এতো কিছু বাকী রয়ে গেলো সঞ্জীবদা। কত কিছু তুমি করতে পারতে।
বাংলা গান নিয়ে, বাংলা সংবাদপত্র নিয়ে কত কিছু করার স্বপ্ন ছিলো তোমার।
কী অভিমানে, অকস্মাত্ এমন পেছনের দরোজা খুঁজে নিলে?
বেহিসেবী খেয়ালে ফুঁ দিয়ে উড়িয়ে দিলে জীবন?
যমদূতের চোখে দানবগুলো পড়ে না!
তোমাকেই যেতে হলো?
মন্তব্য
সব খারাপ ব্যাপারগুলো একসাথে ঘটতে শুরু করেছে কেন? বিদায়ী অশ্রু জ্ঞাপন করা ছাড়া কিছু করার নেই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এসএম৩। একই দিনে আমার সমবয়সী এক মামাও সঞ্জীবদা'র মতো আক্রান্ত হয়েছে। ও এখনও হাসপাতালে। আমার ছোটবেলার খেলার সাথী সেই জুয়েল মামার অবস্থা একটু ভালো। কিন্তু সংকট কাটেনি। তার কপাল ভালো যে অসুস্থ হওয়ার সাথে সাথে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু এখন তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে।
মনটা ভীষণ খারাপ।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
খুবই দুঃখিত শোহেইল ভাই। গভীর সমবেদনা জানাচ্ছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সঞ্জীবদা চলে গেলেন! তা যেতেই পারেন । আমাদের অসহায় অবস্থিতিই হয়তো সময়ের খুঁটি। সেই থেকে আমরা গেঁথে যাবো, যেতে থাকবো আরো গভীরে......
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কোন মানে নেই!
-----------------------------------------
'জলপ্রিয় হে যুবক, তোমার ভিতরে এত
ভাঙনের পতনের শব্দ শুনি কেন!'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
"কার ছবি নেই, কেউ কি ছিলো?"
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সঞ্জীব দা'র চলে যাওয়া খুব কষ্টের।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
বড়ো অকালে চলে গেলেন তিনি।
....................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
নাহ, আর পারছি না, এত এত মৃত্যূ!
মানতে পারছি না কোনভাবেই। সঞ্জীব চৌধুরী বেঁচে নেই এটা কিভাবে সম্ভব? দলছুটের শেষ অ্যালবামটা ডাউনলোড করলাম কিছুদিন আগে। এখনো শোনা হয়নি। রয়েসয়ে শুনব ভাবছিলাম। এর মাঝেই এরকম কিছু কেমন করে হল?
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
সঞ্জিব দা, ও বন্ধু আমার...
( কোনো মানে হয়?)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
কষ্ট।
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন