এই পর্বে কিছু গানের লিরিক পোস্ট করবো। উদ্দেশ্য- লেখক স্বত্ব সংরক্ষণ এবং সচলায়তনে প্রকাশকে রেফারেন্স হিসেবে কাজে লাগানো। বলা তো যায় না কখন আবার রয়্যালিটি দাবীর বিষয়টা ভাগ্যের ফেরে চলে আসে!
৩.
প্রজাপতি মন তুই যা না উড়ে
শহর ছেড়ে বহুদূরে
যেখানে দিগন্ত গিয়েছে মিশে
মেঠোপথ ঝাউবন ঘুরে ঘুরে।।
যেখানে নেই কোলাহল
নেই কোনো জীবনের যন্ত্রণা
নাগরিক সময়ের ব্যস্ত মায়া
হৃদয়কে করে না বঞ্চনা
সাগরের নীলে মেশে মনমোহনা
থেমে থাকা উদাস দুপুরে।।
যেখানে নেই বিরহ
নেই কোনো না-পাওয়া বেদনা
মাঝরাতে চাঁদ হাসে আঁধার চিরে
গড়ে দিয়ে স্বপ্নের সূচনা
সময়ের ঢেউ ভাঙে সুখের স্রোতে
ভালোলাগা সুরের নূপুরে।।
কথা: শেখ জলিল
সুর: লোকমান হাকিম
** কপিরাইটের কারণে সিডি প্রকাশের আগে অডিও লিংক দেয়া গেলো না। তার আগে গানের লিরিকগুলো কবিতা হিসেবে পড়ে নেবার অনুরোধ করা হলো।
মন্তব্য
কাকু, গানের শিল্পী কে? সিডি প্রকাশ হয়ে গেলে বইলেন, দেশ থেকে কালেক্ট করা যাবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুন্দর কথাগুলো, গানটা শুনতে ইচ্ছে করছে। আসলেই গানের শিল্পী কে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নতুন শিল্পী। মেয়েটির গলা ভালোই। নামটা এখনও জানা হয়নি। সামনে সিডি বের হবে।
..তখন অবশ্যই জানাবো@ কাকু এন্ড মুশফিকা মুমু।
ভারী সুন্দর গানের কথা। গানটা শোনার অপেক্ষায় থাকলাম।
~ ফেরারী ফেরদৌস
তাড়াতাড়ি পোস্ট করেন। মনে হচ্ছে গানগুলি ফাটাফাটি হবে।
শিল্পী ও সিডি'র নাম জানতে চাই।
রাফি
ভাল লেগেছে, তবে মনে হয় বিরহী মন এমন কোথাও যেতে চায়. সুরভি
জলিল ভাই, একটা আসর অন্তত দেন।গানগুলা একটু কানে লাগাই।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ফেরারী ফেরদৌস, রাফি, সুরভি-কে ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুদ্ধস্বরে বাসর বসানো যায়, আসর বসানোর জায়গা নাই।এইবার কন,কেমনে কি?
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
..আসলে আমিও তো খুপড়ি ঘরে থাকি। ছোট্ট বাসর আছে, আসর বসানোর সংস্থান নাই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন