শব্দকাহন

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ০৫/০৫/২০০৮ - ১০:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কলমের ডগায় আসছে কতো ঘাসগুল্মলতাপাতা
আগাছায় যাচ্ছে ভরে লেখার খসড়াগুলো
কবি তার জানে না কিছুই, মানে না নিয়মরীতি
যেন লিখতে পারলে সব শেষ হবে সৃষ্টির বেদনা!

আমরা যা বলি সব কথার কি থাকে মানে
আমরা যা শুনি সব শব্দ কি শ্রুতিমধুর?
বলায় শোনায় তবু যানজট এই শব্দ কোলাহলে
শব্দই বাঁচায় এ যান্ত্রিক জটিল জীবন এসে শেষে।

যাপিত জীবনে কবি যতো কথা শোনে চারদিকে
ঘরকন্যার কোঠরে যতো ধ্বনি তার ঠোঁটে বাজে
ছন্দে বর্ণে শব্দে সবকিছুর করে সে অনুবাদ
আসলে কবির কলম থামে না কোনো দ্বিধার দেয়ালে।

এভাবে লিখতে লিখতে লিখতে শেষে একদিন
সুসবুজ ঘাস হয়ে ওঠে মহীরুহ কোনো ভুঁয়ে
গুল্ম লতাপাতায় হঠাৎ ফোটে সুসিক্ত গোলাপ ফুল
সে ফুলের ঘ্রাণ নেয় মানুষ, বিমুগ্ধ কবিতার প্রেমী।

আদ্যপে পাঠককুল কবিতার ভক্ত, কবির নয় কখনো
শব্দের অনুবাদ চায় মানুষ, চায় না শব্দকরকে কোনোদিন!

০২.০৫.২০০৮


মন্তব্য

দ্রোহী এর ছবি

আদ্যপে পাঠককুল কবিতার ভক্ত, কবির নয় কখনো
শব্দের অনুবাদ চায় মানুষ, চায় না শব্দকরকে কোনোদিন!

পুরা কোপানী গুরু !!.........................


কি মাঝি? ডরাইলা?

শাহীন হাসান এর ছবি

ভাল-লাগলো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

নজমুল আলবাব এর ছবি

ঘাসগুল্মলতাপাতা

শব্দটা পছন্দ হয়েছে। আর শেষ দুটু লাইন।

ভুল সময়ের মর্মাহত বাউল

মৃন্ময় আহমেদ এর ছবি

সত্যকথণ।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অতিথি লেখক এর ছবি

আদ্যপে পাঠককুল কবিতার ভক্ত, কবির নয় কখনো
শব্দের অনুবাদ চায় মানুষ, চায় না শব্দকরকে কোনোদিন!

কঠোর কঠিন সুতীব্র সত্য কথাগুলো দারুন সাবলীলতায় ছন্দবদ্ধ করেছেন... মুগ্ধ হয়েছি।

সৈয়দ আখতারুজ্জামান

তীরন্দাজ এর ছবি

আদ্যপে পাঠককুল কবিতার ভক্ত, কবির নয় কখনো
শব্দের অনুবাদ চায় মানুষ, চায় না শব্দকরকে কোনোদিন!

খাসা কথা বলেছেন জলিল ভাই। ভাল, খুব ভাল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।