সেদিন স্কুলে ছিলো অ্যাডমিশন টেস্ট। বছরের শেষ বেলায়, তবুও স্টুডেন্ট এর কমতি ছিলো না। এটার রেজাল্ট যখনই দেয়া হোক না কেন, যেদিন পরীক্ষা নেয়া হয়, সাথে সাথেই খাতা দেখা, টেবুলেশন আর মেরিট লিস্ট করে ফেলা হয়। কাজেই বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা।
গোসল-খাওয়া সেরে মোবাইল হাতে নিয়ে দেখি তিনটা মেসেজ। তারমধ্যে একটা ফ্লেক্সিলোড। অবাক হলাম। আমি লোড করতে দেইনি তো। টাকার পরিমাণ দেখে টাশকি খেলাম। এক হাজার!
এর আগে একবারই মোবাইলে একসাথে এতোগুলো টাকা পেয়েছিলাম। সেটা ছিলো বাজিতে জিতে যাওয়ার টাকা। জিতে যাওয়ার আনন্দ আর উত্তেজনায় হাঁদারাম আমি বুঝিনি তখন। পরে বুঝতে পেরেছিলাম, ওটা আসলে বাজি ছিলো না। কারণ বাজিতে হেরে যাওয়া তার ধাতেই কখনো ছিলো না। হয়তো আমাকে তার কিছু দিতে ইচ্ছে করেছিলো। কিন্তু কাউকে কিছূ দেয়াটা তার কাছে আবার ন্যাকা ন্যাকা ব্যাপার লাগে। তাই জন্মদিনের আশেপাশের একটা দিনে বাজি ধরে ইচ্ছে করে সেটাতে হেরে গিয়েছিলো সে।
কিন্তু এবারেরটা! নির্ঘাত কেউ ভুল করে পাঠিয়েছে! মনের চোখে দেখে নিলাম ব্যাগে অতো টাকা আছে কিনা। বেশ আগে একজনের ফ্লেক্সি আমার ফোনে চলে এসেছিলো। দশ টাকার। সেই ভদ্রলোক সাথে সাথে ফোন করেছিলেন। বেকায়দা সময় আর অবস্থানে থাকার কারণে টাকাটা পাঠাতে পরের দিন লাগবে জানালাম। কিন্তু সময়টা অনেক লম্বা মনে হওয়ায় বেশ কয়েকবার ফোন করে করে প্রায় অর্ধেক পরিমাণ টাকা তিনি আমার পেছনেই খরচ করে ফেলেছিলেন।
অপেক্ষা করতে থাকি। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। কেউ ফোন করে না। কিন্তু করা উচিত। আমাকে এভাবে টাকা পাঠানোর কেউ নেই। একে তো ভয়াবহ রকমের অসামাজিক। বাবা-মা ছাড়া তেমন কাউকেই নিয়মিত ফোন করা হয় না। বাপ-মা ছাড়া যাদের যোগাযোগ এই অধমের সাথে এখনো আছে, সেটা কেবল তাদের অসীম ধৈর্য্য আর সহ্যক্ষমতার কারণেই আছে। আর দুইয়ে তো দরিদ্র ইস্কুল মাষ্টার আমি। দুইশোর বেশি টাকা একসাথে লোড করা হয়ে ওঠে না। কাজেই আমার ফোনে ব্যালান্স সবসময় পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে ওঠানামা করে। সেই ফোনে হাজার টাকা একটু ভারি লাগে। হঠাৎ কি মনে হলো। যদিও সম্ভাবনার কথা ভাবিনি, তবুও শেয়ার করা এবং যদি লাইগা যায় - এই দুই জিনিস একসাথে মিশিয়ে একজনকে মেসেজ পাঠালাম। সে কি আমাকে ফোনে টাকা পাঠিয়েছে? সে বেজায় অবাক হলো। কিন্তু হ্যাঁ-না কিছুই বললো না। আমি আবারো সরলভাবেই জানতে চাই, পাঠায়নি তাহলে? এই প্রশ্নে কবি নীরব হয়ে গেলো। এইবার সত্যি সত্যি আমার একটু একটু সন্দেহ হতে থাকে। না-ই যদি পাঠিয়ে থাকে, প্রশ্নের উত্তরে “না” বলে না কেন?
লম্বা সময় চুপ থাকার পরে সে আমাকে জিজ্ঞেস করে
: ভালো করে ভেবে দেখেছেন, আর কেউ টাকাটা পাঠাতে পারে কি না।
: জ্বি। ওরকম কেউ নাই।
: কতো টাকা পাঠিয়েছি বলে দায়ী করছেন আমাকে?
: এক হাজার।
কবি এবার আবারো ডুব। এবার আরো লম্বা ডুব। কি যন্ত্রণা! এইসব কথার মানে কী বুঝবো? মহাকাজে ব্যস্ত থাকায় ফোনের খোঁজ নেয়ার সময় পাইনি। মাঝরাতে খেয়াল করলাম, একখান মেসেজ। সন্ধ্যায় পাঠানো। “এইমাত্র আপনাকে ফোনে একহাজার টাকা পাঠিয়ে এলাম। অভিযোগ যখন করবেনই, হালাল উপায়েই অভিযুক্ত হই।“ ডোবায় পড়ে ছিলাম। সেখান থেকে এবার অথৈ সাগরে পড়লাম। ব্যালান্স চেক করে দেখি, দুই হাজার একশো আটান্ন টাকা মাত্র। কার কাছে গিয়া জিগাই, সে এমন করলো ক্যান...? অ্যামন তপ্ত হইয়া টেকা পাঠানোর কী দরকার আছিলো তার...। আমার মন খারাপ হয়। ভীষণ।
বন্ধুত্বে টাকাপয়সার লেনদেন যে খারাপ ব্যাপার, সেটা আমার বুঝে ওঠার আগেই বুঝে ফেললো আমার ফোন। অপ্রত্যাশিত আর অন্যায় এই লোড ফোনটা নিতেই পারলো না। অল্প সল্প সমস্যা হচ্ছিলো, এবার সে পুরাই নষ্ট হয়ে গেলো।
নতুন একটা ফোন কিনতেই হলো শেষমেষ...
টেকাপয়সা আসলেই খুউপ খ্রাপ জিনিস!
মন্তব্য
আহারে, আমাকে কেউ এরকম পাঠায় না
যা ও ভুল করে মাঝে মাঝে পাঠায় তার জন্য আবার ফোন করে আদায় করে নেয়। তবে মানুষ যে কত কিসিমের হয়! একবার বোধ হয় ৫০ টাকা কেউ ভুলে পাঠিয়েছে। যথারীতি ফোন করে অনুরোধ করলো তাকে ফেরত পাঠাতে । আমিও সাথে সাথে পাঠিয়ে দিলাম। এরপর ই শুরু হলো যন্ত্রণা। ভদ্রলোক (!)বার বার ফোন দিয়ে জানাতে লাগলেন যে উনি পাননি। অথচ আমি ভাল করে নিশ্চিত হয়েই পাঠিয়েছিলাম। মতলবটা পরে বুঝেছি। টাকা পাঠানো টা আসলে একটা অজুহাত ছিল। বুঝলাম , মানুষের উপকার করাটা ভীষণ বিপদের ব্যাপার ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আপনি তো আমাকে এইরকম মতলবে টাকা পাঠানোর সুযোগটাও দিতে পারতেন!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দারুণ লাগলো!!! হাহাহা!! আগামী ৩ মাস আর ফ্লেক্সি করা লাগবে না![হাততালি হাততালি](http://www.sachalayatan.com/files/smileys/41.gif)
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
হ, তারানা বেগম, সেইটাই!![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেশ চমৎকার অভিজ্ঞতা। রহস্য থেকে গেল।
_ মাহবুব আলী
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শ্যাম চাচা এই রকম দেতো হাসি দিলেন কেনু? তবে কি শ্যাম চাচা-ই দায়ী? - কাজী
তবে কি...
![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
আমার সাধের মোবাইলটা গেলো।![রেগে টং রেগে টং](http://www.sachalayatan.com/files/smileys/14.gif)
আর আপনে বত্রিশ দাঁত বাইর কইরা হাসতেসেন!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বাহ! খুব সুন্দর করে বললেন তো আপনার গল্পটা।
- ছাইপাশ
থ্যাংকিউ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ফোনের পাশাপাশি টাকাটা আছে, নাকি সেটা গেছে গিয়ে?
আমাকে কেউ ভুল করেও পাঠায় না গো দিদিমণি! সব সময়ে ভুলটা আমারই হয়! তাও আবার জিপি-র কেরদানি আছে, গত বছর হাজার টাকা নিজের ফোনে পাঠাতে গিয়ে নিজেরই নাম্বার ভুল করে অন্যখানে পাঠাবার পরে জিপি জানালো বেঁচে গেছি নাকি একটুর জন্যে, প্রি-পেইড নম্বরে পাঠালে আর রক্ষে ছিলো না তাদের সিস্টেমে, পোস্ট-পেইডে গেছে, তাই নাকি উপায় আছে! তা সেই উপায়ের পেছনে মেলা দৌড়াদৌড়ি করে (ওর থেকে হাজার টাকার লসও ভালো ছিলো!), ফেরত পেয়েছিলাম বটে!
কিন্তু এই বছরই তিনশ'টা টাকা পুরাই পানিতে গেছে। যাই হোক, এরপরে আপনাকে কেউ বেশি টাকা ভুলে-চুকে পাঠায়ে দিলে আপনি না হয় সেটা হালালাইজ করতে আমাকে আবার রি-ডাইরেক্ট করে দিয়েন। গরীব মানুষ, তার উপরে বেশি কথা বলি ইদানীং ফোনেও!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হাহাহা![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
এইসব ভুল তোমাকে বেশ মানিয়ে যায়, যাযাবর।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তা আর বলতে!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কি চমত্কার সমস্যা!
..................................................................
#Banshibir.
সমস্যা আদতে সমস্যাই, পীরসাহেব।
সমস্যা ভালু না।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
উঁহু এরাম মধুর সমিস্যা ঠিকাছে।
..................................................................
#Banshibir.
আচ্ছা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অপেক্ষা করুন। সামনেই তো বাৎসরিক পরীক্ষা। কোনও ছাত্রের কাছ থেকে ফোন আসল বলে। আমি শিক্ষা বোর্ডের কন্ট্রোলারদের শুদ্ধ দেখেছি এরকম ফ্লেক্সি পেতে। তবে বেশিরভাগ সময় অবশ্য হিতে বিপরীতই হয়।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
এই ধরনের কথা আমিও শুনেছি। তবে এইরকম সন্দেহ একবারো হয়নি।
এরকম যেন এইক্ষেত্রে না ঘটে। আমাদের বাচ্চারা এখনো বাচ্চাই থাক।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
আহারে!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তেত্রিশ বছর কাটল, কেউ ফ্লেক্সি করল না
''নিন্দুক''
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আর কয়টা দিন সবুর করেন, নিন্দুক। কেউ না কেউ রসুন তো বুনেছেই।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেশ মজারতো শিমুলাপু, এইবার চুটায়ে কথা বলেন।
সেইটাই তো পারি না রে ভাই।![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
বহুদিন হলো, মোবাইলে পাঁচ-সাত মিনিটের বেশি কথা বলতেই পারি না। ইচ্ছাও করে না।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এই মাসে বেশ কয়েকবার বাংলালিঙ্ক থেকে সপ্তাহখানেকের জন্য ৫ টাকা করে ব্যালেন্স ধার করে কাজ চালাতে হয়েছে, আপনি বরং মুক্ত হস্তে আপনার বিপুল ব্যালেন্স দান করার ব্যবস্থা করুন, আমি লাইনে আছি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মুক্ত হস্তে দান কইরা অলরেডি ফাডায়ালাইসি, ভাইজান।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- সহমত
কী মোবাইল কিনলেন?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হ।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
এই প্রথম স্যামসাং কিনলাম। গ্যালাক্সি পকেট।
আই অ্যাম লাভিং ইট!
প্রবলেম একটাই লাগে, হাঁটতে হাঁটতে বা মোবাইলের দিকে না তাকিয়ে মেসেজ লিখতারি না এইটাতে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দুনিয়াটা রহস্যময়!! ঘটনার পর ফোনটাও অকেজো হয়ে গেলো বলছেন, আমি তো কেমন মহাজাগতিক রহস্যের গন্ধ পাচ্ছি..![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
মহাজাগতিক!![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
মাইচ্চে!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমি পেয়েছিলাম একবার দশ টাকা।
তারপর ফোনের পর ফোন।
লাইফটা একেবারে হেল করে দিল !
হাহাহা![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
মাত্র দশ টাকায় নরক-দর্শন।
মন্দ না তো, নিলয়'দা।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আহারে ! মানুষ কত দিক থাইকা কত কিছু পায়---!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বলতে ভুলে গেছিলাম মোবাইলে কেমনে টেকাপয়সা লেনদেন হয় টেষ্ট করার জন্য টাকাটা আসলে আমিই পাঠাইছিলাম
![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
কিন্তু ফেরত চাহিয়া এসেমেস দিতে ভুলে গেছি। এবার ফেরত দ্যান ০১৭৪০৩৬৫.....
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমি তো ভাবসিলাম সম্প্রদান কারক!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বাঃ দারুণ তো। কি মজা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আমার একবার এয়ারটেল পোস্টপেইড কানেকশানে হঠাৎ ১০০০০ টাকা কেউ পাঠিয়ে ফেলেছিল। মনে হয় অনলাইন পেমেন্ট করতে গিয়ে এক আধটা ডিজিট ভুল করে আমার নাম্বারে করে ফেলেছিল। কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা বলে যার ভুল হয়েছে তিনি নিজে যোগাযোগ না করলে কিচ্ছু করা যাবে না। পরে দিন ১৫ বাদে সে টাকা আবার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়। 'ভাগ্যিস!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
লাকি ইউ!
মনের ওপর লোড পড়লো না, এর থেকে ভালো আর কী হইতারে!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
প্রথম দিকে পড়তে পড়তে মনে মনে বলছিলাম - এহ, দেখছ নি, দিদিমণির কি ভাগ্যি, ইয়াক্ষোদা ...
হে হে হে শেষে আইসা যখন মুবাইল্ডা নষ্ট হৈল সাথে সাথে কৈলজাডা ঠান্ডা হইয়া গেলো![শয়তানী হাসি শয়তানী হাসি](http://www.sachalayatan.com/files/smileys/19.gif)
ডাকঘর | ছবিঘর
ঠাডা পড়বো কইলাম!![রেগে টং রেগে টং](http://www.sachalayatan.com/files/smileys/14.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপনাকে এফএনএফ করে ফেলতে হবে দেখি![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
উক্কে!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আগের মোবাইলটা মনেহয় জিন্দেগীতেও একসাথে দুইহাজার টাকা দেখেনাই, তাই এই লোড নিতে না পারে লোডশেডিং করে ফেলেছে। ব্যাপার না। এই সুযোগে নতুন মোবাইল তো কেনা হলো।
লেখা সুস্বাদু হয়েছে। আশা করা যায় আপনার আরেকটি লেখার জন্য এই মোবাইলের নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবেনা।
ফারাসাত
জ্বি।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
গরীব মানুষের মোবাইল, বুঝতেইসেন!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আপ্নে গরীব??
তাহলে তো আমি কাঙ্গাল। জিন্দেগীতে ৫০০ টাকার বেশী ব্যালেন্স আমার মোবাইল দ্যাখেনাই।
ফারাসাত
থাক, কাইন্দেন না।
দেইখেন, একদিন আমরাও...
আর আমাদের মোবাইলরাও...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দশ কথার এক কথা ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দীর্ঘশ্বাস!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন একদা গ্যালাক্সি মোবাইল হইছে
ভালো তো আপু, নতুন কিছু আসল জীবনে।
আমি একবার ৬০০ টাকা পাইছিলাম হুট করে।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আফসুস,১০০০ আর পাওয়া হলনা
ট্যাকা পয়সা আসলেই খুব খ্রাপ জিনিষ- এইডা হইছে একদম মনের কথা!
পুরোনো জিনিসের মায়া ভয়ংকর!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
ইশ!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
আর চারশোর জন্য হলো না!
মন খারাপের কিছু নাই, নেক্সট টাইম এনশাল্লাহ...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কী কপাল!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
সেটাই প্রহরী সেটাই...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ওরে, আমি আবার কলব্যাক করি কোন দুক্ষে
নতুন মন্তব্য করুন