পাঠকগণের কাছে বিনীত অনুরোধ-কিছুদিন আগের অচল অবস্থায় ঘোরলাগা সময়ে এ লেখাটি। নিতান্তই মনের খেদ! ভাষার ত্রুটি-বিচ্যুতি মার্জনীয়।
চাষাভূষার গালি
তাল মতো তগোরে পাইয়া লই-
চৌদাইয়া ভেদ্দরের মইধ্যে ডাবাইয়া ফালামু
তহন বুঝবি ঠ্যালা!
তর মায় বাপ চৌদ্দ গুষ্ঠি আইলেও
আমার একখান বাল ছিঁড়বার পারবো না জানি!
চোদানির পোলারা রাইতের আন্ধারে আইয়া
জমির আইল কাইটা দিয়া গ্যাছে গা!
স্যাঁচ দেওনের বেবাক পানি গ্যাছে চইলা
অহন আমি ক্ষ্যাতে ধান বুনি কিবা কইরা?
সাহস অইলে আইতি বিহানবেলা ঘর থিকা বারাইয়া
তগোরে মারতাম গোয়া এক লগে খাড়া করাইয়া
পোন্দের কাপড় তুইলা ইরি ধান ছাড়াইয়া ছিটাইয়া
কুরকা দিয়া খাইতাম তারে ঠোকরাইয়া ঠোকরাইয়া।
মন্তব্য
ঠিক আছে জলিল ভাই। এই না হইলে কি গালি হইলো ! আরো কশাইয়া দেন। তবু যদি শালাগো শিক্ষা হয় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ওরে!!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
'আমি ও গেরামের পোলা, চুতমারানি গাইল দিবার জানি'
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ওরে জটিল!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পড়ে অনেক সুখ পেলাম। আগেরদিনের কথা মনে পড়ে গেল।
হুম! এগুলোও আমার গ্রাম থেকে ছোট্টবেলায়ই শেখা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জলিল ভাই
লেখা দেখে আমারও গালাগালি করার সাধ হয়। কষ্ট করে চেপে গেলাম।
উত্তম।
মন খুলে গালি দিতে পারলে অর্ধেক মনোকষ্ট এমনিতেই চলে যায়। হা হা হা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
গালির ওপর ট্যাক্স/ভ্যাট বসানো দরকার।
তার মায়রে বাপ... গুফনে গুফেন এত্ত কিছু !!!
হুম্
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
লেখাটা পড়তে পড়তে কমেন্ট কি করবো ভাইবা ফালাইলাম... মনে মনে ব্যাপক সুখ পাইলাম... কিন্তু তারপরেই দেখি হাসান মোরশেদ সেইকথা বইলা ফেলছে... তারপরে আর কিছু বলার পাইলাম না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম! আমিও গেরামের পোলা চুতমারানি গাইল দিবার জানি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আরে জলিল ভাই অন ফায়ার। আসলেই মনের মত গালি দিতে পারলে দিলডা ঠাণ্ডা হয়া যায় !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নতুন মন্তব্য করুন