দিনাজপুরের বড় পোখরা গ্রামের কুলসুম বেগম ও পহিরউদ্দিনের সংসারে ৪ সন্তান। দৈনিক ৫০ টাকা আয়ে তাদেঁর শুধু চালটাই কেনা হয়। শাকপাতা, লবণ আর মরিচই ভরসা। জ্যৈষ্ঠ মাসে শোধ দেবেন এই শর্তে এক দাদন ব্যবসায়ীর (গ্রামীন ব্যাংক নয়) কাছ থেকে টাকা নিয়ে এক বস্তা চাল কিনেছেন। এতে এক মাস চলবে কিন্তু টাকা কিভাবে শোধ দেবেন জানেন না। না খেয়ে আধাপেট খেয়ে আছেন এরকম গ্রামের দরিদ্র জনগোষ্ঠী। কিন্তু এতো হয়তো তাদেরই ব্যর্থতা । লজ্জায় কাউকে না খেয়ে থাকার কথা কি বলা যায়? (দৈনিক প্রথম আলো: ৩ এপ্রিল ০৮)
চাপা কষ্ট নিয়ে গোঙাচ্ছে বাংলাদেশ। ন্যায্যমূল্যের দোকানের সামনে মানুষের সারি দীর্ঘ হচ্ছে এসব ছবি পত্রিকায় দেখে শহুরে মধ্যবিত্তরা মাপছে দেয়ালের সাথে পিঠের দূরত্ব। কিন্তু বস্তুত: পত্রিকা বা টিভি-রেডিওর কণ্ঠও নিয়ন্ত্রিত; মালিকেরা জেলে দুর্নীতির দায়ে, কর্মচারিদের বেতন বন্ধ বা টানাটানিতে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ করতে গেলে চাকরি খোয়ানো, ক্রসফায়ারের ভয়, কত কি। সুতরাং তারা চুপ। চুপ আমাদের বুদ্ধিজীবী বা সুশীল সমাজপতিরাও।
আকবর আলী খান, প্রাক্তন মন্ত্রী পরিষদ সচিব তিনি সরকারকে হুশিঁয়ার করে দিচ্ছেন যে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। অন্যদিকে আরেক প্রাক্তন সচিব, সরকারের উপদেষ্টা, এম শওকত আলী বলছেন নীরব দুর্ভিক্ষ নয় দেশে চলছে লুকানো ক্ষুধা। কারা দেশ চালাচ্ছে, কী কৌশলে চালাচ্ছে তা বুঝার জন্য সংজ্ঞা নিয়ে এই বিতর্কই যথেষ্ট।
তবু যদি দেশের বর্তমান শাসকদের জনদরদী কার্যকলাপ স্পষ্ট করে বুঝতে অসুবিধা হয় তবে পড়ুন নেপথ্যে থাকা সেনাপ্রধানের বক্তব্য। তিনি বলেছেন, ‘আল্লাহ আমাদের পরীক্ষা করছেন’। হায় সেনাপ্রধান আপনি যদি ভাবতে পারতেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা নয় পরিত্যাগ করেছেন তবে দেশ বুক ভরে শ্বাস নিতে পারতো।
সেনাপ্রধানের বক্তব্যে আরেক সেনানায়কের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়, ‘আল্লাহ্ র মাল আল্লাহয় নিয়ে গেছে’। দুর্ভিক্ষে যদি পরিস্থিতি আরো খারাপের দিকে গড়ায় তখন আমরা হয়তো এই কথা আবার শোনার দুর্ভাগ্যও অর্জন করবো।
দুর্ভিক্ষ ও দারিদ্রের দেশে নিয়তি-নির্ভর মানুষের কাছে আল্লাহর দোহাই কাজে আসে- এসব বোধহয় আজকাল হার্ভার্ডেও পড়ায়। কিন্তু বেপারীর পিঠে বন্দুক ঠেকিয়ে আর সেনা দিয়ে ন্যায্যামূল্যের দোকান খুলে দেশের ব্যবসা-বাণিজ্য চালানো যায় না এসব এখন মাদ্রাসা-মক্তবের ছাত্ররাও জানে। অথচ পত্রিকা খুললেই দেখি এসব হাঁটু-বুদ্ধির চর্চা চলছে দেশের আনাচে-কানাচে।
‘জরুরি অবস্থা’র নামে এই হঠকারি ব্যবস্থা থেকে দয়া করে দেশকে মুক্তি দিন শ্রদ্ধেয় ওয়ান-ইলেভেনের নায়করা। একটু জনগণের দিকে তাকান। তাদের ফিসফিসানি আর গুঞ্জনগুলো শোনার চেষ্টা করুন। তাদের দু:খ-কষ্টেই লাঘব করাটা আপনাদের কাজ নয়। সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে হার্ভার্ডের ফর্মুলা – আর ধর্মের দোহাইয়ের নতুন কোনো মিক্সচার বানানোর কষ্ট করতে হবে না।
আপাতত: কাঁধ থেকে নেমে যান। তাতেই অপুষ্ট লোকগুলো, দম বন্ধ হয়ে আসা দেশটা স্বস্তি পাবে।
মন্তব্য
আল্লাহ আল্লাহ করেন ।
আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই বেশি পরীক্ষা করেন ।
দূর্নীতি আর সন্ত্রাস রোধ করে আমরা এখন আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আছি ।
নইলে সময়মতো চাল কেনার কথা ভুলে যাই কী করে ?
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
চাল কেনা নিয়ে খুব বেশি ভাবনা-চিন্তা করার কিছু হয়তো তারা পান নাই। কারণ রেজেকের মালিকও আল্লাহ।
তবে আল্লাহ শাসককে কী বলছেন সে কথা যদি শাসকই শুনতে পায় তাহলে তো গন্ডগোল।
আল্লাহ জনগণকে কী বলছেন সে কথা জনগণের বলার সুযোগ করে দিতে তো হবে।
নির্বাচন দিলেই বুঝা যাবে আল্লাহ জনগণকে কী বলেছেন।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
কেনো যে এতো 'ভাত, ভাত' করে শালার ভেতো বাঙালি!
জেনারেলের ফরমান অনুযায়ী, আল্লাহ - তায়লা আমাদের পরীক্ষা করছেন। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাঙালিরা কেনো যে আলু খায় না! পৃথিবীর অনেক উন্নত দেশে তো গোলালুই প্রধান খাদ্য। যত্তোসব, ব্লাডি সিভিলিয়ান!...
খবরের লিঙ্ক ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব ধন্যবাদ লিংকটার জন্য।
কিন্তু এই সংবাদটাতে সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়েই কারা শিরোনাম করেছিলো, খুজে পাচ্ছি না। বিডিনিউজ২৪ ও হতে পারে।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আপনাকেও বিষয়টি আলোকপাত করার জন্য অনেক ধন্যবাদ।
জেনারেলের উদ্ধৃতি দিয়ে ওই সংবাদ প্রকাশ করেছিলো দৈনিক সমকাল।
খবরের লিঙ্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খবরটির লিঙ্ক ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আবারও কৃতজ্ঞতা। লিংকটা মূল লেখায় জুড়ে দিলাম।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আল্লাহমিয়া শুধু গরীবদেরকেই পরীক্ষা করার সাহস পায়, ধনীদের, জেনারেলদের একেবারেই নয়। ব্যাটা কাপুরুষ একটা!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
যা বললেন তীরন্দাজ!!!
গরীবরা তো শুধু আল্লাহকে ডাকে।
আর ক্ষমতাবানরা আল্লাহমিয়াকে ভাষা দেয়।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লাভ হবেনা পুতুপুতু
গল্প-ছড়া গুচ্ছ দিয়ে..
বাঁশ ঢ়ুকানোর প্রস্তুতি নিই
ওই শালাদের পুচ্ছ দিয়ে !
জনৈক "বেক্কল ছড়াকার"
ঠিক তাই।
কিন্তু সব বাঁশ কি ওদের জিম্মায়?
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালুহু...
ভালো কথা, জাল্লে জালালুহু মানে কী, কেউ কি জানেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পড়ে একাত্তর পূর্ববর্তী আয়ুব ধরনের মন্তব্য মনে হচ্ছে। সেনানায়কের চরিত্রের কোনো পরিবর্তন নেই ... লোকই খালি পরিবর্তিত হয়ে চলে।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
আপনার মন্তব্য পড়ে একটা রুশ কৌতুক মনে পড়লো।
- চিরন্তন প্রেম কি সম্ভব?
- সম্ভব। শুধু বদল হয় প্রেমিকেরা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দিগন্তের মন্তব্যটা খুব খাঁটি।
বাংলাদেশের সেনানায়কদের আচার-আচরণে এখন্ও পশ্চিম-পাকিস্তানী সেনাশাসকদের ছায়া দেখতে পা্ওয়া যায়।
তিন পাশ ঘিরে আছে যে ভারত সেই দেশের সেনাচরিত্রে তারা কেন আবেশিত হয় না। তাহলে আমরা্ও দীর্ঘস্থায়ী গণতন্ত্র পেতাম।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নিরন্নের ধর্মপদী ।
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমরা ''তদারকি '' দের অধীনে আছি কি না !!!!!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন