লিখবো না লিখবো না করেও/ শেখ জলিল
লিখবো না লিখবো না করেও শেষে
লিখছি প্রিয় সেই নাম
খুলবো না খুলবো না করেও আজও
খুলছি শত নীল খাম।।
অথই সাগর, নদ-নদী, মহাদেশ
ঘুরছি কতো না পাহাড়ের পাদদেশ
চরাই-উৎড়াই পেরিয়ে শুধু খুঁজছি তোমারই ধাম।।
হাজার প্রহর রাত জেগে আমরণ
ভাবছি কতো না অনাবিল মধুক্ষণ
কাব্য-কথায় দিচ্ছি আজও অমূল্য হৃদয়ের দাম।।
২৪.০৯.২০০৭
মন্তব্য
যাক ,খোলার মতো নীল খামের অভাব নেই কবি'র ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান মোরশেদ,
ভরবে না ভরবে না করেও আজও
ভরছি শত নীল খম..লিখে দিলেই উল্টো রথ..কেমন? ধন্যবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন