অরণ্যে শ্বাপদ

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গহীন অরণ্যে একা যেতে নেই- বলেন মুরুব্বীগণ। যেতে হলে যাও- সাথে নাও ঢাল, গায়ে বর্ম আর সাথে রাখো ধারালো অস্ত্রের ঝনঝন। কী জানি কী হয়! যে কোনো সময় মৃত্যুকূপ, কাঁটা-লতা-গুল্মে আটকে দুই পা পড়ে যেতে পারো খাদে। তাছাড়া বিশাল ভয় অরণ্য শ্বাপদদের, সারাক্ষণ হিসফাস করে বনের আড়ালে।

এ বিশাল জনারণ্যে একা হতে চাই। ভাবি নিমগ্নতার কথা, কবিতার কথা। ভীড় বাড়ে তবুও মনুষ্য শ্বাপদের। হিংস্র মুখ ভেংচি কাটে, অট্টহাসি হাসে। ছিঁড়ে-খুঁড়ে নিতে চায় শব্দের জমিন। কখনো কখনো রাজপথ ছেড়ে আসা সংসারীদেরও হতে হয় প্রতিবাদী। আপাতত গান্ধীর অহিংস নীতি এখনো মননে। যদি বাঁধ ভাঙে- তুলে নেবো অস্ত্র একাত্তরের, মারবো পশুত্ব আরেকবার!

১১.১০.২০০৬


মন্তব্য

নাজনীন খলিল এর ছবি

কখনো কখনো রাজপথ ছেড়ে আসা সংসারীদেরও হতে হয় প্রতিবাদী। আপাতত গান্ধীর অহিংস নীতি এখনো মননে। যদি বাঁধ ভাঙে- তুলে নেবো অস্ত্র একাত্তরের, মারবো পশুত্ব আরেকবার!

অনেক শুভকামনা রইল।

শেখ জলিল এর ছবি

শুভেচ্ছা আপনাকেও।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শাহীন হাসান এর ছবি

এ বিশাল জনারণ্যে একা হতে চাই। ভাবি নিমগ্নতার কথা, কবিতার কথা।
ভাল-লাগলো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ প্রকৃতির কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আহমেদুর রশীদ এর ছবি

কবিতার অভিযাত্রা সবসময়ই নি:সঙ্গ ো একাকী। সবসময়ই অন্তর্মুখি।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শেখ জলিল এর ছবি

সহমত জানাই কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব এর ছবি

এইটার রচনাকাল ২০০৬? মনেতো হয় আজকের কথাই বুঝি বলা হয়।

ভুল সময়ের মর্মাহত বাউল

শেখ জলিল এর ছবি

ধন্যবাদ আলবাব।
...সমসাময়িক ঘটনা নাড়া দেয়ার জন্যই আগের লেখাটা পোস্ট দিয়েছি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ এর ছবি

জলিল ভাই,
আপনি কই? শেষ পোষ্ট তিন মাসের অধিক। ভালো আছেন তো?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

এখনও আছি হাসান।
শুভেচ্ছা জানিয়ে গেলাম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।