কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
ভাবলে তোমায় শিস দিয়ে যায়
মনের দোয়েল গেয়ে।
সাইবেরিয়া? ভ্যানকুভারে
কোথায় এতো বরফ পড়ে?
গরম কাপড় জড়াও গায়ে
শীতল দিনে তুষার ঝড়ে-
উষ্ণতা চাও তখন তুমি
কারো আশায় চেয়ে?
কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
এই দেশেতে গরম বেশি
জ্বলছে হৃদয় দিবানিশি
গরম হাওয়ায় খুঁজে বেড়াই
একটু হিমেল হাসি-
ডাকবে তুমি আমায় কাছে
উষ্ণ পরশ চেয়ে?
কোন্ ঠিকানায় কোথায় থাকো
দূরের দেশের মেয়ে?
০৬.০৩.২০০৬
মন্তব্য
ভালো লেগেছে।
কবিতাটা কি কোনো স্থিরচিত্র দেখে মাথায় এসেছে?
না, ঠিক স্থিরচিত্র না। তবে মাথায় শীতের দেশ, ভ্যাকুভার.. এ সমস্ত ব্যাপারগুলো ছিলো। ধন্যবাদ অমিত আহমেদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
খুব ভালো লাগল
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুনে আমারও ভালো লাগলো, পরিবর্তনশীল।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অমিতের প্রশ্নটা আমারও।
নাকি, শীতের অতিথি পাখির প্রতি বাংলাদেশের কোনো পাখির নিবেদন
ধন্যবাদ শিমুল। অমিত-কে কিছুটা বলেছি..।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
- অমিত এবং শিমুলের প্রশ্নে সামান্য যোগ করে তবেই একমত প্রকাশ করি।
অমিতের প্রশ্ন + চিত্রে কি মামানী গোছের কেউ ছিলেন?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাসালেন ধু.গো. মামু। এরহম কেউ না থাকলে কি লেখাই যায় না!..
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দূরের দেশের মেয়ের খোঁজে.......................................................
ভাই আমারেও সাথে নিয়েন
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হ্যাঁ, অবশ্যই। কবিতে কবিতে সহযাত্রী!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমি আপনার ছড়াগুলোর বিরাট ভক্ত ,,, ছড়াকার জলিলদাকেও বইমেলায় দেখতে চাই
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ধন্যবাদ। কবি, ছড়াকার, গল্পকার যে কোনো একভাবে আমিও প্রতিবার বইমেলায় থাকতে চাই...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সুন্দর তো!!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন