সেলসম্যান আর ইংলিশম্যান

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শুক্র, ০৪/০৩/২০১১ - ১১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. সেলসম্যান

হেনরি লীচ একজন সেলসম্যান। সে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতো। প্রকৃতপক্ষে সে একজন ভালো সেলসম্যান ছিলো এবং প্রচুর বিক্রি করতো। একবার এক সপ্তাহের জন্য ম্যানেজার তাকে গ্রামাঞ্চলে পাঠালো। গাড়ি করে শহর থেকে বের হয়ে সে এক খামারবাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় টোকা দেবার পর কৃষকবধূ খুলে দিলো। হেনরি সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করলো।

-ম্যাডাম, আপনি আপনার ফ্লোর পরিষ্কারের জন্য কতো সময় ব্যয় করেন?
- অনেক। এটা একটা খামারবাড়ি। এর ফ্লোরে খুব তাড়াতাড়ি ময়লা জমে যায়।
-আর আপনার কার্পেট ঝাড়ার জন্য আপনি কতো সময় ব্যয় করেন?
-অনেক। আমার স্বামী সবসময় জুতা খোলার কথা ভুলে যায়।
-আর এই সোফা-আর্মচেয়ার পরিষ্কারের জন্য আপনি কতো সময় ব্যয় করেন?
-অনেক। আমার কুকুরটা সবসময় এতে এসে বসে।

কৃষকবধূর উত্তরে হেনরি আনন্দের হাসি হাসলো। বললো- ম্যাডাম, আজকের দিন আপনার সৌভাগ্যের দিন। আমি আপনাকে এমন একটা জিনিস দেখাতে চাচ্ছি যা আপনার জীবন বদলে দেবে। সে তার ভ্যাকুয়াম ক্লিনার দেখিয়ে বললো- আপনি এই যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে আপনার ঘর পরিষ্কার করতে পারবেন। কিন্তু কৃষকবধূ কোনো আগ্রহ দেখালো না।

হেনরি এবার একটি বড়ো ব্যাগ বের করলো। প্রচুর ময়লা এবং ছোট টুকরো কাগজ দিয়ে ব্যাগটি ভর্তি ছিলো। ব্যাগ খুলে সমস্ত ময়লা এবং কাগজ সামনের ফ্লোরে এবং কার্পেটে ছড়িয়ে দিলো। কৃষকবধূর চোখ তো ছানাবড়া। তিনি কিছু বলার আগেই হেনরি বলে উঠলো- এই যন্ত্র যদি সবকিছু পরিষ্কার না করতে পারে তাহলে সমস্ত ময়লা ও কাগজ আমি নিজেই খেয়ে ফেলবো।

কৃষকবধূ শান্তভাবে হেনরির দিকে তাকালো এবং বললো- তোমাকে একটা চামচ এনে দিচ্ছি। আসলে এই খামারবাড়িতে কোনো বিদ্যুৎ নেই।

২. ইংলিশম্যান

একজন ফ্রেঞ্চম্যান, একজন ইংলিশম্যান এবং একজন জার্মান নৌকা করে ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিলো। দুর্ভাগ্যক্রমে মাঝপথে নৌকাটি ডুবে গেলো এবং তারা তিনজনেই সাঁতরিয়ে একটি দ্বীপে উঠলো। এই নির্জন দ্বীপটি ছিলো অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার মাইল দূরে।

প্রতিদিনই তারা অন্য নৌকার জন্য অপেক্ষা করলো। কিন্তু কেউই এলো না। দুই মাস পরে তাদের মনোবল ভেঙে গেলো।
ইংলিশম্যান বললো- আমাদেরকে এখানে থাকতে হবে চিরদিন, চিরটাকাল!
জার্মান বললো- প্রত্যেকদিন এখানে আমাদেরকে কলা খেয়ে থাকতে হবে!
ফ্রেঞ্চম্যান বললো- পরিবারের কারো সাথে আমাদের আর দেখা হবে না কোনোদিন!

একদিন জার্মান লোকটা সমুদ্র কিনারে একটি পুরনো বোতল খুঁজে পেলো। সে তার বন্ধুদের কাছে বোতলটি নিয়ে গেলো। যখন তারা বোতল খুললো ভেতর থেকে হঠাৎ একটি দৈত্য বের হয়ে এলো। দৈত্য বললো- আমাকে এই বোতল থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ। আমি এই বোতলে পাঁচ শ' বছর আটকা ছিলাম। তোমাদের কারণেই আমি এখন মুক্ত। আমি তোমাদের দু'টি করে ইচ্ছা পূরণ করতে পারি। কী চাও তোমরা?

জার্মান বললো- প্রথমত আমি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আমাকে কিছু সসেজ এবং বিয়ার এনে দাও। দ্বিতীয়ত আমাকে জার্মানী পাঠিয়ে দাও।
দৈত্য বললো- তোমার ইচ্ছা পূরণ হবে। পাঁচ সেকেন্ডের মধ্যে জার্মান লোকটা উধাও হয়ে গেলো।
এরপর ফ্রেঞ্চম্যান বললো- আমিও খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। প্রথমে আমাকে কিছু চিজ এবং মদ এনে দাও। এরপর আমাকে ফ্রান্সে আমার পরিবারের কাছে পাঠিয়ে দাও।
দৈত্য বললো- তোমার ইচ্ছা সফল হবে। পাঁচ সেকেন্ডের মধ্যে ফ্রেঞ্চম্যানও উধাও হয়ে গেলো।
- আর তুমি কী চাও ম্যান? দৈত্য ইংলিশম্যানকে জিজ্ঞেস করলো।

ইংলিশম্যান কয়েক মিনিট ভাবলো। তারপর সে বললো- আমার প্রথম ইচ্ছা জার্মান বন্ধুকে এখানে ফিরিয়ে আনো এবং দ্বিতীয় ইচ্ছা আমার ফ্রেঞ্চ বন্ধুকেও ফিরিয়ে দাও।

[কৌতুক গল্পগুলো ইংরেজি থেকে অনূদিত]


মন্তব্য

নাশতারান এর ছবি

হো হো হো

প্রথমটা বেশি ভাল্লাগ্লো।

আচ্ছা, ফার্মহাউজের বাংলা খামারবাড়ি না?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শেখ জলিল এর ছবি

আসলে বুনোহাঁসের ভাষাজ্ঞান ও সঠিক বানানরীতির কাছে হার মানতেই হয়। ঠিক করে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শেখ জলিল এর ছবি

সুন্দর সুন্দর মন্তব্য আর স্মাইলির জন্য সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

বিষন্ন এর ছবি

প্রথমটা শিব্রাম চকরবরতীর একটি গল্পে ছিল। বহুদিন আগে পড়া, তাই নাম বলতে পারছিনা। দুটো গল্পই মজার।

রাতঃস্মরণীয় এর ছবি

বেশ মজা পেলাম ভাই। হো হো হো

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

প্রথমটা প্রথম শুনলেও দ্বিতীয়টার ফর্মেটের কৌতুক বাংলায় একাধিক রয়েছে।

ধৈবত

ফাহিম হাসান এর ছবি
শাহেনশাহ সিমন এর ছবি

হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কৃষকবধূ শান্তভাবে হেনরির দিকে তাকালো এবং বললো- তোমাকে একটা চামচ এনে দিচ্ছি। আসলে এই ফার্মহাউজে কোনো ইলেকট্রিসিটিই নেই।

ইংলিশম্যান কয়েক মিনিট ভাবলো। তারপর সে বললো- আমার প্রথম ইচ্ছা জার্মান বন্ধুকে এখানে ফিরিয়ে আনো এবং দ্বিতীয় ইচ্ছা আমার ফ্রেঞ্চ বন্ধুকেও ফিরিয়ে দাও।

দুটোই জটিল হইছে।

নাশতারান এর ছবি

অফটপিক- এই স্মাইলিগুলোর ঠিকানা চাই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

নানান সাইট থেকে ইমোগুলো কপি/ডাউনলোড করে, মিডিয়া ফায়ারে আপলোড করেছি।

লিংকগুলো :

01.
http://www.mediafire.com/imgbnc.php/644fe4c40aeb34b7711976f92cad1fb36g.jpg
02.
http://www.mediafire.com/imgbnc.php/cae03a9b7e70178da896fae739b286de18616debfde02a1ebff16191211199c16g.jpg
03.
http://www.mediafire.com/imgbnc.php/557e559e685c2c778ce8d72a697743496g.jpg
04.
http://www.mediafire.com/imgbnc.php/94a2349a09df2fc3e73324217605828cd7c1713b7b696fd4efd1fb875cf64c146g.jpg
05.
http://www.mediafire.com/imgbnc.php/569abc953b85a20f831c20d273639fbe6g.jpg
06.
http://www.mediafire.com/imgbnc.php/8894bdaa51443e0a373af7ba418a91056g.jpg
07.
http://www.mediafire.com/imgbnc.php/a3c08088971964bb48e4b16c7b92c7646g.jpg
08.
http://www.mediafire.com/imgbnc.php/5b7613af2925c6744a9a39c23ec6991e6g.jpg
09.
http://www.mediafire.com/imgbnc.php/ef9a758ba377125abf1da9372a566b926b66384abb6436806c8319df8cb445946g.jpg
10.
http://www.mediafire.com/imgbnc.php/4f59b913007daff6147f637ee361c7e76g.jpg
11.
http://www.mediafire.com/imgbnc.php/09aa61acc8837cf4ef0d2a9bf10e2d516g.jpg
12.
http://www.mediafire.com/imgbnc.php/c078f6bb8fb2d796c5bd22dee04c10686g.jpg
13.
http://www.mediafire.com/imgbnc.php/15afd38c829aa8cd2c6457236cee15e88acb93a6f112f9ea76083c4a68ec54ad6g.jpg
14.
http://www.mediafire.com/imgbnc.php/b9f6ffcca33001ad5cc9672fde5ba3496g.jpg
15.
http://www.mediafire.com/imgbnc.php/4dac4dcce9d5ec64e68964d651c63d6ed094acf9af0a714bbac96a55150f5fba6g.jpg
16.
http://www.mediafire.com/imgbnc.php/9e0fc0dc6db65bd364bc311a7eb127f46g.jpg
17.
http://www.mediafire.com/imgbnc.php/1a9aaaeb620c39ec67ae064b6a2766e858ef235e5b9deaf0915c438c2eb1d1a96g.jpg
18.
http://www.mediafire.com/imgbnc.php/f6895f34ab023fe7ad6edbb5858495e16g.jpg
19.
http://piczasso.com/i/en1u7.gif
20.
http://www.use.com/images/s_2/1_7c7027d4cd4ac13d2764_1.jpg
21.
http://www.use.com/images/s_2/1_7c7027d4cd4ac13d2764_2.jpg

ব্যবহারের নিয়ম :

০১। যে ইমোটি ব্যবহার করতে চান সেটির লিংক কপি করুন।
০২। shift, alt, m একসাথে চাপুন।
০৩। একটা ছোট উইন্ডো খুলবে; সেখানে লিংক পেস্ট করুন।
০৪। Enter বাটন চাপুন।

.........................এরপর কেল্লা ফতেহ্ ।

রাতঃস্মরণীয় এর ছবি

আপনিতো দাদা জটিল মাল।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

দেঁতো হাসি লইজ্জা লাগে

নাশতারান এর ছবি

ধন্যবাদ।

এখানে একটা খনি আছে ইমোটিকনের। এটা আরো ব্যবহারবান্ধব। আমি ভেবেছিলাম আপনার কাছেও বুঝি এমন কোনো খনি আছে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রোমেল চৌধুরী এর ছবি

অনেক মজাদার। সাধে কি বলে লাফটার ইজ দ্য বেষ্ট মেডিসিন। ধন্যবাদ, জলিল ভাই।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

হাসি হো হো হো

_____________
হামিদা রহমান

দ্রোহী এর ছবি

হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো

অনেকদিন পর পর দেখি আপনাকে। কেমন আছেন।

প্রথম গল্পটা যদ্দূর মনে পড়ে মার্ক টোয়েনের লেখা। গল্পটার নাম মনে পড়ছে না। মনে পড়লে মন্তব্যে জানিয়ে যাব। গল্পটা গুরু শিব্রামও টুকলি করেছেন। গুরু শিব্রাম টোয়েন চাচ্চুর অনেক গল্পই ঝেড়ে দিয়েছেন যদিও। কিন্তু তার ব্যক্তিগত ফ্লেভারের কারণে গল্পগুলো পেয়েছে অন্যমাত্রা।

দ্বিতীয়টা প্রচলিত কৌতুক।

শেখ জলিল এর ছবি

ভালো আছি দ্রোহী। নতুন দেশ, নতুন পরিবেশ, জীবিকার তাগিদ সবমিলে একটু আড়াল হয়ে গেছি। তাই তেমন আসা হয় না।
কৌতুক গল্পগুলো নেট থেকে বাংলায় অনুবাদ করেছি। লেখকের নাম খুঁজে দেখিনি।
মন্তব্য ও তথ্যের জন্য ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আজব প্রাণী এর ছবি

মজা পাইলাম খাইছে

শেখ জলিল এর ছবি

সুন্দর সুন্দর মন্তব্য আর স্মাইলির জন্য সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।