বনের পাঁজরে বাজে মর্মর ধ্বনিরা বারবার
তার কথা মনে পড়ে 'জাঙ্গল সাফারি' দিনে
সুঠাম হাতির পিঠে চড়ে মেলে দু'পা চিতোয়ান বনে
হেঁটেছিলাম গহীন অরণ্যের ভাঁজে একদিন ভোরে
যদিও নরশার্দুল দেয়নি সাক্ষাৎ কোনো সেই ক্ষণে
দু'নয়ন ভরে দেখা হয়নি হরিণ শাবকেরও ছোটাছুটি
তবু তার নরম কোমল শরীরের উষ্ণ ছোঁয়াটুকু
বারবার শিহরিত করছিলো এক আদিম নেশায়
এক অনিন্দ্য সুন্দরী বিদেশিনী ছিলো পার্শ্ব সহচরী
বুঝিনি মুখের ভাষা তার, জিজ্ঞেস করিনি বসত কোথায়
শুধু মন বুঝেছিলো আদিম ছোঁয়াচ ক্ষণিক উন্মাদনায়!
যার জন্য এই 'জাঙ্গল সাফারি' হলো না সে প্রাণী দেখা
দেখা হলো তার সাথে, ছোঁয়া হলো মোলায়েম হাত
বুকের কন্দরে বেজে গেলো শিহরিত স্পর্শের স্পন্দন
নিষ্পলক চোখ দু'টি পেলো মুগ্ধতার সুনীল আকাশ
'জাঙ্গল সাফারি' শেষে মিতভাষ্যে জানালো সবাই 'গুড বাই'
আমার ভেতরে ছিলো অনেক কিছুই, শুধু তারটাই জানা নাই!
২৫.০৫.২০০৮
মন্তব্য
টারজান দ্য জলিল ভাই!!!!!!!!!!!
চমৎকার ছড়া। অন্যরকম স্বাদের!!!!!!!
কি মাঝি? ডরাইলা?
হুম! একদিনের টারজান!
..তাবে ছড়া না কবিতা! শেষ দু'লাইন অবশ্য ছড়ার মতোই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মাফ করবেন জলিল ভাই। আসলে ঘোরের ভেতর আছি তাই ছড়া/কবিতা/গল্প সব গুলিয়ে ফেলছি!
কি মাঝি? ডরাইলা?
আরে ধুর! যা ছড়া, তাই কবিতা। এক নামে ডাকলেই হলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
'জাঙ্গল সাফারি' শেষে মিতভাষ্যে জানালো সবাই 'গুড বাই'
আমার ভেতরে ছিলো অনেক কিছুই, শুধু তারটাই জানা নাই!
জলিল ভাই, তুমুল ভালো হয়েছে। খুব ভালো লাগলো। শেষের দুই লাইনে এসে দারুণ দিছেন।
বনের পাঁজরে বাজে মর্মর ধ্বনিরা বারবার
হেঁটেছিলাম গহীন অরণ্যের ভাঁজে একদিন ভোরে
দু'নয়ন ভরে দেখা হয়নি হরিণ শাবকেরও ছোটাছুটি
এক অনিন্দ্য সুন্দরী বিদেশিনী ছিলো পার্শ্ব সহচরী ....
পংক্তিগুলো ভাল-লাগলো ....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
কবিতার সাথে গেরস্থলী শুনেছি,
কবিতার সাথে সাফারী এই প্রথম। সাথে আবার অনিন্দ্য সুন্দরী বিদেশিনী...
খুব ভাল লাগলো জলিল ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
"বুকের কন্দরে বেজে গেলো শিহরিত স্পর্শের স্পন্দন
নিষ্পলক চোখ দু'টি পেলো মুগ্ধতার সুনীল আকাশ"
... ... .... .... খুব টানলো - আবেশ ও অনুভূতির একটা চমতকার মিশেল আছে কথাগুলোয়। ব হূদিন পর আপনার লেখা পড়লাম।
শ্রদ্ধান্তে -
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দীর্ঘ নীরবতা দেখে আপনাকে ফোন দেব বলে ভাবছিলাম গতকালই !
সুস্থ ছিলেন তো ?
জলিল ভাইঃ
শরীর কেমন এখন?
এই রকম কবিতা শুধু পড়ে আশ মেটে না-কবির সাথে আড্ডা না মারলে এই কবিতা হজম হবে না।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন