বিষ গেরো

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: মঙ্গল, ১৩/০৫/২০০৮ - ৩:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিতে দিতে সব শেষ করলেও অবশেষে
সম্পর্কের দেনা শোধ হয় না কিছুই
কিছু ঋণ থেকে যায় হৃদয়ের কাছে।
গোলাপের পাঁপড়ি এক এক করে খুলে
শেষ অব্দি যদি বলো 'হি লাভস মি নট'
তবুও থেকে যায় কিছু ভালোবাসার টান।

ভালোবাসার ক্ষুধা এমনই বুভুক্ষ কাতর
আস্ত কাঁঠাল গোগ্রাসে পেটে পুরেও
গোঁফে মেখে রাখে তার নাছোড়বান্দা আঁঠা
'দিল্লী কা লাড্ডু' লোকে বারবার খায়!

সম্পর্ক ভাঙলেই যদি ভাবো হয়ে যাবে পর
চাওয়ার কিছুই নেই, নেই দেয়ারও কিছু
তবে তুমি করছো ভুল নিশ্চিত জেনো
যে ভুলের সূতোয় খাবে বারবার টান
বিষ গেরো খুলে যাওয়া নয়তো সহজ
যতোই খুলতে যাবে হবে পোক্ত ততো।

আমার না থেকেও আছো তুমি পাশে আরও
যাওনা অনেক দূরে চলে যতোটুকু পারো!

১২.০৫.২০০৮


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

হৃদয়ের দেনা এক ভয়ংকর বিষগেরো তো বটেই। 'দিল্লীকা লাড্ডু' জেনেও গেরোমুক্তি হয়না আর।

খুব ভাল লাগলো আপনার কবিতা।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ ভাইজান। তবে ইদানিং আপনার গল্পের মতো কি?
..অসাধারণ গল্প লিখছেন আজকাল!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আহমেদুর রশীদ এর ছবি

সার্থক লাড্ডুনামা।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফারুক হাসান এর ছবি

শেষ দুই লাইন এক কথায় নৌকার দুলুনির মতন আরাম লেগেছে মনে।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতিথি লেখক এর ছবি

শক্ত কবিতা । বোঝা বড় সোজা।
আর আছে? থাকুন কাছে কাছে।
এই কামনা।

নাফে মোহাম্মদ এনাম।

অনিন্দিতা এর ছবি

সম্পর্ক ভাঙলেই যদি ভাবো হয়ে যাবে পর
চাওয়ার কিছুই নেই, নেই দেয়ারও কিছু
তবে তুমি করছো ভুল নিশ্চিত জেনো
যে ভুলের সূতোয় খাবে বারবার টান
বিষ গেরো খুলে যাওয়া নয়তো সহজ
যতোই খুলতে যাবে হবে পোক্ত ততো।

আহা কী সুন্দর লাইন! আসলেই সত্যি?

শাহীন হাসান এর ছবি

আমার না থেকেও আছো তুমি পাশে আরও
যাওনা অনেক দূরে চলে যতোটুকু পারো!

ভাল-লাগলো আপনার কবিতা।
ছন্দের কাজগুলো চোখে পড়ার মতো..।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ! দ্বিতীয় প্যারাটা একটু কম ভাল লেগেছে, এছাড়া বাকিটা অসাধারণ! আমি কবিতা খুব একটা বুঝি না, কিন্তু কিছু লাইন কেন যেন খুব স্পর্শ করে। এই কবিতাটা সেভাবেই স্পর্শ করল। কোথায় যেন মিল খুঁজে পেলাম খানিকটা! খুব ভাল হয়েছে কবিতাটা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালোবাসার ক্ষুধা এমনই বুভুক্ষ কাতর
আস্ত কাঁঠাল গোগ্রাসে পেটে পুরেও
গোঁফে মেখে রাখে তার নাছোড়বান্দা আঁঠা
'দিল্লী কা লাড্ডু' লোকে বারবার খায়!

ঠিক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।