গরমে গরম কাটে, শীতে কাটে শীত
এসো তবে সুরে সাধি পরানের গীত।
লোহাতে লোহাই কাটে, কাঁচ কাটে হীরে
মানে-অভিমানে কেন রবো পাশ ফিরে!
পানিতে বরফ কাটে, বিষে কাটে বিষ
রাগে-অনুরাগে কেন পুড়ি অহর্নিশ!
আগুনে আগুন জ্বলে, মনে জ্বলে মন
প্রেমের আগুনে এসো জ্বলি সর্বক্ষণ।
দু'চোখে দু'চোখ চায়, গতরে গতর
এসো তবে এ বুকের গহীন ভিতর।
মন্তব্য
কত বছর বয়সে যেনো পুরুষদের নতুন করে বান আসে। এই কবিতা গুলি সেই বানেরই লক্ষন বোধ হয়।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হাহাহা! ওস্তাদ কবির ওস্তাদী মন্তব্য। ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কলমে শব্দ কাটে, কলম হাতে কবি
শব্দও রঙ হয়, কবিতা ছবি।
ধন্যবাদ বাংলা বানান সংশোধকের কর্তা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
বস্ একদম সেইরম হইছে।![গুল্লি গুল্লি](http://www.sachalayatan.com/files/smileys/guli.gif)
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক ধন্যবাদ কীর্তিনাশা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মানে অভিমানে সময় অপচয়, ভাল লাগলো.
শুকরিয়া।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
"গতরে গতর" এই শব্দটা কেমন যেন লাগছে আমার, জলিল ভাই।
এটা ছাড়া পুরো কবিতাটাই খুব ভাল লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
গঠনমূলক মন্তব্য। তবে কবিতার বক্তব্যের দাবীতে ওটাকেই শেষ পর্যন্ত রাখতে হয়েছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ঠিকাছে,..
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন