম্ভাবনা প্রবল।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভালো লাগা জানিয়ে গেলাম।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন