দেশ বিভাগে প্রভাব ছিলো
জাতিভেদের ধর্ম
বুকটা সবার জড়ায়ে ছিলো
বাঙ্গালিত্বের বর্ম।
মায়ের মুখের যে ভাষাতে
সবাই করি কর্ম
সেই ভাষাকে থামিয়ে দিতে
শাসক গলদঘর্ম!
আন্দোলনে গুলি চালায়
মারে আমার ভাইকে
তবু মিছিল গর্জে ওঠে
রাষ্ট্রভাষা চাইতে।
ভাই হারিয়ে পেলাম সবাই
মাতৃভাষা বঙ্গে
বায়ান্নর সেই রক্তশপথ
মাখছি চোখের অঙ্গে।
পেলাম ভাষা, পেলাম স্বদেশ
আমার সোনার বাংলা
হটে গেলো পাক-হানাদার
উর্দুভাষী জংলা।
তাইতো সবাই এই ভাষাতে
গাইছি দেশের গানটি
দুঃখ-সুখে মনের কথায়
ভরছি হৃদয়-প্রাণটি।
০৩.০৩.২০০৭
মন্তব্য
রক্ত গরম হয়ে গেল আপনার ছড়াটা পড়ে,
মডুদাদার কাছে প্রশ্ন, এখানে ভোট দেওয়া যায় না কেন বলতে পারবেন কি?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নতুন মন্তব্য করুন