দুই চোখ দেখে যাকে অনুভবে রাখে তাকে
অথবা চোখের আড়ালেই মনের আড়াল
এ রকম সত্যের মুখোমুখি যখন কাটছে রাত
স্বপ্নেরা উড়ায় ঘুড়ি ঐ দূরের নীলাকাশে
যাপিত দিন কখনো যায় বাড়ি মুক্ত ডানা মেলে।
যাদের ফোন করার কথা ছিলো
তারা ভুলে গেছে নম্বর অথবা হারিয়েছে
যদের ফোন করেছি বারবার
তারাও ভাবেনি ফিরতি কল করার
তাই জমানো কথারা কাঁদে একাকীত্বের আঁধারে
স্মৃতিরা ঘুমায় ক্লান্ত বালিশে মাথা পেতে।
যারা যান্ত্রিক তারাই সফল এ নিষ্ঠুর প্রবাসে
হৃদয়ের টান, আত্মার আকুতি সবই অর্থহীন!
এইসব দেখে স্মৃতির ঘোড়াটা তবু ছুটছে পেছনে
বারবার হাতে তুলি টেলিফোন সেট আর বলি-
ভালো আছো তো বন্ধুরা? ভালো থেকো
আমার স্বপ্নেরা থাকে যেন তোমাদের সাথে।
শেখ জলিল ১৩.০২.২০১১
মন্তব্য
ভালো লাগলো।
ধন্যবাদ সবুজ পাহাড়ের রাজা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ঠিকাছে। "কল" হয়ে গেলো "ফোন"।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
"কল" শব্দটা কেন যেন কানে বাজলো... এছাড়া আর সবকিছু সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিকাছে। "কল" হয়ে গেলো "ফোন"।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আবারও মন খারাপ করা কবিতা, অথচ কি সুন্দর! এভাবেই চলুক কবি। কবিতাই আপনাকে বাঁচিয়ে রাখবে, সজীব রাখবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
----------------------------
Sad Quote
Sad Poems
দুর্দান্ত!!!
-অতীত
নতুন মন্তব্য করুন