সম্পর্ক কথন

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ১৬/০৬/২০০৮ - ৯:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে থাকে না কেউই
সব চলে যায়, সব চলে যায় স্বার্থপরতার মোহে
অকাট্য সম্পর্ক সূতার বাঁধনে আটকাতে পারে না কাউকে
ভরাট নদীর ছলাৎ ছলাৎ জল শূন্য হয়ে যায় শেষে
হৃদয়ে ফারাক্কা বাঁধ শুষে নেয় সম্পর্কের সুজলা আধার
তারপর রক্ষশ্বাস শীত এলে সবুজ পাতারা ঝরে পড়ে
এক এক করে ভেঙে যায় সব সম্পর্কের ডালপালা
হৃদয়ের গহীন জঙ্গলে বাজে ঝরাপাতার বিরহী গান।

তুমি সম্পর্ক স্থাপন করে পণ করেছিলে সম্পর্ক ভাঙার
সে ভাঙন পূর্ণ হলো আজ চৈত্রের ঊষর দিনে এসে
কাকে বলে হৃদয়? পারে না মায়ার বাঁধন গড়াতে
তুমি আমি জন্মেছি শুধুই যেন বিরহ ঝরাতে!

২৬.০৫.২০০৮


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কাকে বলে হৃদয়? পারে না মায়ার বাঁধন গড়াতে
তুমি আমি জন্মেছি শুধুই যেন বিরহ ঝরাতে!

অসাধারণ একটা কবিতা। মনে হলো আমার নিজের মনের কথাগুলো আপনি অসাধারণ পঙতিমালায় নিংড়ে দিলেন, প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে, প্রতিটা অক্ষরে!

মুশফিকা মুমু এর ছবি

অবশেষে থাকে না কেউই
সব চলে যায়, সব চলে যায় স্বার্থপরতার মোহে

একদম সত্যি মন খারাপ
খুব ভালো লেগেছে কবিতাটি মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

অসাধারণ হয়েছে আপনার কবিতাটা। খুব ভালো লাগলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বাস্তবতার দারুণ প্রকাশ! প্রতিটি শব্দই যেন সত্যকথনে শক্তিশালী অবস্থান নিয়েছে। ভালো লাগলো।

জি.এম.তানিম এর ছবি

ভাল লাগলো...
----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি (এনটয়েশ্ট) এর ছবি

মামু, আপনাকে দেখলেই ভালো লাগে।
আশা করছি এখন সুস্থ পুরোপুরি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো... ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কবিতাটিতে মনে হয় আরো কিছু কাটাছেঁড়া হবে। তবুও ভালো লাগলো। তবে জঙ্গলে কিছুটা হেঁদিয়ে পড়েছি। ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শেখ জলিল এর ছবি

সুন্দর সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।