স্বপ্নগুলো আকাশছোঁয়া মেঘের ভিড়ে লুকায় কেন?
উড়ছে ধুলো, উড়ছে তুলো দূর দিগন্তে বাষ্প যেন
শৈশবেরই উঠোন থেকে কৈশোরেরই মেঠোপথে
গোত্তা-খাওয়া উড়ান ঘুড়ি জীবনযাপন উল্টোরথে
ভুলছে স্বনন, ভাঙছে মনন ঝর্ণা-পায়ের বহতা স্রোত
লক্ষ্যভেদী চলার আবেগ গড়তে অমোঘ সুখের তাবৎ।
লক্ষ্য যেন দূর আলেয়া আঁধার কালো বনের ধারে
পেয়ে তারে মুক্তাবাসে খুঁজি শুধুই কারাগারে
এই আসে যায় চোখের নাগাল বজ্র-আঁটা ফস্কা গেরো
রাখাল হাতের অবাধ্য এক দূরন্ত সেই বাছুর এঁড়ো
দেয় ইশারা মায়ামৃগের ডাগর কালো মুগ্ধ নয়ন
দিন বাড়ি যায় ঘুমের ঘোরে দূর প্রবাসে দেখে স্বপন।
শেখ জলিল ০১.০৪.২০১১
মন্তব্য
ভালো লাগল।
বেশ !
বেশ ভালো লিখা।
সালেক খোকন
সুন্দর।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
সুন্দরররররররররররররররর
অতীত
সুন্দর।
জলিল ভাই! ভালো লাগলো কবিতা।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরন্দাজদা!! আপনাকে অনলাইন দেখছি কতদিন পরে!
একটা লেখা দিন না! সচলায়তনে পোস্ট দিন, কিন্তু সেই সাথে পহেলা বৈশাখের ভ্রমণের উপরে ই-বই এর জন্যে লেখা দিন প্লিজ!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
জলিল ভাই কবিতা ভালো লাগলো।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সুন্দর সুন্দর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। আসলে সময় করে জবাব দেয়া হয় না সবসময়। এজন্য সত্যিই দুঃখিত।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন