বাতিল হয় না মানুষ

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ৩১/০৩/২০০৮ - ৯:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটু দাঁড়াও, শোনো কিছু কথা
মুখের লাগামটাকে ধরো টেনে, স্থির হয়ে বসো
বাতিল কোরো না তাকে, বাতিল নয় মানুষ
অসম্ভবের পরেও থাকে মানুষেরই সম্ভাবনা!

পঁচিশটি বসন্ত পেরুনো যে মানুষ
জীবন সংগ্রামে যার ঘর্মাক্ত কঠোর দিন
চামড়ার পরতে হাঁড়কাঁপানো শীতের রুক্ষতা
বৃষ্টি ও ঝড়ে যে লড়াকু সৈনিক বলীয়ান
কতোটুকুই বা জানো তার যাপিত জীবন
বর্তমানের বাতিলে মুছবে জ্বলজ্যান্ত অতীত?

বাতিল কোরো না তাকে, বাতিল হয় না জীবন্ত মানুষ
নিরুত্তাপ ঝিমধরা শরীরেও জ্বলে দ্রোহের আগুন
সহসা পোড়াতে পারে সব অবহেলা, ঘৃণার বেসাতি
জড় ও মানুষে এ এক পার্থক্য নিদারুণ!

১৭.০৩.২০০৮


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মানুষই প্রমাণ করে দেয় জড় ও মানুষের পার্থক্য।
ভালো লেগেছে ।

অতিথি লেখক এর ছবি

চমৎকার জলিল ভাই.........
চমৎকার লেগেছে.........

কালবেলাk.kalbela@gmail.com

অতিথি লেখক এর ছবি

বাতিল কোরো না তাকে, বাতিল হয় না জীবন্ত মানুষ
নিরুত্তাপ ঝিমধরা শরীরেও জ্বলে দ্রোহের আগুন
সহসা পোড়াতে পারে সব অবহেলা, ঘৃণার বেসাতি
জড় ও মানুষে এ এক পার্থক্য নিদারুণ!

অসাধারণ !!

- খেকশিয়াল

শাহীন হাসান এর ছবি

বাতিল হয় না ... মানুষ

ভালো।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাতিল হয় না জীবন্ত মানুষ

কথাটা খুব সত্যি, তাই না ?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

বাস্তবতাকে ধারণ করে রাখা একটা কবিতা।
ভালো লেগেছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শেখ জলিল এর ছবি

সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

উদ্ধৃতি
বাতিল কোরো না তাকে, বাতিল হয় না জীবন্ত মানুষ
নিরুত্তাপ ঝিমধরা শরীরেও জ্বলে দ্রোহের আগুন
সহসা পোড়াতে পারে সব অবহেলা, ঘৃণার বেসাতি
জড় ও মানুষে এ এক পার্থক্য নিদারুণ!
- খুবই চমত্-কার লিখেছেন জলিল ভাই

জনৈক "বেক্কল ছড়াকার"

হাসান মোরশেদ এর ছবি

'মানুষ এখনো সম্ভাবনা,ফুরোয়নি তার আয়ূ'

যে কবিতা স্পর্শ করে,তার অনুভূতি বর্ণনাতীত
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।