১.
স্বাধীনতা বলো কী দেবো তোমার নাম
সুনীল আকাশ, শুভ্র কপোত
নাকি যুদ্ধপাগল যুবকের পকেটে প্রেয়সীর নীল খাম।।
তুমি মায়ের চোখের অশ্রু নাকি বোনের শাড়ীর আঁচল
স্বামীহারা শত বিধবার চোখে মুছে যাওয়া কালো কাঁজল
পিতার উদার বুকটি জুড়ে না হয় ঠিকানা দিলাম।।
তুমি ভাইয়ের বুকের রক্ত নাকি বন্ধুর হাতের মশাল
স্বাধীন স্বদেশ মুক্ত মাটিতে স্মৃতির মিনার সুবিশাল
তোমার অমর নামটি নিয়ে দীপ্ত শপথ নিলাম।।
২.
শিমুলতলী গিয়ে তুমি পানশী নায়ের মাঝি
মায়ের কাছে দিও খবর আমি ভালো আছি।।
একাত্তরে এসেছিলাম বিরানপুরের হাটে
ফিরতে আমি পারিনিতো ফিরেছে নাও ঘাটে
সেই যে যুদ্ধ শুরু হলো কেমনে ফিরে আসি।।
স্বপ্ন যে মা হয়নি সফল এতো বছর ধরে
কেমনে ফিরে আসি বলো তোমার বুকের 'পরে
চিরসঙ্গী মরণ নিয়ে তাইতো জেগে আছি।।
মন্তব্য
যথারীতি ভালো লাগছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
সুরসহ গানগুলি কবে শুনতে পবো?
অসাধারণ !
একাত্তরে এসেছিলাম বিরানপুরের হাটে
ফিরতে আমি পারিনিতো ফিরেছে নাও ঘাটে
সেই যে যুদ্ধ শুরু হলো কেমনে ফিরে আসি।।
জলিল ভাই,
খুবই ভাল লিখেছেন গানগুলো !
অভিনন্দন
কতদিন হলো তোমাদের নেই দেখা
বিপন্ন দিন হতাশায় মৃয়মাণ
মু্ত্যুরই শুধু কাহিনী হচ্ছে লেখা
- প্রিয় সাথীরা তোমরা কেমন আছ?/তুষার কর
আজকে এসো অযুত সব্যসাচী
কতদিন হলো তোমাদের নেই দেখা
বিপন্ন দিন হতাশায় মৃয়মাণ
মু্ত্যুরই শুধু কাহিনী হচ্ছে লেখা
- প্রিয় সাথীরা তোমরা কেমন আছ?/তুষার কর
..ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সুরে ছোঁয়ার অপেক্ষায় থেকে
কত কথা ঝের যায় অকালে
সঙ্গীত হবার আগে ...
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
হুম। দীর্ঘশ্বাস!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন