এই পর্বে কিছু গানের লিরিক পোস্ট করছি। উদ্দেশ্য- লেখক স্বত্ব সংরক্ষণ এবং সচলায়তনে প্রকাশকে রেফারেন্স হিসেবে কাজে লাগানো। বলা তো যায় না কখন আবার রয়্যালিটি দাবীর বিষয়টা ভাগ্যের ফেরে চলে আসে!
৫.
নির্ঘুম রাত্রির প্রহরে
স্মৃতিজাগা স্বপ্নের বাসরে
আমি এক বিরহী বিহঙ্গ
ফেরারী এ মনটা খোঁজে তোমায়
জেগে থাকি একাকী নিঃসঙ্গ।।
আশা নেই, উদাসী মনে কোনো আশা নেই
ভাষা নেই, বিবাগী প্রাণে কোনো ভাষা নেই
কতো যে রজনী গেলো কেটে
এই কষ্ট-পাথর বুকে চেপে রেখে
ভুলে থাকি সুখেরই প্রসঙ্গ।।
তুমি নেই, আগেরই মতো সেই তুমি নেই
আমি নেই, আমারই মাঝে আর আমি নেই
হারানো স্মৃতিসুর প্রাণে বাজে
সেই নিয়তির নির্মম পরিহাসে
ভেঙে গেছে তোমারই সে সঙ্গ।।
কথা: শেখ জলিল
সঙ্গীত: শহিদুর রহমান মুকুল
শিল্পী: মজিবুল হক সেন্টু
**গানটি আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় 'বিটিভি'র 'সঙ্গীতা' অনুষ্ঠানে প্রচার হবে।
মন্তব্য
যাক । সুর পাওয়া যাবে তাইলে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
জলিল ভাই, দারুন! গানের কথা খুব ভালো লাগল। শিল্পী আর সুরকার সম্পর্কে কোন ধারণা নেই। তাই তাঁদের প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি, জানি না তাঁরা কতটুকু মান রাখতে পারবেন গানের কথার।
তবে আফসোস, দেখতে পারব না। সাড়ে তিনটা পর্যন্ত অফিস। বাসায় পৌঁছুতে পৌঁছুতে পাঁচটার বেশি বেজে যায়। রাতে কি পুনঃপ্রচার করবে আবার?
সবচেয়ে ভালো হয়, রেকর্ড করে রাখেন। পরে সচলায়তনে আপলোড করে দিয়েন। আমরা তাহলে সবাই শুনতে পারব।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
হ... গান তো আপ্লোড করতে পারবেন... ক্ইরেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ ভাইজান।
প্রচার হয়ে গেলো গানটা। তবে বেলা ৩.৩০ টায়। এখনও সিডি হাতে পাইনি বলে আপলোড করা গেলো না।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুনা+দেখার অপেক্ষায় থাকলাম ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আশা পূরণ হবে একদিন!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমারও একই অবস্থা.. ৪ টা পর্যন্ত অফিস.. আপলোড করে দেয়ার সুযোগ থাকলে তা-ই কইরেন জলিল ভাই । তাইলে সবাই দেখতে পারুম
চমত্কার!!!
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
শোনা সম্ভব; মনে থাকলে হয়।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
নতুন মন্তব্য করুন