পোস্টাফিসে প্লাস্টিকের কৌটায় থাকা ভেজা স্পঞ্জের টুকরা
সেই এখন জিহ্বার বিকল্প
আগে আমি টিকেট কিনে বিছিয়ে দিতাম জিহ্বার পেটে
তারপর থুতু মাখোমাখো টিকেট লেপ্টে দিতাম খামের কোণায় -
গন্তব্য-ঠিকানায় চলে যেত খাম আমার থুতু নিয়ে।
এখন থুতু পাঠানো পড়েছে হুমকির মুখে
টিকেটেরা বিভিন্ন ঠিকানায় নিয়ে যাচ্ছে জল।
আমার ইচ্ছা হয় তাবৎ ঠিকানাগুলোকে ভাগ করি দুটি দলে
এক ভাগ পাক জল আরেক ভাগ পাক থুতু।
একদলকে আমি জীবন পাঠাতে চাই জলের দাগে
আরেকদলকে চাই ঘৃণা পাঠাতে থুতু মেখে।
জল-থুতু, থুতু-জল করতে করতে
নতুন এক প্রযুক্তির আকাশ-কুসুম কল্পনা করি-
যদি জলের মত জমিয়ে রাখা যেত মুখের যত থুতু
তাহলে প্রকাশ্যে হা করে থুতু মাখাতে হতো না টিকেটে
সবার অগোচরেই কাজটা সারা যেত নিশ্চিন্তে
তখন ভাঙতো পোস্টাফিসের সুশীল স্পঞ্জের মনোপলি-
কারো জন্য থুতু আর কারো জন্য জল নিয়ে
আমার খামগুলো যেত মিত্র-অমিত্রের ঠিকানায়।
মন্তব্য
দুর্দান্ত এই লেখাটা নিশ্চিত পড়েছি আগে । সম্ভবতঃ সেটাই ছিলো শোমচৌকে আমার প্রথম আবিস্কার ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কিন্তু প্রথম পাতায় যায় না কেন?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ইয়াক থু
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ! অসাধারণ!
তোমার সুরে সুরে সুর মেলাতে
আগে ও পড়েছি
জল আর থুতু র ভাগা ভাগী
মানি না মানবো না।
চুমাচুমির সময় কিন্তু ভালবেসে সেই থুতুরই কিছুটা আদান প্রদান হয়
আর ওয়াক থু-এর থুতু দিয়ে কিন্তু স্ট্যাম্প লাগাই না। যা ব্যবহার হয় তা হলো ভালবাসার থুতু। বরং পানিটাই দায়সারা হবে হয়তো।
ব্লগাই কিছুদিন হল। প্রথম দেখলাম কবিতা (!) টা। ভালো লেগেছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আমিও প্রথম দেখলাম...প্রথম দর্শনেই ভাললাগা...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
আমিও প্রথম দেখলাম।
অপূর্ব।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
প্রথমবারের মতো পড়লাম। এক কথায় দুর্দান্ত!
__________
কি মাঝি? ডরাইলা?
আমিও প্রথমবারই পড়লাম...তাইতো কই সবাই এই শৌমচ দা এর এত্তো মিল্লাত ফ্যান কেন...
জটিল হইছে গুরু......
দৃশা
প্রথম পাতায় আপনে ব্যান
আর এইসব কি লিখেন? থুথু নিয়া।
( বড় ভাই কি আর বলবো, খালি পড়ে গেলাম। )
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ইন্টারেস্টিং ভিউ।
পোস্ট অফিসের ঐ পানিমাখা স্পঞ্জের মনোপলি আমার বেশ ভালই লাগে বলে কবিতাটা খুব ভাল্লাগল না। তবে চিন্তাটা ভাল লেগেছে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আগে পড়েছি। আবার পড়লাম। অসাধারণ ভালো লাগায় ভরে গেলো মন। আরো কি কবিতা পাবো?
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন