সিগারেট পুড়ে ছাই, অ্যাশট্রেতে ওড়ে ধূম
দু'চোখে তন্দ্রার ছোঁয়া তবু কেন নেই ঘুম
কষ্টের জোনাকি জ্বলে নেভালে প্রদীপ রাতে
সত্ত্বাকে কাঁপায় বুকে কুয়াশায় ঘেরা শীতে।
জানি না বিরহে তার নাকি মধু মিলনের
চায় মন ছোঁয়া শুধু কারো চাল-চলনের
এতোটুকু কাছে আসো অথবা চোখের দেখা
এলোমেলো করে দেয় মিলনের স্বপ্ন-রেখা।
এই বুকে কষ্ট জ্বলে চোখে কেন নেই ঘুম
সিগারেট পুড়ে ছাই, অ্যাশট্রেতে ওড়ে ধূম।
২৬.০১.২০০৪
*ইদানিং সিগারেটটা একটু বেশি খাওয়া হচ্ছে মনে হয়! তবে কবিতাটিকে গান করার ইচ্ছে আছে শিগগির।
মন্তব্য
ভাল লাগলো।
আশা করবো গানখানা শুনার সৌভাগ্য হবে।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ।
অবশ্যই হবে। শোনানোর দায়িত্ব আমার।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আত্মস্থ সিগারেটের জন্য এলিজি/কবন্ধ জিরাফ
আত্মস্থ সিগারেটের জন্য এলিজি খুব ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
গান শোনার অপেক্ষায় রইলাম।
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন