অমরত্ব নয়

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২৬/০৪/২০০৮ - ৯:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অমরত্ব চায় কবি ও কবিতা, তাকে ডাকে পচনশীল মরণ!
ভাঁগাড়ের ময়লার স্তূপ, ড্রেনের আবর্জনা, গলিত মানুষ
দেখেছে পচতে সে প্রতিটা দিন, প্রতিক্ষণ, প্রতিরাত
পচনশীল খাবার দেহে প্রতিনিয়ত দেয় যে পুষ্টি
সেই পুষ্ট শরীর কি হবে অমর অক্ষয় কোনোদিন?
বোঝে জীবজন্তু গাছপালা, বোঝে না কবির মনন শুধু।

কী লেখে কবি? অমরত্বের বাণী, অমিতাভ শব্দাবলী?
বোঝে না মানুষ কোনো, বোঝে কবি একা নিজে
সাদা কাগজের ললাটে যে ছবি এঁকে যেতে চায় কবি
সেও তো ক্ষয়িষ্ণু যুগে যুগে, কালের মরিচীকায়
বোঝে নাতো কবি সময়টা নাশ, শরীরের সর্বনাশ!

ঘরকোণে নিরালায় লেখে কবি, জমে শব্দের ভাণ্ডার
বয়স্ক শরীরে বাড়ে অতিরিক্ত মেদ, রক্তের শর্করাভার
এভাবে বাড়তে বাড়তে হঠাৎ সচল দু'হাত হয় স্থির
বার্ধক্যে পচনে তার ক্ষয়ে যায় স্থিত সাধের শরীর
আসলে মৃত্যুকে শুধু খুঁজে পায় কবি অবশেষে
পায় না শব্দের অমরত্ব ধরাধামে কোনোদিন!

২৫.০৪.২০০৮


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

আসলে মৃত্যুকে শুধু খুঁজে পায় কবি অবশেষে
পায় না শব্দের অমরত্ব ধরাধামে কোনোদিন!

মনটা খারাপ হয়ে গেল মন খারাপ

মাহবুব লীলেন এর ছবি

আমার প্রথম কবিতার লাইন ছিল

আমি চলে যাব একদিন এই পৃথিবী ছেড়ে...

এবং এর সাথে প্রতিজ্ঞা ছিল কিছু একটা রেখে যাবার যা অন্য কাউকে বাধ্য করবে আমার নাম মুখস্থ রাখতে
মানে সাক্ষাত অমরত্ব

আর এখন বলি নামহীন হয়েও টিকে থাকার মতো একটা শব্দও কি বানাতে পারবো আমি?
নাকি যা কিছু করি। সবই দিন যাপনের পাঁচালী
দিনের শেষে আস্তাকুঁড়ের খোরাক?

খেকশিয়াল এর ছবি

নমস্কার

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহীন হাসান এর ছবি

কাকে বলে অমরত্ব?

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

হাসান মোরশেদ এর ছবি

'এই হোক জীবনের চরম কথা,
সুর্যাস্তের অগ্নিপ্রভা লেগে থাক আকাশের গায়;
জীবনই জীবন্ত হোক,তুচ্ছ অমরতা...'

----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

"এতদিন সকল জাগরণে জ্বলন্ত খুঁড়ি মাটি ও পাথর
নীচে তার বয়ে যায় আজো ফণাবিদ্ধ আগ্নেয় সাগর
একটু শুই পারলে উঠবো না পারলে এই শেষ
চুমু নাও ক্ষমাশীলা মৃত্তিকা মহাদেশ-
সামনে ক্রন্দনশীল পথ
এবার তো প্রস্তুত রথ ওঠো জয়দ্রথ "

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পরিবর্তনশীল এর ছবি

কী লেখে কবি? অমরত্বের বাণী, অমিতাভ শব্দাবলী?
বোঝে না মানুষ কোনো, বোঝে কবি একা নিজে
সাদা কাগজের ললাটে যে ছবি এঁকে যেতে চায় কবি
সেও তো ক্ষয়িষ্ণু যুগে যুগে, কালের মরিচীকায়
বোঝে নাতো কবি সময়টা নাশ, শরীরের সর্বনাশ!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আকতার আহমেদ এর ছবি

...অবশেষে পায় না শব্দের অমরত্ব ধরাধামে কোনোদিন!

সবসময় কি তাই ?
অলস দুপুরে লোকটা গেয়ে উঠল - আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়..
ধন্যবাদ জলিল ভাই

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কবি - কবিতা - মরণের অমরত্ব ।
পড়লাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।