কী আছে ব্ল্যাকপুলে?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ১৮/০৯/২০০৮ - ৫:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্ল্যাকপুল

অনভ্যাসে হাতের আঙুল ও কি-বোর্ড দুটোতেই মরিচা। আন্তর্জাতিক বাজারে যদিও তেলের দাম কমছে সেসব দিয়ে আমি উদ্ধার পাবো কিনা সন্দেহ। আপাতত: তাই কিছু স্টিল ছবির স্লাইড দিয়ে নতুন করে খাতা খুলি।

গিয়েছিলাম ব্ল্যাকপুলে। ইউকে'র ভীষণ জনপ্রিয় এক স্বাস্থ্যনিবাস। সমুদ্রসৈকত ঘেষেঁ টানা এক বিরাট সড়ক। তাতে তিন তিনটা পিয়ার। নর্থ, সাউথ আর সেন্ট্রাল। মাঝামাঝিতে বিরাট এক লোহার টাওয়ার।

স্টেশন থেকে বের হয়েই রজার-কে জিজ্ঞেস করেছিলাম ব্ল্যাকপুল কি কারণে এত বিখ্যাত। সে জানিয়েছিল, এই টাওয়ার আর রাত্রিকালীন আলোকসজ্জার জন্য। শুনেই মেজাজটা খিঁচড়ে গেল। শুধু এই কারণে?

প্লেজার বিচ নামের যে স্টেশনটার কাছে আমার হোটেল ছিল সেখানে ঘুরে-ফিরে বুঝলাম প্লেজার বলতে বুঝায় উঁচু এক রোলার কোস্টারে চড়ার আহ্বান।

সৈকত বলতে কিছু নেই। সৈকতে বিরাট বাঁধ দেওয়া হয়েছে। প্রশস্ত সেই বাঁধে নিশ্চিন্তে হাঁটাহাঁটি করা যায়, এই যা।

শহরজুড়ে শুধু পেনশনার, সিনিয়র সিটিজেনদের ভিড়। তারুণ্য আশ্চর্যজনকভাবে উধাও। সন্ধ্যা হলে কিছু শুণ্যে ঝুলানো প্লাস্টিকের পুতুলের ভেতর বৈদ্যুতিক বাতি জ্বেলে দেয়া হয়। এর নাম ইলুমিনেশন। ব্যস, হয়ে গেল বিখ্যাত ব্ল্যাকপুল।

কিছু ছবি দিয়ে উইন্ডোজ মুভি মেকারে একটা স্লাইড বানালাম। স্থিরচিত্রে গতি দেয়া আর কি। আরো কিছু ছবি আছে ক্যামেরায়। এখনও ল্যাপটপে স্থানান্তর হয়নি। সেগুলো আশা করছি পরের দফায় পেশ করবো।

সশরীরে গিয়ে ধোঁকা খাওয়ার আগেই যারা বুঝে নিতে চান তারা নীচের লিংকে খোঁচা দেন।

ফটোস্লাইড: ব্ল্যাকপুলে এক বিকালে


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

কিছুই নাই দেখা যাইতেসে... তয় আপনার শইলটা ভালা?

তানভীর এর ছবি

ব্ল্যাকপুলে কখনো যাই নি, তবু মনে হয় খুব চেনা। সমরেশের একটা অসাধারণ গোয়েন্দা উপন্যাস আছে ব্ল্যাকপুলকে ঘিরে- 'জুতোয় রক্তের দাগ'
জুতোয় রক্তের দাগ

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

সবজান্তা এর ছবি

সমরেশের গোয়েন্দা গল্প , তার মানে কি অর্জুনের ?

কবেকার বই এটা, পড়েছি বলে তো মনে পড়ছে না মন খারাপ


অলমিতি বিস্তারেণ

তানভীর এর ছবি

হ্যাঁ, অর্জুনের। কবেকার? তা ২০-২২ বছর আগের তো হবেই। আমি প্রথম পড়েছিলাম আনন্দমেলা পূজাবার্ষিকী সংখ্যায়। পরে বই হিসেবে বাজারে বের হয়েছিল।

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

সবজান্তা এর ছবি

বিশ-বাইশ !

নাহ, আমার পূজা সংখ্যা পড়ার দৌড় চৌদ্দ-পনের বছরের। তবে বইটার নাম পরিচিত লাগছিলো, তাই জিজ্ঞেস করলাম। হয়তো বই হিসেবেই পড়েছি, তবে মনে করতে পারছি না।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বহুদিন পর আপনার লেখা... নতুন খাতাটা চালু থাকলেই হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

কংক্রিটের ইট কাঠামোই দেখলাম শুধু। কোনো স্বল্পবসনা বিদেশী মাইয়ার ছবি নাইক্কা। গল্পের কাহিনীতে না আসলে কাটপিস হিসেবেো তো আসতে পারতো। আমার আবার কিঞ্চিত কাটপিস দেখার রোগ আছে কী'না!

সবজান্তা এর ছবি

আহ-হা, হতাশ হয়েন না বিগ সি। আমার ধারণা আপনার অতি প্রত্যাশার কারণেই দুঃখটা বেশি লেগেছে। যদি এত উচ্চাশা নিয়ে না যেতেন, হয়তো এটাই এত মন্দ লাগতো না ( ভালো কথা, আমি কিন্তু জিন্দেগীতে ইংল্যান্ডের ছায়াও মাড়াইনাই)।

অনেকদিন পর আপনার লেখা পড়লাম। আশা করি নিয়মিত থাকবেন।


অলমিতি বিস্তারেণ

শামীম এর ছবি

রোলার কোস্টার দেখে ডরাইছি। রৌদ্রজ্জ্বল দিনে ওখানে মানুষ গিজগিজ করলে দেখে ভাল লাগতো হয়তো।

ভিডিওর সিম্ফনিটা ভাল লেগেছে চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

পলাশ দত্ত এর ছবি

কিছু দেখতে পাচ্ছি না। কোন্ সফটওয়্যার ডাউনলোড করতে হবে বলবেন কেউ?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

পলাশ দত্ত এর ছবি

ধন্যবাদ।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সুমন চৌধুরী এর ছবি

জায়গাটা ভালো। বুড়া হওয়ার আগেই একবার ঢু মারতে হইবো। কিন্তু আপনে এইরকম পোলভোল্ট দিয়া দুইমাসে একটা কইরা পোস্টাইলে কেমনে কী?



অজ্ঞাতবাস

জ্বিনের বাদশা এর ছবি

শুনেছিলাম সবচেয়ে খানদানী বলরুম ডান্স প্রতিযোগিতা হয় ব্ল্যাকপুলে ...শ্যাল উই ডান্স ছবিটাতে দেখেছিলাম
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রানা মেহের এর ছবি

ব্ল্যাকপুল ডান্স ফেস্টিভ্যাল
আসলেই একটা দেখার মতো জিনিস।
(সরাসরি দেখিনি যদিও)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

বহুবার এই ধোকা খেয়েছি। ক্যাসেল দেখার ধোকাতো আছেই। তারউপর মিলানের লেক কোমো, ফ্লোরেন্সে নিয়া পাহাড়ের উপড়ে তুলে দিয়ে বলে বসে বসে মাইকেল এ্যঞ্জোলোর মূর্তি দেখ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- আপনি আগে আমাকে বলেন স্বাস্থ্যনিবাসে কারা যায়?
বার্ধক্যজনিত কারণে বয়স্ক আই মীন অসুস্থ লোকেরাই তো! তাহলে সেখানে গিয়ে তারুণ্যকে নির্বাসনে খুঁজে পাবেন এটাই তো স্বাভাবিক। হাসি

তারপরেও স্লাইডখানা মনে ধরেছে। বিলেত কেবল চোখেই দেখি, চেখে দেখার সুযোগ মনে হচ্ছে দূর অস্ত এখনোব্দি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।