অন্ধ প্রেমের বণিক/ শেখ জলিল
অমন করে কী দ্যাখো তুমি?
-তোমাকে, তোমার মায়াবী দু'চোখ।
কী আছে আমার চোখের গভীরে?
-অতলান্তিক, ভাসাই তরীখানি স্রোতে যার।
কী পেলে নাবিক তুমি?
-খুঁজছি তোমার হৃদয় মুক্তোর মণিকাঞ্চন।
সাগর সেচে মুক্তো খোঁজা নয়তো সোজা
অন্ধ প্রেমের বণিক যারা চক্ষু বোঁজা
পায়না কখনো প্রেম তারা।
-উল্টোও তো হতে পারে!
সব বৃথা, পারো করতে শতেক চেষ্টা। আমি যাই।
-একটু দাঁড়াও, শুনে রাখো সুনয়না-
তোমার চোখের আলো দীপ্তি দিয়ে দেখাবে প্রেমের পথ
উঠুক সাগরে ঢেউ যতো, আসুক বিপত্তি বাধা
আমি সেই নাবিক চাঁদসওদাগর হবো জয়ী
যুদ্ধ করে ঢেউয়ের সাথে পাড়ি দিয়ে পানিপথ
নাও ভিড়াবো তোমার বেলায় কুড়াতে মুক্তার মালা
সে মালা মানাবে তোমারই গলায়!
১৬.১২.২০০৭
মন্তব্য
সাগর সেচে মুক্তো খোঁজা নয়তো সোজা
অন্ধ প্রেমের বণিক যারা চক্ষু বোঁজা
পায়না কখনো প্রেম তারা।
মনিকাঞ্চন কি আছে? যে খুঁজে পাবেন!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ভালো লাগা।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
এস এম মাহবুব মুর্শেদ'এর দৃষ্টি আকর্ষণ করছি। এটি অডিও করা হোক।
নতুন মন্তব্য করুন