• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

নৈঃশব্দে একাকী বাস

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

নৈঃশব্দের পাঁজরে রেখেছি গেঁথে আমার নির্মল একাকীত্ব
সব সম্পর্কের সূতা ছিঁড়ে বেছে নিয়েছি অচিন বাস বহুদূরে
হাসি নেই, কান্না নেই- আছে শুধু নৈঃশব্দের রিক্ত হাহাকার
উদাসী স্বপ্নেরা হাসে বেদনার সুনীল দিগন্তে মিলেমিশে।

নিরালায় মৌনতার ঘুম ভাঙে, স্মৃতির পাখিরা ডাকে
যতোদূর চোখ যায় উড়ে উড়ে ডানা ঝাপটায় অতীতে
তার নরম পালক ওম জাগায় হৃদয় কন্দরে যতনে
চোখ বেয়ে আসে জল আষাঢ়ের টুপটাপ বৃষ্টিধারা
সরাতে পারি না তার স্মৃতির পাথর বুকের চাতালে
সে আমার নৈঃশব্দের সুখ আজন্ম মিলন অভিসারে।

এই ঘোর সন্ধ্যার মেঘমালায় ডাকে দেয়া ঢাক গুড় গুড়
সব সুখ ঝরে যায় মাটির অন্তরে বিরহে ভাসিয়ে দিয়ে
তার সাথে দেখা নেই, কথা নেই পুরো আঠোরো বছর
তবুও সে রয়ে যায় লেখায় কবির খেরোখাতার পাতায়।

সে কি বোঝে তার হতে গিয়ে নিয়েছি একাকী বাস
কবিতার পরতে পরতে এঁকে যাই শুধু বিরহ নির্যাস!

২০.০৬.২০০৮


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

টের পাই।
কোত্থেকে যেনো আসে আষাঢ়ের বৃষ্টির সাথে এইসব ঘনবন্ধন ভাব ও শব্দের সুখ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শেখ জলিল এর ছবি

হুম! কবিরাই টের পায়। ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

সে কি বোঝে তার হতে গিয়ে নিয়েছি একাকী বাস
কবিতার পরতে পরতে এঁকে যাই শুধু বিরহ নির্যাস!

না জলিল ভাই বোঝেও বোঝে না.

শেখ জলিল এর ছবি

ঠিক। বুঝলে কি আর এ কবিতা লেখা হতো?

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বিরহ হচ্ছে ন্যাপথালিনের গোটার মত। দীর্ঘদিন পর খুঁজে পাওয়া যায় না। তবে
উদ্ধৃতি
সরাতে পারি না তার স্মৃতির পাথর বুকের চাতালে
সে আমার নৈঃশব্দের সুখ আজন্ম মিলন অভিসারে।

লাইন দুইটা নিয়া একটু ভাবিত হইলাম। ধন্যবাদ কবি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

শেখ জলিল এর ছবি

আপনার মতো লেখককে ভাবনায় ফেলা মানে বড়ো পাওয়া। ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

কবিতার পরতে পরতে এঁকে যাই শুধু বিরহ নির্যাস!

যুগযুগ ধরে কবিতার সাথে বিরহের যে সাযুজ্যতা স্থাপিত হয়েছে তাতে আপনাকে দোষী করে লাভ নেই, যদিও কবিতা অনেক সময়ই কবির কথা বলে না, বলতে চায় পাঠকের কথা; কবি তা স্বীকার করুন বা নাই করুন।

রাফি

শেখ জলিল এর ছবি

রাফিকে মন্তব্যের জন্য উত্তম ঝাজা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।