প্রজাপতি মন তুই

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: রবি, ২৩/১২/২০০৭ - ২:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoপ্রজাপতি মন তুই/ শেখ জলিল

প্রজাপতি মন তুই যা না উড়ে
শহর ছেড়ে বহুদূরে
যেখানে দিগন্ত গিয়েছে মিশে
মেঠোপথ ঝাউবন ঘুরে ঘুরে।।

যেখানে নেই কোলাহল
নেই কোনো জীবনের যন্ত্রণা
যান্ত্রিক সময়ের নষ্ট ছোঁয়া
হৃদয়কে করে না বঞ্চনা
সাগরের নীলে মেশে মনমোহনা
থেমে থাকা উদাস দুপুরে।।

যেখানে নেই বিরহ
নেই কোনো না-পাওয়া বেদনা
মাঝরাতে চাঁদ হাসে আঁধার চিরে
গড়ে দিয়ে স্বপ্নের সূচনা
সময়ের ঢেউ ভাঙে সুখের স্রোতে
ভালোলাগা সুরের নূপুরে।।

২৩.০৬.১৯৯৩


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

সুন্দর, গানের মত।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

..শহর ছেড়ে বহুদূরে
যেখানে দিগন্ত গিয়েছে মিশে
মেঠোপথ ঝাউবন ঘুরে ঘুরে..
চলে আসেন এখানে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।