বাবা বলেছিলেন- বোবার কোনো শত্রু নেই, মনে রেখো।
বাচাল কৈশোরে তাই হয়েছিলাম নিশ্চুপ, শান্ত, ধীর
বোবা যেমন বলে না কথা, ইঙ্গিতে বোঝায় সব কিছু
আমিও মনের ভাষা বোঝাতে গড়েছি শব্দের মালা
কণ্ঠের গভীরে কষ্ট হবে বলে ধরিনি গানের সুর
জীবনের আদ্যোপান্ত ঘেঁটে লিখেছি লিরিক কতো
এক চিঠিতে টলেছে বালিকার মন- সে অভিজ্ঞতায়
প্রেমেও থেকেছি শেষে ম্রিয়মান, স্বল্পভাষী শুধু
অসির চেয়ে মসির শক্তি বেশি বলে ধরেছি কলম
রাত কিবা দিনে সে কলম চলছে নিয়ত অবিরাম।
নিরলস নিস্তব্ধতার কারণে অনেক সয়েছি অপবাদ
একনিষ্ঠ প্রেমে এসেছে ভাঙন, বিরহ বাতাস বেশুমার
শ্রাবণের ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়েছে সুখ অবশেষে
কাচের মতোন খানখান ভেঙেছে সাজানো প্রেম
বোবাকালা আমি তার হতে চেয়ে হয়েছি দূরের আরো
প্রাণবন্ধু দিয়েছে আঘাত, স্বজন গিয়েছে দূরে সরে
যাপিত জীবনে প্রৌঢ়ে এসে দিনে দিনে আজকাল
বোবা স্বভাবটাই বুঝিবা একমাত্র শত্রু হলো এ আমার!
১১.০৮.২০০৮
মন্তব্য
শেষ লাইনটা মারাত্মক!!!!
অনেকদিন পর শিমুলের মন্তব্য।
অনেক অনেক ধন্যবাদ।
এ কী লিখলেন!!
ধন্যবাদ। (এইতো বোবা কাহিনী!)
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জীবনের মত্ লাগল।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ তামিম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
"লোকে বলে বোবার নাকি কোন শত্রু নাই
বোবারও যে শত্রু আছে বোবায় জানে ভাই।"
বাহ্ ।
বেশ ভালো দু'লাইন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দুর্দান্ত !
অসাধারণ লিখেছেন ভাই। সাধুবাদ জানাই।
কাকু, শেষ লাইনটাই ঠিক। এখন চাপার জোরের যুগ, চাপাবাজ হইলে কেউ শত্রু, কেউ বন্ধু; বোবার কোনো বন্ধু নাই, তার শত্রু সবাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বেশ দেরী করে পড়লাম...তাও ভাগ্য ভাল পরলাম...নইলে মচেৎকার একটা জিনিস না পড়া থেকে যেত।
আসলেই মচেৎকার হইছে জলিল ভাই।
দৃশা
জলিল ভাই,
লিখেছেন ভালো, ধন্যবাদ।
আপনার কবি হওয়ার রহস্য জানা গেল।
প্রত্যেক লেখকের জীবনেই কী লুকিয়ে থাকে বলার অব্যক্ত বেদনা?!?!?!
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।