নাগরিক কাদায় জড়িয়ে থাকে দু'পা
সংসার সমুদ্রে পা, কবিতার জলাভূমিতে পা
আবার সুরের তন্ত্রীতে হাঁটি হাঁটি পা
রাজপথে কংক্রিটে যে দু'পা নিয়ে হাঁটি
তার চলা হাঁটার কৌশল যন্ত্রণাকাতর
মধ্যবিত্ত জীবনের সিঁড়ি ডিঙাতে পারি না কোনোদিন!
এইভাবে হাঁটতে হাঁটতে গহীন বনের কাছে
দু'হাত পেতে চেয়েছিলাম রুদ্রাক্ষের মালা
গেরুয়া বসন পরে ঘরের আঙিনা ছেড়ে
হতে চেয়েছিলাম মগ্ন বাউল কোনো!
আমার সচল পা থমকে দাঁড়িয়েছিলো বুড়িগঙ্গার পাড়ে
বলেছিলো বৃদ্ধ কাক কালো ঠোঁট নেড়ে নেড়ে
নির্মল প্রাণের চেয়ে দূষিত নিঃশ্বাস, নাগরিক ইট কাঠ
ভাঁগাড়ের জীবন, ভেজাল পণ্য অনেক অনেক ভালো!
সেই থেকে আজো কাকের জীবনে আছি বেঁচে!
১৮.০৪.২০০৮
মন্তব্য
এইভাবে হাঁটতে হাঁটতে গহীন বনের কাছে
দু'হাত পেতে চেয়েছিলাম রুদ্রাক্ষের মালা
.....
খুব ভাল-লাগছে।
রাতজাগা পাখিদের ভাল-লাগবার এটুকুই।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ প্রকৃতির কবি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
"মধ্যবিত্ত জীবনের সিঁড়ি ডিঙাতে পারি না কোনোদিন!" ,,, ছ্যাঁৎ করে ওঠা আশঙ্কা আর অদ্ভুত একটা আনন্দের মিশেল অনুভূতি পেলাম ,,,,
কবিতা বরাবরের মতোই উপাদেয়
=========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ধন্যবাদ জ্বিনের বাদশা। তো, ভাইডু আছেন কেমন?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সুপ্রিয় সুহৃদ : ব হু দিন পর ভালো লাগা কিছু পংক্তিমালা - আজো কাকের জীবনে বেঁচে আছি - তাই কি? হবে বোধ হয়। নির্লিপ্তি আর বিষণ্ণতা এমন ভাবে লেপ্টে আছে লেখাটায়, কোন্ টায় স্ফুরিত হবো , এখনও টানাপোড়েন চলছে ভেতরে।
সুন্দর -- বেশ সুন্দর।
সুন্দর মন্তব্য। শুকরিয়া।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আহ্... বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক অনেক ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
এমনি ভাবে সমর্পন করা নিজেকে? আমরা সবাই এমন ভাবেই সমর্পিত, কিন্তু টের পাই না। আপনি পেয়েছেন ও পাইয়ে দিলেন। খু্ব ভাব জাগানিয়া কবিতা আপনার। সুন্দর!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ। আপনার মন্তব্য কবিতা লেখার অনুপ্রেরণা জাগায়।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জলিল ভাই, সালাম !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ খেকশিয়াল।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কাক-মানুষ-কাক।
ভালো লেগেছে ।
হুম! চক্রটা তো এরকমই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন