সিলেটের "বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল" এর সদস্যদের মত নিবেদিত প্রাণ মানুষ আমি খুব কমই দেখেছি। সীমিত সুযোগের মাঝেও তারা যা করছেন সেটা রীতিমত বিস্ময়কর। সমাজে নাস্তিক, সংশয়বাদী, অজ্ঞেয়বাদী, নির্ধর্মী রা আছে এবং তাদেরকে নিজেদের পরিচয়ে প্রকাশ্যেই থাকতে হবে, লুকিয়ে থাকলে কিংবা নিজের চিন্তাধারা লুকিয়ে রাখলে কোন লাভ হবে না- যুক্তিবাদী কাউন্সিলের মাঝে এই চেতনা আছে। হয়তোবা অদূর বা সুদূর ভবিষ্যতে বাংলাদেশেও এমন দিন আসবে যখন ধর্মের পরিচয়ে কাউকে মানুষ হতে হবে না, কোন ধর্মে বিন্দুমাত্র বিশ্বাস না থাকা সত্ত্বেও সমাজের স্বাভাবিক সদস্য বলে গণ্য হবে সে।
এই পথ ধরেই এগোচ্ছে সিলেটের যুক্তিবাদী কাউন্সিল। অনেক কষ্টে প্রকাশ করে চলেছে তাদের মুখপত্র, "যুক্তি" নামক সাময়িকীটি। এর আগে যুক্তির দুইটি সংখ্যা বেরিয়েছিল যেগুলো আন্তর্জালে অবমুক্ত করে দেয়া হয়েছে। পাওয়া যাবে এখানে: ১ম সংখ্যা, ২য় সংখ্যা।
২০১০ সালের জানুয়ারি মাসে বেরিয়ে ৩য় সংখ্যা। নতুন বেরিয়েছে বিধায় এই সংখ্যাটি আন্তর্জালে উন্মুক্ত করা হচ্ছে না। পত্রিকার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই প্রথমে হার্ড কপির সর্বোচ্চ প্রচার নিশ্চিত করা প্রয়োজন। যুক্তির তৃতীয় সংখ্যার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমি এই লেখাটা লিখছি। পরিচয় শেষে কোথায় পাবেন সেটাও উল্লেখ করা থাকবে-
যুক্তি - সংখ্যা ৩
প্রকাশকাল - জানুয়ারি ২০১০
প্রচ্ছদ ছবি - ডারউইন দিবস উপলক্ষে নেচার ওয়েবসাইটের ডারউইন সংকলন থেকে সংগৃহীত
সম্পাদক - অনন্ত বিজয় দাশ
ইমেইল যোগাযোগ -
মূল্য - ১২০ টাকা, ৮ মার্কিন ডলার
প্রাপ্তিস্থান
- তক্ষশিলা, নীচতলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০২-৯৬৬০১৫৮
- শুদ্ধস্বর, ৯১, তৃতীয় তলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
- বইপত্র, দ্বিতীয় তলা, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
- নাজমা বুকডিপো, দ্বিতীয় তলা, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
বি.দ্র. : দেশের ভিতরে কোথাও থেকে কুরিয়ারে যুক্তি সংগ্রহ করতে চাইলে আজিজ সুপার মার্কেটের তক্ষশিলায় যোগাযোগ করুন।
সূচিপত্র
প্রবন্ধ
শেষ-অধিনায়ক: চার্লস ডারউইন - দ্বিজেন শর্মা
বিবর্তনতত্ত্বের দর্শন - শহিদুল ইসলাম
সুদূর অতীতে গেলে আমরা একই পূর্বপুরুষ দেখবো - আসিফ
বিবর্তনের সহজ পাঠ - অভিজিৎ রায়
সাক্ষাৎকার
সন বি. ক্যারল
অনুবাদ
বিবর্তন নিয়ে চারটি ভ্রান্ত ধারণা - মূল : চার্লস সুল্লিভান ও ক্যামেরন ম্যাকফেরসন স্মিথ
প্রবন্ধ
বিবর্তনতত্ত্ব গ্রহণে বাধা কোথায় - বিরঞ্জন রায়
আর্ডি-আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল - বন্যা আহমেদ
ডারউইন থেকে ডাবল হেলিক্স - দিগন্ত সরকার
প্রসঙ্গ ‘বিবর্তন’: জাকির নায়েকের মিথ্যাচার - শিক্ষানবিস
সাক্ষাৎকার
প্রবীর ঘোষ
অনুবাদ
ঈশ্বরবাদ খণ্ডন - মূল: ড্যান বার্কার
প্রবন্ধ
নারী জাগৃতির প্রান্তিক সমীক্ষায় রোকেয়া ও তসলিমা - রণজিৎ কর
‘মিরাকল ১৯’-এর উনিশ-বিশ! - সৈকত চৌধুরী ও অনন্ত বিজয় দাশ
মন্তব্য
লিঙ্ক গুলোর জন্যে ধন্যবাদ।
ধন্যবাদ যুক্তিবাদী কাউন্সিলকে। তাদের প্রকাশনার জন্য। পড়তে ইচ্ছে করছে। লিন্ক কাজ করছে না। এটা কি আমার সমস্যা নাকি আপনাদের ?
ইবরাহিম যুন
সমস্যা সম্ভবত আপনারই। আমার এখানে লিংক কাজ করছে। অন্য কোন সমস্যাও দেখছি না। আবার চেষ্টা করে দেখেন... কিংবা নিচের লিংক এ ট্রাই করেন...
- http://www.mukto-mona.com/project/2007books/yukti/index.htm
- http://www.mukto-mona.com/project/yukti/2nd_issue/index.htm
— বিদ্যাকল্পদ্রুম
যুক্তি প্রকাশ করা খুবই দরকারি কাজ, তা পাঠের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, এটা কি চট্টগ্রামে পাঠানো হবে না? চট্টগ্রামের বাতিঘর/নন্দন/বিশদ বাঙলা/কারেন্ট বুক সেন্টারে পাঠানোর অনুরোধ করা হলো। প্রথম ও দ্বিতীয় সংখ্যার লিংঙ্কের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জানামতে এটি এরি মধ্যে ভালো সাড়া ফেলতে পেরেছে।
কামরুজ্জামান জাহাঙ্গীর
এখনও বোধহয় চট্টগ্রামে পাঠানো হয় না। আমি সংশ্লিষ্টদের জিজ্ঞেস করে দেখছি চট্টগ্রাম নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা।
— বিদ্যাকল্পদ্রুম
'যুক্তি'র প্রথম সংখ্যা সংগ্রহ করেছিলাম আজিজ সুপার মার্কেট থেকে। ভীষন ভালো লেগেছিল । সেই থেকে 'যুক্তি'র অপেক্ষায় থাকি। যারা পড়েন নি তাদের পড়তে আহ্ববান করছি।
প্রথম দুটি সংখ্যার লিংক কে যেন জানি কাজ করছে না।
আমার এখানে লিংক আসছে। মুক্তমনা মাঝেমাঝে লোড হতে চায় না। আবার ট্রাই করেন।
— বিদ্যাকল্পদ্রুম
আজিজ মার্কেট থেকে সাময়িকীটি অবশ্যই সংগ্রহ করবো। ধন্যবাদ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল-এর সদস্যদেরকে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
লেখাটার জন্য ধন্যবাদ। আন্তর্জালে পাওয়া সংখ্যা দু'টির লিঙ্কের জন্য বিশেষ ধন্যবাদ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অসংখ্য ধন্যবাদ 'যুক্তি' এর খোঁজ দেবার জন্যে, জানতাম না, এরকম প্রচেষ্টা সবসময় প্রশংসনীয়
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আপনাকে অনেক ধন্যবাদ। পোস্টের জন্য। লিঙ্কের জন্য।
নতুন মন্তব্য করুন