তোমাকে আশীর্বাদ

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ০৫/০৯/২০০৮ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হে পুত্র আমার- তোমাকে আজন্ম আশীর্বাদ!
এ বাংলার নদী-মাঠ-পাহাড়-সবুজ-সমতল
উর্বরা সুফলা হোক তোমার কর্ষণে, ধ্যানে-জ্ঞানে
কার্তিকের ভোরে দীঘল প্রান্তরে, স্বপ্নের উঠোনে
ভ'রে উঠুক সোনালী ধান দু'হাতে তোমার।
শীতের শীর্ণতা পূর্ণতা পাক ঐ বসন্ত উত্ সবে
ফাগুনের কোকিলেরা ডাকুক সবার আঙিনায়
ফুটুক প্রাণের শত ফুল সব জীবনের গুলবাগে ।

হে পুত্র তোমাকে দিলাম কবিতা- স্বপ্নাবিষ্ট গ্রন্থাগার
ক্ষুরধার কবির কলম, আদিগন্ত শব্দের নীলিমা
তোমার অন্তরে ফুটুক গোলাপ- মানবিক হৃদয়ের
অমল অরে লিখো তুমি জীবনের জয়গান।
তোমাকে দিলাম শৈশবের ফুল, ফেলে আসা স্মৃতি
কৈশোরে ঘুড়ি ও লাটাইয়ে গোত্তা খাওয়া দুরন্ত দিন
লিকলিকে দেহে দুর্ভিক্ষের করাঘাত, জীবন সংগ্রাম
যৌবনে নিশ্চুপ না-পাওয়ার প্রহর, বিরহের ভার।
তোমাকে দিলাম কর্মজীবনের কান্তি, বিষন্ন বিকেল
অধুনা জীবনে খাপ না খাইয়ে চলা, পথের পাথর
থরে থরে সাজানো দুঃখের অমিতাভ পদাবলী
আমৃত্যু হৃদয়ে আঁকো তুমি কবিতার ক্যানভাস।

হে পুত্র তোমাকে দিলাম আমার শ্যামল নিবাস
প্রাণেতে বাঁধন গড়ো, করো আমৃত্যু স্বপ্নের চাষ।

২২.০৫.২০০৬


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

হে পুত্র তোমাকে দিলাম কবিতা- স্বপ্নাবিষ্ট গ্রন্থাগার

জমির দলিল কিংবা ব্যাংকের চেকবই থেকে উত্তরাধিকার হিসেবে গ্রন্থাগারই আমাদের এখন বেশি দরকার

শেখ জলিল এর ছবি

জমির দলিল কিংবা ব্যাংকের চেকবই থেকে উত্তরাধিকার হিসেবে গ্রন্থাগারই আমাদের এখন বেশি দরকার
..একমত।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পরিবর্তনশীল এর ছবি

বেশ লাগল। কিন্তু এরকম টাইপ কথা বইলা কমেণ্ট শেষ করে ফেলতে ভাল্লাগেনা। কবিতার কমেন্ট করতে ইচ্ছে করে কবিতা দিয়ে।

কিন্তু কবিতা তো বলতে পারি না
লেখা তো দূরের কথা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রাশেদ এর ছবি

আমৃত্যু স্বপ্নের চাষ- আমাদের জীবনে সব চেয়ে বড় শক্তি

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ রাশেদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালো লাগল।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তারেক এর ছবি

অনেক বেশি আপন এই কবিতা। আমৃত্যু স্বপ্নের চাষ...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আর তাই হয়তো স্বপ্নহীন মানুষ মৃত।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।