সচলায়তনে সচল হলাম আজ!

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ২৭/০৮/২০০৭ - ১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইমেইলে খবর পেলাম একাউন্ট এ্যাক্টিভেট হয়েছে। দারুণ সুযোগ!
নতুন-পুরনো অনেক বন্ধুদের নাম দেখতে পাচ্ছি সাইটে। আমি আনন্দে আত্মহারা!
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। লিখবো, অবশ্যই লিখবো।
তবে রয়েসয়ে। পেশাগত দারুণ ব্যস্ততা যাচ্ছে আজকাল।
সবাইকে সালাম, নমস্কার।
২৭.০৮.২০০৭


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

প্রথম অভিবাদনটা আমিই জানালাম।
স্বাগতম জলিল ভাই।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সুস্বাগতম জলিল ভাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জলিল ভাই মনে হয় বেশ বিখ্যাত! তা আমার কাছ থেকেও রইল 'সুস্বাগতম'। লিখুন, লিখে লিখে ভরে ফেলুন সচলায়তনের হার্ড ডিস্ক। হেহ্ হেহ্ ...

অমিত আহমেদ এর ছবি

জলিল ভাইকে অধমের তরফ থেকে স্বাগতম।
সচলে সচল হোক আপনার কলম!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হাসিব এর ছবি
সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

শুভেচ্ছা স্বাগতম,
জলিল ভাইয়ের আগমন।

জরুরী আইন ভঙ্গ করে কিন্তু স্লোগান দিলাম। সোনাবাহিনী জানলে খবর আছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জরুরী আইন ভঙ্গ করে কিন্তু স্লোগান দিলাম। সোনাবাহিনী জানলে খবর আছে।

জানলেই কি? আপনি তো ঝরাপাতা-ই, নাকি? হা হা...

দৃশা এর ছবি

আহালানওয়াস সাহালান...কাইফা হালুকা?

দৃশা

ফারুক হাসান এর ছবি

সচলায়তনে স্বাগতম!

অছ্যুৎ বলাই এর ছবি

কাকু, স্বাগতম, স্বাগতম!
এবার সচল হয়ে উঠবে আরো বেশি পদ্যময়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

টুটুল এর ছবি

সুভেচ্ছা স্বাগমত
জলিল ভাইএর আগমত
[ কারেকশন কইরা পইড়া লইয়েন বস ]

জলপাই এর ঘিলু নাকি হাটুতে ... এটা যে স্লোগান সেটা মনে হয় বুঝবে না খাইছে

___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"

বিপ্লব রহমান এর ছবি

সচলায়তনে স্বাগতম!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আড্ডাবাজ এর ছবি
থার্ড আই এর ছবি

সচলের ভুবনে স্বাগতম।
-----------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জ্বিনের বাদশা এর ছবি

সুস্বাগতম জলিল ভাই, অনেকদিন পর দেখলাম আপনাকে হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শেখ জলিল এর ছবি

ওরে বাব্বা!এত্তো এত্তো স্বাগতম!
সবাইকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

দ্রোহী এর ছবি

আমিও স্বাগতম জানাইলাম।


কি মাঝি? ডরাইলা?

মৃন্ময় আহমেদ এর ছবি

স্যালুট।।

বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।