বেশি দূর পারি না যেতে

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ৪:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

যেতে যেতে বেশি দূর পারি না যেতে, দাঁড়াই বৃক্ষ হয়ে
মমতার শেকড় আটকে যায় পায়ে
স্থিত বন্ধনগুলো জড়ায় দেহে ডালপালা হয়ে।

তোমার ভালোবাসার এমনই আকুল টান
নদীর জোয়ার থমকে দাঁড়ায় চলা পথে
সাগর সঙ্গমে যাবে বলে যে নাবিক তোলে পাল
পালছেঁড়া হাওয়ায় তারে তুমি দাও টান
দিগন্ত বিস্তৃত ঝড়ে সে মাঝির যায় বুঝি প্রাণ!

যারে ছেড়ে রোজ রোজ অপর দুয়ারে খুঁজি ঘর
সেইতো যায় রে দিয়ে এ হৃদয়ে ঘরের খবর!
১৫.০৩.২০০৮


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

বসন্তের আকুল হাওয়া কবিকে মারফতি বানাই দিছে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

হাসান মোরশেদ এর ছবি

শরীয়তি ঘর-সংসার করে কেনো এ মিছে মারফতি খেলকা ?
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

বাস্তবতার শরীয়তিতে কবিত্বের মারফতি প্যাঁচ খেলে যে!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শেখ জলিল এর ছবি

হ, একেবারে আউলা বানাই দিছে@ আহমেদুর রশীদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

কত দূরে যাবে?
আকাশও দিগন্তে বাধা, কোথায় পালাবে?

আবু হাসান শাহরিয়ারের কবিতা মনে করিয়ে দিলো জলিল ভাইয়ের কবিতা।

সুন্দর।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ।
..এবার আবু হাসান শাহরিয়ার কবিতা সমগ্র কিনতে হবে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যারে ছেড়ে রোজ রোজ অপর দুয়ারে খুঁজি ঘর
সেইতো যায় রে দিয়ে এ হৃদয়ে ঘরের খবর!
অসাধারণ লাগলো আপনার কবিতা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ সুলতানা পারভীন শিমুল।
...এ লাইন দুটোই নাকি আমারে আউলা বানাই দিছে! (কবি আহমেদুর রশীদ-এর মন্তব্যে!)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।