সেই এক বর্ষণ নামলো ঝিরঝির
আমার এ চোখে তোমার ও চোখ
কেটে গেলো আরাধ্যের আরেক বিকেল।
সুলতার কাঁচা ঘ্রাণ আমাকেও করেছে মোহিত
বোধের ওপারে ছিলে তুমি
জানোনি বিকেল কোন্ দিকে গেলে
ধেয়ে আসে আঁধারের সুনিপূণ হাত!
উঠন্ত সন্ধ্যার নিরালায় আমার বিকেল এখনো দাঁড়িয়ে
শীতল শাখায় এখনো বর্ষার টুপটাপ
দৃষ্টির ঝাপসা পথে কা কা রবে উড়ে যায় কাক।
আঁধারের ওপারে তোমার ও হাত
এতোটুকু ব্যবধানে আমার এ দৃষ্টি তোমার পরোক্ষে
কী অন্ধ! আহা কী অন্ধ আমি!!
০৫.০৯.১৯৮৬
মন্তব্য
টিনেজ প্রেমের কবিতা দেখে ভাবলাম কাকু আবার এই বয়সে ....![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নিচে তারিখ দেখে ভুল ভাঙলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
কী করবো কাকু, যখন নতুন লেখা থাকে না পুরনো কবিতা একটু দেখে নিতে ইচ্ছে করে যে!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হ... কাকু... ভালো হইছে...![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বহুত শুকরিয়া।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন