বুকের উল্টোপিঠে পিঠ, পিঠের উল্টোপিঠে বুক
যে কোনোটাই দেখাতে পারো তুমি এ ক্ষণে
তবু বন্ধু তুমি শৈশব, কৈশোর, যৌবন কিংবা প্রৌঢ়ে
বার্ধক্যে ক্ষয়ে যায় যদি জীবনীশক্তি দিন দিন
কপালে পড়ে বলিরেখা, চোখের জ্যোতি যায় কমে
তবু বন্ধু তুমি আশৈশব, আজীবন, আমরণ!
শৈশবে পুতুলখেলা, মার্বেল, ডাংগুলি, বউচি
কৈশোরে খালবিল, মাছধরা, নদীতে সাঁতার
সুউচ্চ গাছের ডালে আম, জাম, পেয়ারা খাওয়া দিন
যৌবনে সংগ্রাম- একসাথে রুটি ভাগ করে খাওয়া ক্ষণ
কিছুই ভুলবো না আমি এবেলায় এসে।
জীবন ফুরিয়ে গেলে জেগে থাকে স্মৃতি
বন্ধু হারিয়ে গেলে বেঁচে থাকে প্রীতি
আমার স্মৃতি-প্রীতি দু'টোই তোমার বন্ধু
বলো তুমি দেখাবে বুক না পিঠ?
০২.০৬.২০০৬
মন্তব্য
তবু বন্ধু তুমি আশৈশব,
---
বলো তুমি দেখাবে বুক না পিঠ?
ভাল-লাগলো। শুভেচ্ছা...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
দারুণ খেলেছেন তো?
হুম। বন্ধুতা এমনই। কখনো প্রিয় কখনো অপ্রিয়।
বন্ধুরা হারিয়ে গেছে সেই কবেই। প্রীতিটুকু বুকের ভেতর কেমন ধুক ধুক করে বাজে এখনও।
কি মাঝি? ডরাইলা?
হু...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ সবাইকে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অসাধারণ !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন