অন্তত: এই উদাহরণটা আমরা সবাই জানি। বাঘিনী ও বাঘের বাচ্চা। (এ ধরনের উদাহরণ দেয়াটা আমার 'ব্যাক টু নেচার' তত্ত্বের অংশ)। অর্থাত্ আমরা এরকম একটা কথা ছোটবেলা থেকে জানি যে বাচ্চা হওয়ার পর বাঘিনী বাঘকেও বাচ্চাদের কাছে ঘেঁষতে দেয় না। বাঘ কবে নিজের বাচ্চা নিজে খেয়েছিল আমি জানি না। তবে সন্তান রক্ষায় মায়ের এরকম হিংস্রতা প্রকাশ ভীষণ প্রাকৃতিক।
বাঘিনী ও বাঘের বাচ্চা আমাদের না দেখারই কথা। মুরগি ও মুরগির বাচ্চা দেখলেও বিষয়টা বুঝা যায়। নিরীহ মুরগি তা দিয়ে ডিম ফুটানোর পর কেমন হিংস্র হয়ে যায়- এটা হয়তো অনেকের দেখা। তেড়ে তেড়ে আসে।
মানুষের ক্ষেত্রেও এটা ঘটে। প্রসবের পর অনেক মায়ের মধ্যে এটা প্রকট হয়ে দেখা দেয়। তারা বাচ্চা কোল থেকেই নামাতে চায় না। অন্যের কোলে দিতে চায় না। অনেক মা সারারাত ঘুমাতে পারে না। একধরনের ক্রুদ্ধতা ও অন্যের প্রতি অবিশ্বাসও দেখা যায় তাদের মাঝে তখন। প্রসবকালীন সময়ে হরমোনের প্রবাহে বিশাল রদবদল হয়। গর্ভবতীর দেহে ও মনে তার ভিন্ন একটা প্রভাব পড়ে। সৃষ্টি হয় এরকম প্রসূতি সিনড্রোমের। ডাক্তাররা তখন ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়াতে চেষ্টা করেন মায়েদের।
অনেক দীর্ঘ সময়ের প্রচন্ড পরিশ্রমের ফসল এই সচলায়তন। পুরো সাইটটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে অরূপ ও এসএম৩কে। সন্তান রক্ষার আকুতিও তাদের তীব্র। তাদের নজর কড়া। পরিবারের সদস্য, বাবা-পুত্র-কন্যা কারো প্রতি ১০০ ভাগ আস্থা আনতে পারছেন না। এখনও কোলে নিয়ে নির্ঘুম রাত যাচ্ছে তাদের। সুমন রহমান, অলৌকিক হাসান ও জিকোর ক্ষেত্রে অন্তত: দেখা গেছে তাদের বিরক্তি ও রুষ্টতা। প্রসূতি সিনড্রোম। অরূপের হরমোনে মনে হয় বেশি উলট পালট হয়েছে। সে ক্রুদ্ধও হচ্ছে দ্রুত ও সহসা। প্রত্যেকের প্রতিটা মন্তব্য ও গতি-প্রকৃতি খেয়াল করছে নিবিড়ভাবে। যেমন মা মনে রাখে কে তার সন্তানকে দেখে ট্যারা বললো, কালো বললো, শুকনা বললো- সব কথা।
এই সমস্যা থেকে বাঁচতে সমাধান একটাই। ছুটি। প্রসূতি ছুটি। প্রসূতি ছুটি দরকার নির্মাতাদের। এসএম৩ মাত্র ঘুরে এসেছে। অরূপকে ইন্টারনেট নাই এমন দ্বীপে পাঠানো দরকার অন্তত: তিনদিনের জন্য। মাশীদ ট্যুর এ্যারেঞ্জ করতে পারে। আরখরচ বহন করতে পারে সচলরা । সবার চাঁদায় সাগর জলে ডুব দিয়ে শান্ত হয়ে আসুক অরূপ।
(কে কে একমত? কে কে চাঁদা দিতে রাজি? ভুক্তভোগী তিনজনের জন্য চাঁদা মাস্ট।)
মন্তব্য
ব্যতিক্রমী আইডিয়া, তবে মন্দ না।
ভালো লাগছে লেখাটা। প্রথমে বুঝতেই পারি নাই কই নিয়ে যাচ্ছেন! মামণিদের একটু রেস্ট নেয়া আসলেই দরকার।
-----------------------
এই বেশ ভাল আছি
ঠিকাছে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হা হা হা... দারুণ আইডিয়া শোমচৌ। আপনার ডায়াগনোসিস-এর সাথে একমত হবার যথেষ্ট প্ররোচনা আছে আমার। ব্যক্তিগতভাবে আমি আরেকটা প্রস্তাব করেছিলাম অরূপ সমীপে। আগস্ট-এর প্রথম হপ্তায় কুয়ালা লামপুর যাচ্ছি। ঐ সময় অরূপকে এক কাপ চায়ের উছিলায় একবার দর্শন দিতে চাইছিলাম। উদ্দেশ্য, যাতে আমাকে দেখে তিনি বুঝে নেন যে এরকম সাদাসিধা আদমীর পক্ষে কারো স্বপ্নের বাগানে হামলা করা নিতান্ত অসম্ভব। কিন্তু তার তরফে দীর্ঘ নীরবতায় আমার এই বেহায়াগোছের দাওয়াতপ্রার্থনা তামাদি হয়ে গেল। কী আর করা!
নতুন প্রস্তাবে রাজি।
কুয়ালালুমপুরের চা সুবিধার না।
মার্গারিটায় আপত্তি না থাকলে ভালো হয়
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
অনাপত্তি ঘোষিত হৈল।
আমি আছি। কত টাকা চান্দা?
অফটপিক :
বেটারে এখবার লাউয়াছড়া পাটাইলে কিলাঅয় বড়বাই? আর না ওইলে আলুরতল? দেখাশোনার ফুরা দায়িত্ব আমার। বেলফই আর খালাবাইয়াইনতে যতউ ডান্ডাউক আলবাবর সব তাকত খাইত ফারছেনা। ইলা এখ অরূপরে সামলানি কোন বেফারউ নায়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সামহয়ারে খবর বের হইছে লাউয়াছড়ায় নাকি দুইটা ব্যাঘ্র অবমুক্ত করা হৈছে । সাবধান কৈলাম ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
চামেকি আপনে বল্লেন, আলবাবের উপর ভরসা নাই?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বাঘ লয়,উদবিড়াল। মিয়াবাই হুদাই ডড় দেহাইছে
-----------------------
এই বেশ ভাল আছি
আগেই বলছিলাম লেখালেখির ঘরে কী পান করেছেন নামে একটা বাক্সের সুবিধা দিতে হবে।
অরূপের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে চায়ের বদলে সে মার্গারিটা চালাচ্ছে।
এখন সুমন রহমানও যদি দীক্ষিত হয়ে আসেন তখন দেখা যাবে পার্শ্ব-প্রতিক্রিয়াটা পানের কিনা?
নজমুল, লাউয়াছড়ায় পাঠাইতে পারলে তো খুব ভালো হয়। কিছু চা-পাতাও পাঠানো যাইতো কুল্লামপুর।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
কিছু মানুষ আছে বন্ধ্যা, তারা সন্তান জন্ম দিতে পারে না তাই অন্যের সন্তান দেখলে লোভ হয়, একটু ধরে আদর করতে ইচ্ছে করে। তাই বলে যারা সচলায়তনকে সচল করতে ভূমিকা রাখতে পারিনি তাদের লজ্জ্বা দিয়ে কি লাভ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি একমত চান্দা দিতে। এখন paypal নাকি bank account এ পাঠামুÞ
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
লাগে টাকা ভাগে দেবো,
না লাগে একাই দেবো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এ কী হচ্ছে এখানে? আর্থিক লাভ দেখলে আমিও কিন্তু দুইটা কথা বলতে চাই ... !
হাঁটুপানির জলদস্যু
মাশীদের অপেক্ষা করছি।
মাশীদ যখন জানাবে তিনদিনের প্যাকেজে কত খরচ তখনই টাকা সংগ্রহ করা হবে। এর বিনিময়ে আমরা অবশ্য ছবি ও ভিডিও সহ ভ্রমণ কাহিনী পাবো।
মাশীদ কই?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমি প্রথমেই এই পোস্টের ঘোর প্রতিবাদ জানাচ্ছি। সাময়িক ছুটি নিলেই মা অমা হয়ে যায় না। কোন দ্বীপে তিন দিনের জন্য গেলেই মা ভুলে যাবে না কে তার সন্তানকে ট্যারা, কালো, শুকনা (এইটা কোথ্থেকে আসল? শুকনা হওয়া তো বেশ ভাল! আমাকে এখন কেউ শুকনা বললে আমার মা আনন্দে নাচবে।) বলেছিল। আর এই বিশেষত্বের জন্যই সে মা, অন্যদের থেকে ভিন্ন।
এই সমস্যা থেকে বাঁচতে সমাধান একটাই।
মা-এর সাথেই যখন তুলনা দিলেন, তবে মায়ের মাতৃত্বকে কেন সমস্যা বলছেন?
তবে আপনাদের খরচে ছুটিতে যেতে এই বেকার আমি অতি আগ্রহী। বাসায় থাকতে থাকতে আমার এই ল্যাপটপের সামনের চেয়ারে শিকড় গজিয়ে যাচ্ছে। রেডাং আইল্যান্ডে যাব ভাবছিলাম বেশ কিছুদিন ধরে। জটিল জায়গা। সঠিক খরচ জানিনা, তবে ১০০০ ইউ এস ডলারে আমাদের দু'জনের খরচ উঠে যাবে মনে হয়। এর কম হলে ছবি আর ভ্রমণ কাহিনীর কোয়ালিটি ensure করতে পারব না।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
শমচৌদা, অসাধারণ লেখা!!!
পরকালে,সচল মায়েরা আমাদের আশীর্বাদে সরাসরি হুরপরীদের কোলে গিয়ে পড়বে। ইহকালে তার নিদর্শন দেখা যাচ্ছে। হিমুকে কোন এক বাঘিনী মিসকল দিচ্ছে! মা.মু ইতিমধ্যেই টুশী ভাবীর অজ্ঞাতসারে জনৈকা প্রিয়াংকা কতৃক আক্রান্ত হয়েছে। অরূপ- মাশীদ ও মোসাদ চক্র হতে মুক্ত হবার সুযোগ পেলেই ঐশ্বরিয়া কিংবা রানী মুখার্জি কতৃক আক্রান্ত হবে। এ আর কিছূই না, জাঝা।
কি মাঝি? ডরাইলা?
আশা করি দ্রোহীর কপালেও তেমন জাঝা জুটুক যে এসেই জিজ্ঞেস করবে, কি মাঝি, ডরাইলা?
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
নাহ্, কিছু সামহোয়ারিও ফতোয়া না দিলেই নয়!
-----------------------
এই বেশ ভাল আছি
মাঝি সত্যিই ডরাইছে। ঝাড়ুর বাড়ি হতে মুক্ত থাকাই উত্তম কাজ। আমার জাঝার দরকার নাই। আমি আমার ভাগেরটাও অরূপকে দিয়ে দিলাম।
ন্যান, এবার ঠ্যালা সামলান।
কি মাঝি? ডরাইলা?
তাহলে আর কোন পথ খোলা থাকল না।
অরূপের ভাগের আগের জন তোমার ঘাটের দিকে নৌকা বাওয়া শুরু করল।
বড্ড ভুল করলা রে মাঝি, বড্ড ভুল করলা!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আয়, হায়!
ইদিকে এত্তো কতা কেরা কেরা কইলো!
যাউগ্গা। মাশীদের বাজেট দেখতাছি বড় টান টান।
সচলায়তনে মানুষ ১০০ জনের উপরে। ১০০০ ডলার ব্যাপার না।
সবার উপরে ১০ ডলার চান্দা ধার্য করা হইল।
এই চান্দা যারা দিতে কার্পণ্য করতে চান না তারা আওয়াজ দ্যান।
চান্দা দেয়ার পর দুদকে গিয়া উল্টা পাল্টা কথা বলা যাবে না।
১০ ডলার মানে দুইটা ম্যাক। আওয়াজ দ্যান।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আগেই জানিয়েছিলাম টাকা লাগলে ভাগে দেবো। না লাগলে আমার একারই সামর্থ্য ছিলো!
কোথায় কীভাবে পাঠাবো?
চাঁদা না দিয়ে তো আর চাঁদাবাজির মামলা করা যায় না। সুতরাং মামলার জন্যে তৈরি থাকবেন শোমচৌ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
স্টুডেন্টদের জন্য হাফ ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
চাদায় রাজি। বার্লিনে আসলে প্রসুতিদের জন্যে (পরিবারসহ) বেড-ব্রেকফাস্ট ফ্রি। শোফার হইতেও আপত্তি নাই।
××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
চাঁদা দিতে রাজী আছি, তবে অলৌকিক হাসান ভুল করেছে। যারা বিয়ে করেছে তারা হাফ দিবে।
কি মাঝি? ডরাইলা?
খাইছে আমারে!! কপিলা মার্কা কথা-বার্তা। ডরাইছি!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন