একমাত্র কবিই পারে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ১২/০১/২০০৮ - ১০:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ন্যায়ত কবিকে আটকাতে পারে না কেউই
না সংসার, না সমাজ, না রাষ্ট্রের বাউন্ডারি
কোনো কিছুই তোয়াক্কা করে না কবির শব্দ
যা কিছু প্রেমের, যা কিছু শ্বাশ্বত মানবিক
কলমের আঁচড়ে আনবে তুলেই সে দিব্যলোকে
কবির লেখনী যায় না কখনো হিংসা, হানাহানিতে
মানবতার স্বপক্ষে কবির শ্লোগান প্রিয় সঙ্গীতের।

নমস্য সমাজে তোমরা সুবিধাবাদী ধুরন্দর যারা
তুলনা আনতে পারো কবিকে বেশ্যার সাথে
নষ্ট ময়লার সাথে ফেলে দিতে পারো দুর্গন্ধ ভাগাড়ে
কিছুই আসবে না, যাবে না তাতে প্রকৃত কবির
কারণ কপট রাজনীতিকের চেয়ে একজন বেশ্যা
লোকালয়ে কবির অনেক আপন বিশ্বস্ত সুধিজন!

কবিকে কোরো না অবহেলা দুর্দিনে দুঃসময়ের ভিড়ে
একমাত্র কবি পারে বন্ধু হতে অমলিন অনাবিল
রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি সকলই বিফল হবে
ধ্বংস হলেও রাষ্ট্রের সীমানা শ্রেণীভেদ রাজ্যপাট
দেখো, প্রকৃত কবির পতাকা উড়বে পতপত করে।

০৮.০১.২০০৮


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

কবির স্বপক্ষে কবিতা। শক্তি পাওয়া গেল।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অতিথি লেখক এর ছবি

অসাধারণ কবিতা । মুল বক্তব্যের সাথে ৯৯%একমত । হ্যা একমাত্র কবিই পারে বলতে ‘আমি ভগবানের বুকে একে দেই পদচিহ¡ ’ (নজরুল) আমি কুকুর হয়ে বসে থাকি মানুষের পায়ের কাছে , ওই মানুষটার ভিতরের কুকুরটাকে দেখব বলে ‘(সুনীল) ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব’(রফিক আজাদ)‘ অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ’ (শামসুর রাহমান ) ‘আমার কেবলই রাত হয়ে যায় ’(আবুল হাসান ) ।

ব্যক্তিগতভাবে আমি কবি ও কবিতার প্রেমিক । কবিকে কে অপমান ও অবহেলার বিরুদ্ধে কলমও ধরেছি ।

প্রকৃত কবি আর কবিতার জয় হোক।

শেখ জলিল কাব্যযাত্রা অব্যাহত থাকুক।

বিনীত
নুরুজ্জামান মানিক

অতিথি লেখক এর ছবি

একটি স্বপ্নের এক অনন্য দুঃসময়
কুয়াশায় ঢেকে গেছে তার চেতনা
তবুও সে নীল সুখে এগিয়ে যায়।

প্রতিটা সকাল কাটে কৃত্রিম ইশারায়
বুকটা খালি পড়ে শুধু তার আলিঙ্গন
ঘোরলাগা কেটে যায় এক গ্লাস পানিতে!

বোবা হয়েও প্রশ্ন গুলো ছুটে আসে
উত্তরকে ঢাল বানানোর নেই প্রয়োজন
শিকারী সুযোগ খোজে অযাচিত ধর্ষন!

অতিথি লেখক এর ছবি

একটি স্বপ্নের এক অনন্য দুঃসময়
কুয়াশায় ঢেকে গেছে তার চেতনা
তবুও সে নীল সুখে এগিয়ে যায়।

প্রতিটা সকাল কাটে কৃত্রিম ইশারায়
বুকটা খালি পড়ে শুধু তার আলিঙ্গন
ঘোরলাগা কেটে যায় এক গ্লাস পানিতে!

বোবা হয়েও প্রশ্ন গুলো ছুটে আসে
উত্তরকে ঢাল বানানোর নেই প্রয়োজন
শিকারী সুযোগ খোজে অযাচিত ধর্ষন!

নিক: নিঃস্বঙ্গতার সঙ্গী
মেইল:

অতিথি লেখক এর ছবি

কবি মুজিব মেহদী বলেছেন----

কবির স্বপক্ষে কবিতা। শক্তি পাওয়া গেল।

#### স হ ম ত ।
--- ফকির ইলিয়াস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।