আসিলো সোনার দেশে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কার পাপে কারে খায়?
কার সাজা কে যে পায়!
দেখো, পাপের অনলে সোনার বাংলার
সবুজ পুড়িয়া যায়
ও মরি, হায়রে হায়!।

আসিলো সোনার দেশে অসাড় কাজের রাজা
বাজা রে বাজা রে তোরা সব ডংকা বাজা
রাজা, কারে মারে কারে ধরে, রাতারাতি জেলে ভরে
কতো বিচার বসায়
ও মরি, হায়রে হায়!।

আসিলো আঁধার রাতি নিশির আছর লাগে
নাই রে নাই রে পেটে ভাত নিঃস্ব জাগে
ঘরে, চাল-ডাল নেই কারো, শীতে কাঁপে জড়োসড়ো
মরে গরীব ক্ষুধায়
ও মরি, হায়রে হায়!।

১০.০১.২০০৮


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

এ যুগের গণসংগীত।
সাহসী কাজ।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

লুৎফুল আরেফীন এর ছবি

এটা সাভারে আর রায়েরবাজারে বড় ফন্টে লিখে টানিয়ে রাখা দরকার....

সাঙ্ঘাতিক লেখা হয়েছে।

সুমন চৌধুরী এর ছবি

সাধু



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধূপছায়া এর ছবি

তুখোড় গণসঙ্গীত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।