”আবার যদি এইরকম করে গান শুনিস, থাপ্পড় খাবি একটা।” এই ডায়লগ আপার মুখে প্রায়ই শুনতে হয়। কারণ আমার গান শোনার ধরণটা খুবই ইরিটেটিং। বোধহয়। কোনো গান আমাকে খুব বেশি ছুঁয়ে গেলে সারা দিনরাত ওই একটা গানই ঘুরে ঘুরে শুনতে থাকি। সক্কালবেলা ঘুম থেকে উঠেই কম্পুতে বাজিয়ে দেই। পাশাপাশি চলতে থাকে আমার অন্য সব কাজ। এখন ”পথে পথে দিলাম ছড়াইয়া রে” বা ”চলো ভিজি আজ বৃষ্টিতে” শুনলেই আপা আমাকে প্রায় তেড়ে মারতে আসে।
কদিন আগে এক বন্ধু পাঠালো, আমার সোনার ময়না পাখি...। চেনা গান। হারিয়ে যাওয়া গান। বহুদিন পর শুনলাম। এবং আটকে গেলাম। কয়েকদিন ধরে চলতে থাকলো ওটাই। আমি তাদের একজন, যাদের ছোটবেলায় ঘুম পাড়াতে হতো গল্প শুনিয়ে বা গান শুনিয়ে। এই বড়োবেলাতেও অভ্যাসটা আমার ভেতর থেকে পুরোপুরি যায়নি বোধহয়। প্রায়ই আমার ইচ্ছে করে ঘুমিয়ে পড়ার ঠিক আগে আগে, কেউ একটা স্বপ্নমাখা কথা, গান বা কবিতার লাইন শোনাক। সেইসব দিন...। গানটা শুনে আমি ফিরে যাই সেই শৈশবে। ঘুমিয়ে পড়ার আগে এই গানটা শুনেছি আমি বহুবার। আম্মা শোনাতো।
ইদানিং আব্বা-আম্মার জন্য কেন জানি না অনেক অনেক বেশি টান অনুভব করি। নিশ্চিত-নির্ভরতা আর অবিরাম ভালোবাসার ওই দুটোই তো মাত্র জায়গা আমার। হারিয়ে ফেলার ভয় মাঝে মাঝে এতো বেশি তীব্র হয়ে দেখা দেয়... আমার এইসব ভাবতে ভালো লাগে না। একবারেই না। তবু ইদানিং ভয়টা কাজ করে।
এই ছুটিতেও বাড়িতে। সন্ধ্যাবেলা। আব্বা বাইরে। আম্মার সাথে বসে বসে টিভি দেখছি। চ্যানেল ঘোরাচ্ছি। আম্মার পছন্দে থামলাম। বাংলা সিনেমা চলছে। জননীর একাত্ম হতে সময় লাগে না। আমি উঠে গিয়ে কবিতার বই নিয়ে আসি। মাঝে মাঝে চোখ তুলে দেখি। ডায়লগ শুনে হাসি। একবার দেখি নাড়ু মাথার এক ভিলেনকে টায়ারে ঝুলিয়ে নায়ক একবার মাথায়, একবার পেছনে তুমুল পেটাচ্ছে। টের পাই, আমি আমার মায়ের মতো দয়ার্দ্র একজন হয়ে উঠতে পারবো না কোনো কালেই। কারণ ভিলেনের কষ্টেও কষ্টিত হয়ে একটু পরপর তিনি বলে উঠছেন, ’ইশ, কিভাবে যে মারে...” সূর্য যেমন পূর্বদিকে উদিত হয়, ঠিক তেমনি চিরন্তন সত্যিতে পরিণত হয়ে যাওয়া নিয়ম। একটু পর ইলেকট্রিসিটি গেলো।
আমি আর আম্মা বসে আছি বারান্দায়। অন্ধকারে। আম্মা এটা সেটা বলছে। আমি বেশিরভাগই হু, হাঁ করছি। অথচ বাপজান থাকলে হয় উল্টোটা। আমি সমানে বকবক করতে থাকি। কিছুক্ষণ পর চুপচাপ। অনেকক্ষণ পর আমি জিজ্ঞেস করি,
: মা...
: হুম
: তোমার ওই গানটার কথা মনে আছে? ছোটবেলায় যে শোনাতে?
: কোনটা?
: ওই যে, আমার সোনার ময়না পাখি...
: গান কি আর এখন মনে থাকে? ভুলে গেছি কবে।
: একটু গাও না...
আম্মা একটু হাসে।
: পাগলি
: বলো না মা। যতোটুকু মনে আছে...
আবারো হাসে আম্মা।
: মনে নাই রে মা। সেই কতো আগের কথা।
: উম... বলো। গুনগুন করেই না হয় গাও
এবার আম্মা কিছু বলে না। চুপ করে থাকে। আরো অনেকক্ষণ পর আস্তে করে একটু গুনগুন শব্দ হয়। একটু পর বাড়তে থাকে। গাইতে গিয়ে আটকে আটকে যায়। কথা মনে নেই তার। আমি গানের কথাগুলো ধরিয়ে দিই। পুরোটা না, কয়েক লাইন গানই ঘুরে ঘুরে গাইতে থাকে। জানি, আম্মা বহুদিন পর গাইছে। পুরোনো বন্ধুর সাথে দেখা হলে যেমন কথা শেষ হতে চায় না। একটু পর আম্মাকেও যেন নেশায় পেয়ে বসলো। একটু চাপা গলায় জননী মগ্ন হয়ে গাইতে থাকে
” আমার সোনার ময়না পাখি
কোন দ্যাশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি...”
গানের কারণে কি না জানি না, আম্মার গলায় বিষাদ ঘনায়। তার জীবনের দেনা-পাওনার হিসেব আমি কতোটা জানি? কতোটাই বা জানা সম্ভব? কোথাও কি তার বড়ো কোনো অপ্রাপ্তি থেকে গেছে? যদি তা না-ই হয়, ওরকম হাহাকার কেন আমার মায়ের গলায়? জানি না। কিন্তু কী যেন কী একটা করুণ হয়ে ছড়িয়ে পড়ে। গানের সুর আমাকেও নিয়ে যায় সীমানা ছাড়িয়ে অনেক অনেক দূরে কোথাও। অতল অন্ধকারে গন্তব্যহীন আমি কী যেন একটা খুঁজে বেড়াই। অসম্ভব তৃষ্ণা নিয়ে কী যেন একটা ছুঁতে চাই। একবার এদিক। একবার ওদিক। ছোঁয়া আর হয়ে ওঠে না আমার। নাগালের বাইরেই থেকে যায় দূরাগত কোনো স্বপ্নের মতো। স্বপ্নই বোধহয়...
গান থেমে গেছে। ঘোর কাটে না তবু। কোনো শব্দ নেই। তবু কেন যেন মনে হয় আম্মা কাঁদছে। আমার খুব ইচ্ছে করে, আম্মার ভেজা চোখ, গাল পরম মমতায় মুছিয়ে দিতে। তাকে একটু জড়িয়ে ধরতে। কিন্তু জায়গা ছেড়ে উঠি না আমি। আমি চাইনা, আমার মা-ও আমার গাল ছুঁয়ে দেখুক...
মন্তব্য
অনেকদিন পর সচলায়তনে আপনার লেখা দেখলাম। ওয়েল্কাম্ব্যাক !
লেখা চমৎকার। তবে কিনা এমনিতেই শীতের দিন, উইন্টার ব্লুজ অবস্থায় আমরা সবাই কম বেশি আটকে আছি। এর মধ্যে এসব পড়লে আকাশ আরো কালোই হয়...
আরো লিখুন, নিয়মিত লিখুন। তবে মন খারাপের লেখা কম লিখুন
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এটা তাহলে আমার না, সময়ের সমস্যা। তাই না সব্জু?
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেঁচে আছেন তাইলে আমি তো ভাবছিলাম আপ্নে মানুষটা আজকাল খ্রাপ হয়ে গেছেন হাসি খুশি লেখা গুলি দেন না আর
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুনলাম ইদানিং সবাই নাকি নিবিড় হইতে চাইতেছে?
আসল ঘটনা কী, ইট্টু খুইলা কন্তো...
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আফা ঘটনা কিছুই না। নিবিড় অতিশয় ভদ্র ছেলে তাই সবাই আরকি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভালো লাগলো।
কৈশোরে যখন বাঁশি নিয়ে প্রথম পুপু আরম্ভ করি তখন আমার মা চুলোয় রান্না চাপিয়ে রান্নাঘরে (গ্রামের পাকঘর/ রান্দুনি ঘর) বসে প্রথম এ গানটি নিজে গেয়ে গেয়ে আমাকে শিখিয়েয়েছিলেন।
আপনার লেখাটি পড়তে পড়তে আমি যেন সেই 'রান্দুনি ঘরে' বসেই মায়ের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম।
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
কেমন আছেন, জুলিয়ান ভাই?
আপনার এলাকায় নেট কি এখন এভেইলেবল?
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো লাগলো পড়ে, সেদিন মনে হয় এ গানটার কথাই বলতে চেয়েছিলেন।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
জ্বি ভাইজান
এই গানটার কথাই বলতে চেয়েছিলাম। বলা হয়নি।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পড়ে ভাল লাগলো খুব।
মনের সাথে মিল পাই।
থ্যাংকস।
আপনার নাম মনে কবিতা জাগায়...
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো লাগলো আপনার লেখা।
ধন্যবাদ।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেকদিন পর আবার আপনার লেখা পড়ে ভাল লাগলো। ভালো ছিলেন নিশ্চয়ই?
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো
ভালো ছিলাম।
অনেক ধন্যবাদ।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লেখাটা ভালো লাগলো অনেক৷
কিন্তু ভইন, মন খারাপ কেনে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তুই কে? তোরেও তো চিনলাম্না
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
না চেনা লোকের লগে তুই তুকারি করা চরম বেয়াদবি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কিভাবে এত সুন্দর লিখেন ভইন...!
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অপরিচিত কারও লেখা আমি পড়িনা
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
অপরিচিত কারো কমেন্ট আমিও রিপ্লাই করি না।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সচলে আজকাল অপরিচিত মানুষজন বেড়ে গেছে দেখি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হ
আইইউটির আরো একজন অপরিচিতরে মিস্কর্তেছি।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
স্বপ্নাহত গেলো কৈ?
"গেলো কৈ" এই কথা স্বপ্নাহতের সাথে সাথে প্রহরী ভাইকেও করতে চাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
এই তো আমি এখানে
ওহ আচ্ছা !
অন্ধ চোখ আমার
দেখতে পাইনি।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেকদিন পরে লিখলেন।
লেখাটা বরাবরের মতোই ঝরঝরে। তবে বিষণ্ণ।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বিষন্ন লেখা আর লিখবো না।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এই জন্যেই আমি গান্টান শুনি না... ক্যাবল প্র্যাক্টিকাল খাতা লিখার সময় ছাইড়া দেই
_________________________________________
সেরিওজা
হা হা হা
ভালো করেন, সুহান।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো লাগলো লেখাটা... খুব ব্যস্ততা?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
নাটক লেখতেছি
ধারাবাহিক
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দিলেন তো বারোটা বাজায়। এক্ষণি এই গান না শুনতে পারলে শান্তি নাই।
লেখা অনেক ভালো লাগছে।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
থ্যাংকিউ।
গান শুনলেও তো আবার মন খারাপ হবে।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সব (প্রায়) মায়েদেরই কি একটা করে ব্রান্ড সংগীত থাকে নাকি?
আমার মায়ের হলো: মাঝি বাইয়া যাওরে...
উনি উল বেনার সময় গানটা গুনগুন করে গেয়ে উঠেন একা একা
আর আমার যখন প্রচণ্ড বাজে সময় যায় তখন মনে হয় উড়ে গিয়ে তার হাতে উল আর কাঠি ধরিয়ে দেই শুধু এই গানটা শোনার জন্য...
আমার মা 'হলুদিয়া পাখি' গানটাও গাইতেন খুব।
পাখিপ্রীতি বোধহয়...
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিমুউউউউউউল,
কী ব্যাপার রে ভাই---এমন করে ডুব দিতে হয়??!!!
তোমাকে বড্ড মিস করছিলাম এখানে
আজ তোমার লেখাটা দেখেই মনটা বড় খুশি হয়ে গিয়েছিল
পড়ার পর ততটাই খারাপ হল
না, না, ভুল বুঝো না।
তোমার লেখাটা অসাধারণ। আর সেইজন্যেই খুব করে নাড়া দিয়ে গেল হৃদয়ের কন্ঠি ধরে।
এম্নিতেই মা-বাবা ছেড়ে অনেক দূরে থাকি, তার উপর সর্বদা গৃহমুখী মন আমার। এরই মাঝে এই লেখা আরো উচাটন করে দিয়ে গেল--
এই দুঃখটার বড় দরকার ছিল, শিমুল
ভাল থেকো সব সময়।
এক নক্ষত্রের রাত--তোমার জন্য
অনেক অনেক ধন্যবাদ, অনিকেত'দা।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আছেন তাহলে , কতদিন আপনার লেখা পড়া হয়নি । লেখা ভাল্লাগছে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আছি তো, মানিক ভাই।
আর অনেক ধন্যবাদ।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কতোদিন পঅঅঅঅর শিমুলাপাকে দেখলাম, যদিও সেই দেখায় বিষণ্নতা বেশি। নিয়মিত হোন, আমাদের সাথে। দেখবেন বিষণ্নতা ঝরে যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বিষন্নতা ঝরে পড়ে যখন, সেটাও কি বৃষ্টি পড়ার মতো সুন্দর হয়, গৌতম?
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কতো কান্নাই যে জ'মে আছে আমাদের আম্মাদের!
মাঝেমধ্যে এ-ও ইচ্ছা করে, যে- একটু ধ'রে ঝাঁকিয়ে কাঁদিয়ে হালকা ক'রে দিই! ভয়ে দিই না, পাছে আর না থামে!
অক্ষরে অক্ষরে অসাধারণ লেখা। খুব নাড়িয়ে গ্যালো, চোখ মন তিনটাই স্যাঁতসেঁতে ক'রে দিয়ে গ্যালো আরো। ঈদের পরদিন চ'লে আসার সময় আম্মার চোখে পানি দেখে এসেছি।
শেষে একটা ভালো কথা ব'লে যাই- কিছু কিছু গান বা আরো আরো সৃষ্টি, এমনকি নিজে দুঃখের না হ'লেও কেমন যেন এতই মিশে যায় এসে, যে মুহূর্তেই চোখে কেমন যেন একটা ব্যাখ্যা-ঊর্ধ্ব অদ্ভুত অশ্রু নিয়ে আসে। আমারও আছে এমন কিছু ভীষণ-ভেজা গান।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুম
সবারই থাকে বোধহয়...
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অসাধারণ!!!!!!
আপনার এইরকম কমপ্লিমেন্ট, দাদাবাবু!!!
ইয়ে... মানে... একটাও বানান ভুল নাই, রাজর্ষি?
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেকদিন পর শিমুল!
ভাল লাগছে খুব।
তবে মন খারাপ করা লেখা আর নয়।
এবার মন ভাল করার পালা।
আপনার ওপর অভিমান হচ্ছিলো একটা কারণে। লম্বা সময় ধরে।
এখন আর নেই।
মন ভালো হয়ে গেছে।
থ্যাংকস, অনিন্দিতা।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বিষাদ আরো খানিকটা বাড়লো!
......................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
চরি।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
------------------------------------------
যাহা চাই যেন জয় করে পাই ... গ্রহণ না করি দান ...
------------------------------------------------------
পুষে রাখে যেমন ঝিনুক ... খোলসের আবরণে মুক্তোর সুখ ...
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- হৈ, আমার কমেন্ট কিধার গেয়া?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার মনে হয় আপকা কমেন্ট কোথাও কোনো বদমাইশি করতে গেয়া।
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হেব্বো-ন্যান্সির মতো করে বলতে ইচ্ছা করছে - 'এতোদিন কোথায় ছিলে(ন)?'
ছুঁয়ে যাওয়ার মতো লেখা...
ভেবেছিলাম, রঙতুলিতে রঙ আর মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলবেন।
শুধু এইটুকুই কি বলার ছিলো....?
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এমন স্পন্দনজাগানো লেখায় আর কীই বা বলার থাকে বলেন!
শুধু এক গান শোনা না; মাঝে মাঝে মাথার ভেতর গানের কথা ঢুকে যায়। বিশেষ করে জ্বরের ঘোরের মাঝে কোন গান শুনলে তো আর রক্ষা নাই, যে কয়দিন জ্বর থাকে গান ঘ্যান ঘ্যান করে বাজতে থাকে মাথার মধ্যে।
বাকিটা নিয়ে কিছু বলার নাই..
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
মনটা কেমন হয়ে গেল।
অনেক সুন্দর লেখা। মাকে মনে পড়ে গেলে। দৌড়ে বাসায় গিয়ে মার কাছে গান শুনতে ইচ্ছে করতেছে।
এত সুন্দর করে ক্যামনে লিখে মানুষ! বুঝি না!
কয়েকজন সচলের পুরনো লেখাগুলো মন খ্রাপ থাকলে খুঁজে খুঁজে পড়ি আর 'লেখো না কেন/ লেখেন না কেন?' বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি....
তবু কাজ হয় না বলে হাল ছেড়ে দিয়ে ইদানিং তাঁদের ধরে পিটিয়ে দিতে ইচ্ছে করে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
লক্ষী মেয়েদের এইসব বদ ইচ্ছা পোষন করতে নাই।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন