এলাহি কারসাজি

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: রবি, ১৪/০৯/২০০৮ - ১০:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গেরামের বড় মাতব্বর এলাহি চেয়ারম্যান তাগোরে ধইরা আনলো দুষ্কৃতকারী সাব্যস্ত কইরা- পাছে লোকে বদনামি দেয় মাতব্বরীর উপর হেইজন্য নিজের দলের চেলাচামুণ্ডাগোরেও বাদ দিলো না ইচ্ছা কইরা- এক্কেবারে হান্দাইয়া দিলো আইনী খোঁয়াড়ের ভিতর

এলাকার বেবাক লোকেরা এলাহি চেয়ারম্যানরে বাহবা দিলো কিন্তু তলে তলে এইহানের পানি ঐহানে গেলো গড়াইয়া- ধীরে ধীরে সুযোগসন্ধানী ছিচকে চোরেরা বাইর অইয়া আইলো মিশা গেলো চেয়ারম্যানের বিরোধী পাট্টির লগে- এলাহির মাতব্বরী বুঝি এইবার শ্যাষ অইয়া গেলো গা

এলাহি বড়ই ধূর্ত লোক- সেও সুযোগ বুইঝা দুষ্কৃতকারীগোর খোঁয়াড়ে গিয়া চুপি চুপি আতাঁত মিটিং বসাইলো- কইলো আপোষ মীমাংসা সবকিছুই করবো সে নিজ খরচায় আইনী লড়াই কইরা জামিন আনবো সবার

একে একে সবাই আইলো বার অইয়া এলাহি কারসাজিতে- আগামি ইলেকশনে এলাহি চেয়ারম্যানের কুনোই চিন্তা থাকলো না আর

১৪.০৯.২০০৮


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রাজনীতি? বুঝতে হবে। বুঝে ...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আবু রেজা এর ছবি

রাজনীতির ‍লাজনীতি নেই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আলমগীর এর ছবি

কুনোই চিন্তা থাকলো না আর

দ্রোহী এর ছবি

চেয়্যারম্যানরে লইয়া মষ্করা করেন? খাড়ান ভাইজান আইতাছে!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

পরিবর্তনশীল এর ছবি

রাজাদের নীতি- আমাগো মত মানুষ ক্যাম্নে বুঝব। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

যত কারবারী (সাদাকালালালনীল) এই এলাহীরাই।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মাহবুব লীলেন এর ছবি

এলাহি ভাই এগিয়ে চলো
ভরসা আছে তোমার লগে...

শেখ জলিল এর ছবি

যাউক, পিছে না থাইকা লগে থাকলেই বালা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

Shadhoo [অতিথি] এর ছবি

খারান, যুবরাজ ছারা পাইছে, খবর আছে !

অতিথি লেখক এর ছবি

হুম... ভাই যে কোন রকম ব্লগে এ আমার অভিজ্ঞতা মাএ ১০ দিনের তাই আপনার কাব্য প্রতিভা সম্পরকে কিছুটা জানতাম কিন্তু এবার আপনার লেখার অন্য দিক সম্পরকে জানলাম । রাজাদের নীতির ভন্ডামি সম্পরকে বলার জন্য থ্যাঙ্কু ।
নিবিড়

ঝরাপাতা এর ছবি

হ খবর আছে। এইবার এলাহি কারবার শুরু হইবো।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আকতার আহমেদ এর ছবি

গুল্লি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।