আজ পাঁচদিন হলো আমার পক্স হয়েছে। চিকেন। শুরুটা যখন হলো, আমার খুব ভাল লাগছিল। শীতের ভোরে ঘাসের ডগায় যেমন বিন্দু বিন্দু শিশির জমে থাকে, অনেকটা সেইরকম শিশির বিন্দু আমার সারাটা শরীর জুড়ে। কিছুদিনের মধ্যেই আমার একরঙা শরীরটা বলপ্রিন্টেড হয়ে যাবে। বল প্রিন্ট। একসময়ের ফেভারিট। বাচ্চা থেকে শুরু করে কিশোরী, তরুণী, মধ্যবয়স্কা সবাই পরতো খুব। আর আমার ক্ষেত্রে প্রকৃতির নিজের হাতে তৈরী করে দেয়া বিশেষ পরিবর্তন।
সামগ্রিক দিক থেকে চিন্তা করলে এটা অবশ্য খুব খারাপ না। চেহারার প্রতি বাড়তি যত্ন আমার নেয়া হয়নি কখনো। যদিও আগ্রহ বোধ করেছি সবসময়, কিন্তু ওই চিন্তা পর্যন্তই। এখন চেহারার প্রতি বাধ্য হয়েই কিছুটা মমতা দেখাতে হবে। কালো কালো বিভৎস দাগগুলোকে ঢেকে দিয়ে মুখটাকে আবারো একটা সহনীয় অবস্থায় নিয়ে আসা। নট ব্যাড।
এর আরো একটা ভাল দিক খুঁজে পেলাম। একেবারে সামনেই আমার মাস্টার্স পরীক্ষা। অনার্সে তো কানের কাছ দিয়ে গুলি গেছে। মাস্টার্সে যদি শেষ রক্ষা না হয়, তার অনেকটা দায় অবলীলায় চাপিয়ে দেবো এই বলপ্রিন্টের ওপর। অসুখ হবার আর সময় পেলো না। গুড আইডিয়া !
কিন্তু প্রবলেম হলো, ক্রমাগত দুঃস্বপ্ন দেখে যাচ্ছি। কখনো কখনো একই রাতে একাধিক দুঃস্বপ্ন। নাইটমেয়ার -– শব্দটা কি সুন্দর , অথচ...
কখনো দেখি, বিশাল একটা বেলুনে আকাশে ভাসছি। কেউ একজন আমাকে উল্টে ফেলে দিল, আমি সেই বিশাল উচ্চতা থেকে পড়ছি তো পড়ছিই...সেই পড়ার যেন কোন শেষ নেই। চারদিক অন্ধকার। ভেতরটায় কি ভয়ংকর শূন্যতা ! নাড়িভুড়ি সব যেন গলার কাছে উঠে এসে আটকে আছে। জঘন্য অনুভূতি। এই জঘন্য অনুভূতিটার কিছুটা কিছুদিন আগে আবারো আমি অনুভব করেছি ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেটে চড়ে। ওফ্ ! হরিবল !!
একরাতে দেখলাম, আমার জননী এবং বোন সেলাই মেশিন ঘুরাচ্ছে। তাদের চোখগুলো কি এক অজানা আক্রোশে জ্বলছে। কে জানে কি ব্যাপার। কিন্তু ওদের মেশিন চালানো আমার ভেতর কি যে তীব্র ভয় ছড়িয়ে দিচ্ছে ! আমি চিৎকার করে ওদেরকে থামতে বলি, ওরা উল্টে আমার দিকে স্থির নিষ্ঠুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ওদের গতি বাড়িয়ে দিতে থাকে। ওদের মেশিন চালানোর গতি যত বাড়ে, ওদের চোখ তত বড় হতে থাকে, আর চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকে আমার আতংক। একসময় মনে হয় সারি সারি সুঁই আমার ওপর দিয়ে তালে তালে শব্দ করে এমাথা থেকে ওমাথা পর্যন্ত চলে যাচ্ছে। আর সেইসব সুতাবিহীন সুঁইয়ের নীচে আমি শুয়ে আছি এক ন্যাচারাল এক নকশীকাঁথা হয়ে...
( লইক্ষ্য করেন : জনগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অধম বালিকা বর্তমানে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করিতেছে। ইহা অনেক অনেকদিন আগের কথা, যখন আরবের লোকেরা খেজুর খেতো...।)
মন্তব্য
সুস্থ হয়ে উঠুন, শিগ্গির।
ধন্যবাদ, ম্যাম।
আসলে এটা প্রায় তিরানব্বই বছর আগের কথা।
পুরোনো দিনের কথা মনে হলো তো।
তাই ভাবলাম...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লেখাটা পড়তে বেশ লাগলো... কিন্তু আপনার অবস্থাটা বেশি বেশ লাগলো না। কারো চিকেন পক্স হতে অনেকদিন পরে শুনলাম... ছোটবেলায় আমার একবার হয়েছিলো... কি কি সব টোটকা চিকিৎসা... নীমপাতা দিয়া ঘর ভর্তি করা হইছিলো...
যা হোক... আপনি তারাতারি সুস্থ হয়ে উঠুন এই কামনায়... বল প্রিন্ট বিষয়ে অত রোমান্টিসিজমে না ভোগাই ভালো। বিষয়টা বোধহয় অতটা সুখকর না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওই সময়ে আমাকেও প্রায় নিমালয়ে বসবাস করতে হয়েছিল।
আর বলপ্রিন্টের ব্যাপারটা যে অত সুখকর কিছু না, এটা টের পেয়েছি মুখের কাল দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠার পর।
এখন আবার সুখের দিন...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মটুর নাকি একবার চিকেনপক্স হয়েছিলো। কিন্তু এখন তার চেহারায় পক্সের ক্ষত চোখে পড়ে না। বিয়ের পরপরই একবার কথায় কথায় বলছিলো। তখন অবাক হয়ে জানতে চেয়েছিলাম যে, দাগগুলো কিভাবে গেল?
সে জানিয়েছিলো- মাখন ডলে ডলে। ক্রিমের মত।
আপনার সুস্থতা কামনায়। ক্ষত শুকানো আরম্ভ করলেই মাখন প্লাস্টার শুরু করে দিন।
-জুলিয়ান সিদ্দিকী
আপনার মটুরও হয়েছিল বুঝি ?
তবে হ্যাঁ, দাগ চলে যাবার ব্যাপারে মাখন আর ডাবের পানি খুব ভাল কাজ দেয়। আমার দাগগুলোও আর নেই।
ধন্যবাদ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- আজকেই তাহলে মাখনের ডলাডলি শুরু করতে হবে। বাম হাতের কনুইয়ের কাছে একটা দাগ এখনো হালকা দেখা যায়। এতে আমার সৌন্দর্যহানি হচ্ছে!
মাখন নাহয় পাইলাম এই নাছাড়াগো দ্যাশে, কিন্তু ডাবের পানি পাবো কই? আছেন নি কোনো দিলদরিয়া ভাই-বেরাদর যে এট্টা ডাব ফ্যাক্স কইরা পাঠায়া দিবেন আমার পাইগা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পিঙ্কি গোধূলির সৌন্দর্যচর্চায় জনগনের সদয় সহযোগিতা একান্ত কাম্য...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার পক্স হয়েছিল যখন ক্লাস সেভেনে পড়ি। মাত্র কয়েকদিন আগেই ক্যাডেট কলেজে ভর্তি হয়েছি। ক্লাসমেটরা সবাই লেফরাইট করে আমি হাসপাতালে বসে বসে কাতরাই...শুধু হাসপাতাল হলেও কথা ছিল, আমাকে রাখা হয়ে স্বতন্ত্র কক্ষে...জেনারেল ওয়ার্ড থেকে সেইটা ছিল বেশ দূরের। রুমের জানালা দিয়ে বাইরে তাকালেই নারিকেল গাছ চোখে পড়তো...জ্বরের ঘোরে রাতে ঘুম ভাংতো আর নরিকেল গাছ দেখে ভয় খাইতাম...
যেহেতু ছোঁয়াচে রোগ, তাই আমাকে দেখতে খুব কম মানুষ আসতো...তিনবেলা খাবার এর জন্য অপেক্ষা করতাম। সেই সময় ওয়েটার আসতো, তার সাথে কিছুক্ষণ কথা বলা যেত...এই আজাব থেকে আব্বু অবশ্য আমাকে উদ্ধার করেন পাঁচ দিন পরেই...
দ্রুত সুস্থ হয়ে উঠুন...
---------------------------------
জ্বি ভাইজান
আমি বেশ দ্রুত সুস্থ হয়ে উঠেছিলাম।
অসুস্থতার সময় আপন কেউ না থাকলে আসলেই খুব অসহায় লাগার কথা। ওই অবস্থায় পাঁচদিনও অনেক লম্বা সময়।
দাগ সব গেছে?
................................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিমুল আপনার অবস্থা দেখে আপনার ভঙ্গি ধার করেই বলতে হচ্ছে,
'আহারে!'
এই প্রথম কোনো লেখায় আপনাকে কিঞ্চিত কাতর মনে হলো। এবারে একেবারে মন থেকে বলছি, আহারে!
ধন্যবাদ আরেকটি শিমুলিয়ান লেখা দেয়ার জন্য।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
হা হা হা
আমি কভূ নাহি কাতর ছিলাম, জনাব।
সমবেদনা জানানোর একটা সুযোগ পেয়েও শুধু টাইম মেশিনের অভাবে সেইটা মিস করলেন।
আহারে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিগগীর সুস্থ হয়ে উঠুন।
আপনাকে অনেক ধন্যবাদ,অনিন্দিতা।
সবসময় যেন সুস্থ থাকি, সেটাই বেশি করে উইশ করবেন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এই রোগের বাংলানাম হতে পারে মুরগিগোটা
কিন্তু লেখা পড়ে তো মনে হয় না লেখক এই মুহূর্তে মুরগিগোটায় আক্রান্ত
বরং স্মৃতি স্মৃতি গন্ধটাই বেশি পাওয়া যাচ্ছে লেখায়...
০২
এই রোগরে অতো পাত্তা দেবার কী আছে
বছর তিনেক আগে আমার হয়েছিল
আমি সারা দুনিয়া ঘুরে বেড়িয়েছি। কারণ এতে আমার কী সমস্যা। সমস্যা যদি কিছু হয় তবে আশপাশের পাবলিকদের হবে
আমি দিব্যি আড্ডা-পরীক্ষা এমনকি বাসাবদলও করেছি এই মুরগিগোটা নিয়ে
নতুন বাড়িওয়ালা আমার সাথে পরিচিত হতে এসে এক চিৎকার দিলো-ওক
তবে সবচে ঝামেলা করেছে ড়্যাব। মুরগিগোটায় নাকি ডাবের পানি খেতে হয়
তো একজন কুমিল্লা থেকে দশটা ডাব কুরিয়ার করেছে আমার জন্য
সেটা গিয়ে পড়েছে ড়্যাবের নজরে
সঙ্গে সঙ্গে কুরিয়ারের গাড়ি আটকে তাদের সহজ প্রশ্ন- একটা ডাব পাঠাতে কত চার্জ লেগেছে?
-একেকটা চল্লিশ টাকা
- যেখানে ঢাকা শহরে দশ টাকায় ডাব কিনতে পাওয়া যায় সেখানে প্রতিটা চল্লিশ টাকা দিয়ে কুরিয়ারে পাঠানোর কারণটা কী?
কুরিয়ারওয়ালা কোনো কারণ বলতে পারেনি। সুতরাং প্রেরককে ফোন করে জরুরি তলব। এবং একই প্রশ্ন
সে যত ইনিয়ে বিনিয়ে বলে তারা কিছুতেই বিশ্বাস করে না। তাদের সোজা কথা দশটাকার ডাবের পেছনে যদি চল্লিশ টাকা কুরিয়ার চার্জ খরচ করা হয় তাহলে ধরে নিতে হবে এর ভেতরে কিছু আছে
সুতরাং সবগুলো কাটতে হবে এবং পরীক্ষা করতে হবে
অবশ্য তারা ডাব কেটে ডাবের পানি ছাড়া কিছুই পায়নি
কুরিয়ারওযালারা প্রতিটার জন্য চল্লিশটাকা সার্ভিস চার্জ নিয়েছিল বলে সেই কাটা ডাবগুলোও ঢাকা পর্যন্ত নিয়ে আসতে রাজি ছিল
কিন্তু সেই প্রেরক হিসেব করে দেখলেন- ডাবকে কেটে ফেললে ওটাকেআর ডাব বলে না
বলে ছোকলা...
সুতরাং ডাবের ছোকলা মুরুগিগোটায় হয়তো আর কোনো কাজে লাগবে না
ধুর মশাই !
দিলেন তো রোম্যান্টিসিজমটা নষ্ট করে !
কোথায় চিকেন পক্স, আর কোথায় মুরগি গোটা।
শ্রুতিমাধুর্যের কথাটাও তো মাথায় রাখা উচিত।
তবে অনেক লোকের ভীড়ে গন্ধবিশারদ এই এক পিস পাওয়া গেল, যিনি স্মৃতি স্মৃতি গন্ধটা পেয়েছেন।
০২.
ঘটনা পড়ে দুর্দান্ত লাগলো।
আমারও খুব ইচ্ছে করছে একটা পাকা কাঁঠাল এক্ষুনি আপনাকে কুরিয়ার করে পাঠাই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বল প্রিন্ট নিয়ে আসলেই ঝামেলার। দাদীর পরামর্শে তিলের তেল মেখেছিলাম, শরীরে একটি স্পটও থাকেনি।
সুস্থ শিমুলকে সচলায়তনে চাই প্রতিদিন। তাই তাড়াতাড়ি করে সুস্থ হোন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
তিলের তেল আমাকেও মাখতে হয়েছে, পঁচা গন্ধ।
আর আপনাদের ইচ্ছায় সুস্থ শিমুল সচলায়তনে, প্রতিদিন...
ধন্যবাদ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এটা বড়ই যন্ত্রণাদায়ক রোগ।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ধন্যবাদ, কনফু ভাই।
তবে লোকে যেমন বলে, আমি বোধহয় ঠিক ওইমাত্রার যন্ত্রণা পাইনি। আমার খারাপ লেগেছে বেশি আয়নায় দাগগুলো দেখার পর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেটে কার সাথে চড়েছিলেন।
আমিও চড়েছিলাম।
ওরে-এ ! কি কোয়েশ্চেন ! লে হালুয়া
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
চিকেন হোক বা মাটন এই পক্সরে আমি সবসময় ডরাই
সুস্থ হয়ে ওঠেন শিজ্ঞির ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জ্বি পন্ডিতজী
আমি সুস্থ হইয়া উঠিয়াছি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিমুল আপা আমারও চিকেন পক্স (বসন্ত) হয়েছিল ।
কিন্তু বসন্ত যে দোলা দেয় এমন আজব কথা কখনো শুনিনি,
আমি খুব কষ্ট পেয়েছিলাম।
ক্যাটেগরিতে লেখা স্মৃতিচারণ। অথচ লিখেছেন এমন ভঙ্গিতে যেন তা এখন ঘটছে। মজার এক বিভ্রম তৈরি হলো!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হা হা হা
আসলে বুঝিনি এরকম হবে, জুবায়ের ভাই।
তবে মজার এই বিভ্রম তৈরী হওয়াতে সচলদের ভালবাসা টের পেলাম। তাতে আমার মনে লাগিল আরো অনেক বেশি দোলা ....
.......................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বাপরে! এমন জীবন্ত লেখা! পাদটীকা না পড়লে এখনই সিরাজ ফকিরকে ডেকে পাঠাতাম।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
হা হা হা
ভাগ্যিস পাদটীকা পড়েছেন।
নাহলে আপনার সিরাজ ফকির এসে যদি মরিচের গুড়া আর ঝাড়ু নিয়ে চিকিৎসায় নেমে পড়তো, তাহলে তো ভাই...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এই দুইলেইন না মহাশয়া, আপনিতো এই গরমেই বসন্ত ডাকিয়া আনিতেছেন। শেষে আর কেউ কী করে জানি না, ধূসর ভায়া আবার শালি খুঁজতে কালিতলা না যায়!
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ঢেকি স্বর্গে গেলেও তো ধান ভানবেই।
অতএব ধুসর গোধূলিও...
সম্ভাবনা খুব বেশি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- কালিতলা কোথায় জনগণ?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কালিতলার বালিকারা
হুঁশিয়ার সাবধান !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
( লইক্ষ্য করেন : জনগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অধম বালিকা বর্তমানে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করিতেছে। ইহা অনেক অনেকদিন আগের কথা, যখন আরবের লোকেরা খেজুর খেতো...।)
টিকাডা আগেই দিতেন। খালি খালি মটুরে কষ্ট দিলাম!
-জুলিয়ান সিদ্দিকী
আহারে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
যাক দুপুর থেকে সন্ধ্যা গড়াতে গড়াতে টিকা গজালো। আর সেই টিকায় আপনাকে সুস্থ পাওয়া গেলো।
চমৎকার লেখা।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
কৃপাদৃষ্টির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, স্যার।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চিকেন পক্স আমার এখনও হয়নি, খুব ভয় হয় কারণ সবাই বলে ছোটবেলায় হওয়া নাকি ভালো, বড় হয়ে হলে নাকি খুব বেশি হয়
আপনি এখন সুস্থ জেনে নিশ্চিন্ত হলাম।
আমিও ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেটে চড়েছিলাম, আমার কিন্তু দারুন লেগেছিল হি হি হি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ভয়ের কোন কারণ নেই, মুমু।
সবসময় ভাল থাকবেন, এটাই প্রত্যাশা।
ম্যাজিক কার্পেটে আমার জঘন্য লেগেছে। আপনার তাহলে খুব সাহস বলতে হবে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নাইটমেয়ার... শব্দটা আমাকেও খুব বেশি টানে...
পক্স হয়েছিল ক্লাস নাইনে। কলেজ হসপিটাল এর স্পেশাল ওয়ার্ডে থাকতে হয়েছিল অনেকদিন।টেনিদা সমগ্রটা তখনই শুয়ে বসে শেষ করেছিলাম। জ্বর জ্বর অনুভূতিটা আমি সবসময়ই এনজয় করি। কিন্তু পক্সের সময় খুব বেশি এনজয় করতে পারিনি। তবু সবমিলিয়ে খুব বেশি খারাপ কাটেনি সময়টা।
বালিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক (এই শুভকামনাটাও সেই সময়ে করা যখন আরবের লোকেরা খেজুর খেতো আর আমাদের বালিকা আফা নিতান্তই নাবালিকা ছিল)
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
বালকের সাথে তো দেখি অনেক মিল !
জ্বর জ্বর অনুভূতিটা আমিও এনজয় করি। কেমন আদুরে আদুরে একটা ফিলিংস হয়।
(বালিকার ধন্যবাদটাও সেই সময়ে দেয়া যখন আরবের লোকেরা খেজুর খেতো...)
........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জ্বর হলে আপনারা এনজয় করেন আর আমি খুব কষ্ট করি - কারন আপনাদের আদর করার, দেখার লোক আছে আর আমার কেউ নাই, বাবা মাও নাই। সবকিছু নিজেকেই করতে হয় রান্নাবান্ন, কাপড়কাচা সব। আপনাদের মতো কপাল যদি আমার হতো।
জ্বর হলে আমিও খুব ইনজয় করি । বাবা-মার আদর বেড়ে যায় বিশেষ করে আমার বাবার। আম্মুতো করেই সেই সাথে আব্বুও মায়ের মত আদর করে, সুপ বানায়ে খাওয়ায়ে দেয়া থেকে শুরু করে রাতে কয়েকবার এসে জ্বর দেখে যাওয়া, কেমন লাগছে কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করা, আরো অনেক কিছু। সেই সাথে আমার আললাদিও বেড়ে যায় নিজেকে খুব স্পেসাল মনে হয়
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
- ছোটবেলায় জ্বর হলেই মাইর খেতাম, এই ডরে জ্বর না আসার জন্য দোয়া করতাম। কিন্তু শকুনের দোয়ায় তো আর গরু মরে না, আমার জ্বর আসাও থামে না। আর মাইর? সে কি আর থামি থাকে না! অতএব জ্বর থুইয়া মাইরটাই ইনজয় করিয়া গিয়াছি সর্বদা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জ্বর হলেই মারতো কেন আপনাকে?
উল্টাপালটা কিছু করতেন নিশ্চয়ই?
তবে নস্টালজিয়ায় আক্রান্ত হবার কোন দরকার নেই, জনাব। আবার জ্বর আসলে আমাকে এত্তেলা দিয়েন। ছোটবেলার কথা হাড়ে হাড়ে মনে করিয়ে দেবো, এনশাল্লাহ...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার দোয়া অতীতে গিয়ে কেমন কাজ করে দেখলেন তো!
আজকে দোয়া করলাম, আর আপনি ও তিরানব্বই বছর আগে সুস্থ হয়ে উঠলেন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভাগ্যিস রেনেট দোয়া করছিলো !
কি দূর্দশাই হতো তা না হলে !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চিকেন পক্স হওয়া ভালো। মুখে দুয়েকটা দাগ থাকলে শনাক্তকরণ চিহ্ন হিসেবে ওর কথা বলা যায়। আমি তো পাসপোর্ট করার সময় ডান কপালে বসন্তের দাগ ছাড়া আর কোনো শনাক্তকরণ চিহ্নই খুঁজে পাই নি। ভাগ্যিস হয়েছিল।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভাগ্যিস হয়েছিল !
কি কথা !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অফিসের কাজে ব্যাস্ত ছিলাম। দেরীতে লেখাটা পড়লাম।
কিন্তু কি তামশা, আমারও মাষ্টার্স পরীক্ষার সময় এই রকম ঘোর লাগা অসুখ হইলো। মারাত্মক জ্বর। খালি আবোল তাবোল দেখি, লোকজনরে উল্টাপাল্টা ডাকি। সে ঘটনাও ৯/১০ বছরের পুরানা, কিন্তু হইলে কি হবে স্মৃতিতে এখনো উজ্জ্বল। মনে আছে, ঘোরের মধ্যে দেখছিলাম আমি যেন একটা বিশাল কচ্ছপের পিঠে চড়ে মরু পথ পারি দিয়ে চলছি, আর পেছনে পেছনে হেঁটে আসছেন ইবনে বতুতা। হা হা হা । কয়েকদিন আগেই ট্রাভেলস্ অব ইবনে বতুতা পড়ে শেষ করেছিলাম। কী যে বিপদ, ঘোর আর কাটে না। আর আমি মরুভূমির মধ্যে ঘুইরা ঘুইরা পানির পিপাসায় মারা যাইতাছিলাম।
আপনার লেখা উপভোগ করলাম।
ভাগ্য ভালো পানির পিপাসায় মারা যাবার আগেই ঘোরটা কেটেছে।
নাহলে তো গেছিলেন...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কষ্টটি পেরিয়ে এসেছেন, ওম শান্তি! আমারও বড় হবার পর হয়েছিল। ভয়ংকর কষ্ট!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ওম শান্তি!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আরাম আরাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন