ঘাম ও জলের কম্পোজ

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২৭/১০/২০০৭ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটুখানি জল! একটুখানি জল!!
সুস্নিগ্ধ গোলাপ জলে ভরে উঠবে সূক্ষ্ম জ্বালামুখ।
ঘামে নুনের তেতোতে ফোটে যে তিক্ততা
ত্বক ও জলের কম্পোজে তা শুচিশুভ্র হয়।

প্রেম ও গোলাপ সেই জলের কম্পোজ
জলের মতোন সরল যে মন
হৃদয়ে হৃদয়ে চাই স্নিগ্ধতার আকাশ ছোঁয়ায় তার।
ত্বকের সাথে লোমের যে সখ্যতা
জ্বালামুখে তা ঘামের তিক্ততায় রুক্ষ হয়
মননে মননে জমে ওঠে সন্দেহের বিষ!

লোম আর ত্বকের সান্নিধ্যে জলের কম্পোজ চাই
অনুরাগে অভিমানে ঘামের মতোন তিক্ত স্বাদে
সুসিক্ত গোলাপ জলের কম্পোজ চাই।

প্রকাশ: মে ২১, ১৯৮৭


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
তারেক এর ছবি

বেশ ভাল লাগল হাসি
কুড়ি বছর আগের কবিতা !!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

২০ বছরে আপনার কবিতায় কি কি বদল এলো জলিল ভাই?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইরতেজা এর ছবি

অসাধারন

_____________________________
টুইটার

অতিথি লেখক এর ছবি

জালিল সাহেবের "কম্পোজিশন" এর সাথে আমার আগেই পরিচয় হয়েছিল অন্য একটা ফোরামে, এখানেও পেলাম, অদ্ভুত ভাল ।

রাশেদ এর ছবি

কবিতাটি আমিও পড়েছিলাম অন্য একটি ফোরামে। খুব ভালো লাগে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।