• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দু'গুণা শৈশব-১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
আগে মেয়েরা যখন শরীর ঘেঁসে দাঁড়াতো টি-শার্টে রেখে যেত লিপস্টিকের রং
এখন মেয়েরা বুকে ঝাঁপায়, নিদ্রা যায় কোলে, জামায় লেগে থাকে দুধের দাগ!!

শ্রেয়া ও শ্রেষ্ঠা

২.
শ্রেয়া ও শ্রেষ্ঠার দুনিয়ার আলো-হাওয়ায় আসার পাঁচ মাস হতে যাচ্ছে আগামীকাল ১২ তারিখ। এই জমজ নন্দিনীদের জন্মের সম্পূর্ণ কাহিনীই সচলায়তনে লিখে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু শিশুরা রুটিন মেপে সময় দেয় না। সুতরাং পাঁচ মাস পরে শুরু করলাম এই দুগুণা শৈশব। কতটা নিয়মিত লিখতে পারবো তা অবশ্যই মেয়েদের মেজাজ-মর্জির ওপর নির্ভরশীল।

৩.
যারা খোঁজখবর নিতে ফোন করে বা বাসায় আসে তারা সবাই জানে এই বাসায় এখন নতুন এক জোড়া শিশু বাস করে। কিন্তু কেউ খেয়াল করে না তাদের পিতামাতার জোড়াটাও নতুন। আমরা তো আগে কখনও সন্তানের মা-বাবা হইনি। সন্তান হয়ে জন্মানোর চেয়ে সন্তানের মা-বাবা হয়ে জীবন টিকেয়ে রাখাটা অনেক বেশি ধৈর্যের কাজ। এটা তারা অবশ্যই মানবেন যারা জীবনে ততদূর গেছেন।

কোলে ধরা শৈশব
৪.
প্রায় সাড়ে তিনবছর বয়স পর্যন্ত শিশুদের জীবনে কী ঘটে তা বড় হয়ে তারা আর মনে করতে পারে না। মানুষ হিসেবে আমার সর্বপ্রথম স্মৃতিটাও ঐ সময়ের। জীবন থেকে বিস্মৃত হয়ে যাওয়া এই সাড়ে তিনবছর আমাকে ফিরিয়ে দিয়েছে শ্রেয়া-শ্রেষ্ঠা। আমার কোলে এদের কেউ যখন ঘুমিয়ে থাকে তখন তাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় আমিই ঘুমাচ্ছি। এ যেন শৈশব নিজেই ফিরে এসেছে আমার কাছে। যে শিশুকাল আমার স্মৃতিতে নাই তাকে দেখবার উপভোগ করার জন্য যেন এ এক দ্বিতীয় শৈশব জীবন। সৌভাগ্য আমার বা আমাদের, আমরা একসাথে পাচ্ছি দ্বিগুণ স্মৃতিসুখ।


মন্তব্য

ফারুক ওয়াসিফ এর ছবি

অভিনন্দন হে পিতা, অভিনন্দন গরবিনী মা-কেও।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

স্নিগ্ধা এর ছবি

ইউনিভার্সিটিতে পড়ার সময়, অর্থাৎ যখন আমি আরও আহাম্মক ছিলাম, হটাৎ আমার যমজ মেয়ের খুব একটা শখ গজিয়েছিলো! এখন একটা নিয়েই মোটামুটি ত্রাহি ত্রাহি অবস্থা :D

এখন বরং অন্যের যমজ মেয়ে দেখলে বেশী ভালো লাগে!

শ্রেয়া, শ্রেষ্ঠা ভালো থাকুক, সুন্দর একটা শৈশব কাটাক ......... :)

অতিথি লেখক এর ছবি

বাচ্চা দুটো দেখে কিছু না লিখে থাকতে পারলাম না .......
অতিব সুন্দর এক জোড়া রত্ন পেয়েছেন আপনি,তার থেকেও বড় কথা হল যে শিশু দুটি

ভাগ্যবান আপনার মত বাবা পেয়ে...কথাটা বললাম একারণে যে মা দ্রুতই মা হন কিন্তু

বাবা কি সবাই এত দ্রুত হয়ে উঠতে পারে সবাই... তবে সেটা আপনি পেরেছেন যা

আপনার ছবিতে স্পষ্ট..........
আপনার পরিবারের সুন্দর ভবিষ্যত কামনা করছি.........

(জয়িতা)

মুশফিকা মুমু এর ছবি

বাহ! খুব কিউট দুই প্রিন্সেস আপনাদের :) অনেক আদর রইল!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

আগে মেয়েরা যখন শরীর ঘেঁসে দাঁড়াতো টি-শার্টে রেখে যেত লিপস্টিকের রং
...

:(

...
এখন মেয়েরা বুকে ঝাঁপায়, নিদ্রা যায় কোলে, জামায় লেগে থাকে দুধের দাগ!!

:)
---
অভিনন্দন হের এসএমসি।। :D


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

আগে যখন মেয়েদের লিপস্টিকের দাগ লাগতো সেটা দ্রুত মুছতে চাইতাম
এখন শ্রেয়া আর শ্রেষ্ঠার দুধের দাগ যতক্ষত বুকে থাকে ততক্ষণই গর্ব বোধ হয়।
লিপস্টিক আর দুধের দাগ দুইটাই দেখা যায় মুছে ফেলা যায়, কিংবা ব্লগে পোস্ট দিয়ে আনন্দ শেয়ার করা যায়।
কিন্তু একদিন এই শ্রেয়া আর শ্রেষ্ঠা আপনাদের ছেড়ে যাবে সেদিন ঐ দাগ না পারবেন মুছতে না পারবেন দেখাতে ।
সেই সময়ের জন্য তৈরী হয়ে যান।

আগে মেয়েরা যখন শরীর ঘেঁসে দাঁড়াতো টি-শার্টে রেখে যেত লিপস্টিকের রং

সেই সার্ট গুলোর কোন ছবি ব্লগে দেয়া যায় না ভাইজান ? শ্রেয়া আর শ্রেষ্ঠা নাহয় জমজ বোন সেটা বুঝলাম। কিন্তু লিপস্টিকের রং ছোয়ানো রমণীদের সংখ্যা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন....
--------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

যময বাচ্চা মানেই ভীইইইষন কিউট ব্যাপার।
আপনাকে দ্বিগুন অভিনন্দন ! (হাসি)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পুতুল এর ছবি

এখন মেয়েরা বুকে ঝাঁপায়, নিদ্রা যায় কোলে, জামায় লেগে থাকে দুধের দাগ!!

আমাদের আঁচলের হল তিন মাস ছয় দিন। সার্টে দুধের দাগ নিয়ে এর মধ্যে অনেক বার কাজে যেতে হয়েছে।
কতটা নিয়মিত লিখতে পারবো তা অবশ্যই মেয়েদের মেজাজ-মর্জির ওপর নির্ভরশীল।

খুব ভাল করে টের পাচ্ছি।
মেয়েরা ভাল থাকুক। মা ও বাবা কে অভিনন্দন।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মাশীদ এর ছবি

অভিনন্দন!
শুভ হোক আপনার দ্বিগুণ দ্বিতীয় শৈশব যাপন!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

বজলুর রহমান এর ছবি

অভিনন্দন!

তবে নামকরণে তুলনা থাকায় একটু আপত্তি আছে, যদিও আমার ধারণায় শ্রেয়া ঘোষাল শ্রেষ্ঠা গায়িকা।

তারেক এর ছবি

অভিনন্দন!
আপনার দ্বিতীয় শৈশব আনন্দময় কাটুক। পিচ্চি দুটার জন্য অনেক অনেক আদর :)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

গৌতম এর ছবি

বেশ ক'বছর ধরেই যখন জীবনটা উল্টাপাল্টা লাগে, মনে হয়, একটা-দুটো শিশু থাকলে জীবনটা আনন্দময় হয়ে যেতো... ওরা ছাড়া এই পৃথিবীর কাউকে পাত্তাই দিতাম না...

বিভিন্ন কারণে আমার শিশু দুটো আমার কাছে এখনও আসে নি। তবে ওরা আসবে, আমি সেই আনন্দময় মুহূর্তগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি...

এরই মাঝে যখন শিশুকে নিয়ে কাউকে কথা বলতে দেখি, কাউকে লিখতে দেখি, আমি পরম আগ্রহে তাকাই, বাবা-মায়ের মুখে... আমার আনন্দগুলোকে তাদের চোখেমুখে খেলতে দেখি... আমি পুলকিত হই... এই আনন্দ একদিন আমারও হবে...

পৃথিবীর প্রতিটা বাবামাকে আমার পরমাত্মীয় মনে হয় এখন, পৃথিবীর প্রতিটি শিশুকে মনে হয় আমার একেকটি আত্মা...

শ্রেয়া ও শ্রেষ্ঠাকে অনেক আদর, অনেক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হুম...
বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।
বিয়ের বয়স হইছে, আর কতোভাবে পোলাপাইনগুলা এইভাবে বুঝাইতে থাকবে?
শালিদায়গ্রস্ত দুলাভাইরা দ্যাখে না ক্যান? (খাইছে)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

শ্রেয়া-শ্রেষ্ঠার জন্য অনেক আদর থাকল, আর গর্বিত বাবা-মার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভাল থাকুন। পরিবার নিয়ে আনন্দে থাকুন। সেইসাথে লিখতে থাকুন।

রেনেট এর ছবি

আপনার দ্বিগুন আনন্দে আমরাও দ্বিগুন আনন্দিত! চমতকার এই দুই পরীর জন্য আনেক, আনেক ভালোবাসা।
আভিনন্দন আপনাদের!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এম. এম. আর. জালাল এর ছবি

শ্রেয়া ও শ্রেষ্ঠাকে অনেক আদর, আর গর্বিত বাবা-মার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

অনীক আন্দালিব এর ছবি

অভিনন্দন শোহেইল। শিশুকন্যাদ্বয়ের অমল, সুন্দর ভবিষ্যত কামনা করছি। বড়ো হউক ওরা সুখে, হাসিতে! :)

ধুসর গোধূলি এর ছবি

- অনেক দেরী করে আপনি জানালেন। অভিনন্দন তো শ্রেয়া শ্রেষ্ঠার পৃথিবীর আলোতে পদার্পন করার সময়েই দিয়েছিলাম, এখন আবার দিলাম- অফিসিয়ালি! পরিমানেও দুগুণা। :)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

এনারা তো দেখতে মহা সুন্দরী হয়েছেন! আবারো অভিনন্দন জানাচ্ছি। জমজ কন্যারা আপনাদেরকে সারাজীবন অপার্থিব আনন্দে রাখবে, এইটাই নিয়ম।
কন্যারা সুস্থ থাকুক আর সুন্দর সময় কাটুক আপনাদের এই কামনা করছি।

নাহার মনিকা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এরই মধ্যে পাঁচ মাস হয়ে গেল! সময় দৌড়চ্ছে রীতিমতো।
শ্রেয়া-শ্রেষ্ঠার জন্যে আদর আর তাদের বাব-মা'র জন্যে অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

ইশতিয়াক রউফ এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। প্রতিদিন একটা করে ছবি তুলছেন তো?

অধমেরও খুব শখ যমজের। :P

তুলিরেখা এর ছবি

দুই টুকটুকি ফুটফুটিকে দেখে চমত্‌কার লাগলো। আরো অনেক লেখা দিবেন আর ছবি দিবেন ওদের, কেমন?
খুব ভালো থাকবেন সবাই মিলে।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

লুৎফর রহমান রিটন এর ছবি

টুইন শ্রেয়া আর শ্রেষ্ঠাকে অনেক অনেক আদর। অভিনন্দন সস্ত্রীক শোহেইল মতাহির চৌধুরী (ভাবীর নামটা জানালেন না যে!)। আপনাদের অভিনন্দন জানানো অতিথি লেখক নাহার মনিকার অসাধারণ মিষ্টি দুটি কন্যা আছে। চারণ আর চিত্রণ। টুইন। হেভি কিউট। "কমলায় নিত্য করে থমকিয়া থমকিয়া" গাইতে গাইতে আমাকে ডুয়েল নাচ দেখিয়েছে পিচ্চি দুটি গত বছর। ওদের বাবা রাকিব হাসান একজন খ্যাতিমান পেইন্টার এবং কবি। ওরা মন্ট্রিয়ল থাকে।

সচল পরিবারে ডাবল টুইন! খুশিতে আমি নিজেও এখন "নিত্য" করছি থমকিয়া থমকিয়া।

কন্যাদ্বয়ের বেড়ে ওঠা প্রাণ ভরে উপভোগ করুন শোহেইল(আবারো সস্ত্রীক)।

চোখের সামনে একটি মেয়ের বেড়ে ওঠা--উফ! একজীবনে এই আনন্দের তুলনা হয়না কোনো কিছুর সঙ্গেই। আর আপনি তো অন্য আরেকটি মেয়ে বোনাস পেয়ে বসে আছেন!
আপনাকে ঈর্ষা করি মিয়া.........
শ্রেয়া আর শ্রেষ্ঠা, মাগো তোমরা ভালো থেকো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

শ্রেয়ার বাবা-মা'র জন্যে অভিনন্দন!
শ্রেষ্ঠার বাবা-মা'র জন্যে অভিনন্দন!

শ্রেয়া-শ্রেষ্ঠার বাবা-মা'র জন্যে বিশাল অভিনন্দন!
শ্রেয়া-শ্রেষ্ঠার জন্যে অনেক অনেক আদর!

মুস্তাফিজ এর ছবি

অভিনন্দন!

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

দুই পিচ্চির জন্য অনেক অনেক আদর।

লুৎফুল আরেফীন এর ছবি

আপনার তো সকল সুখ এখন থেকে ৪ গুণ হয়ে যাবে!
অনেক অনেক শুভেচ্ছা নিন!

দুই শিশুর সর্বাঙ্গীন মঙ্গল কামনরা করছি।

আপনার উদ্যোগকেও সাধুবাদ জানাই। আমার ভাগ্নে জন্মানোর পর পর আমি আপনার মতোন এই চিন্তাটাই করেছিলাম। বিদেশে এসে সেটা রক্ষা করা হয় নাই। কিন্তু দূর থেকেও খোঁজখবর যখন নেই, আমার নিজেরই কথা মনে পরে
যায়। :-)
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শ্রেয়া-শ্রেষ্ঠার জন্য অনেক আদর, শুভেচ্ছা...

নজমুল আলবাব এর ছবি

নতুন নতুন বাপ হওয়ার ভাবসাবই আলাদা। আমাদেরও এমন হয়েছিলো। ;)

শুভকামনা থাকলো পিচ্চিদের জন্যে। বাবা-মা কে নাইটগার্ড জীবনে স্বাগতম।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ফারুক ওয়াসিফ থেকে শুরু করে নজমুল আলবাব....সবাইকে অসামান্য কৃতজ্ঞতা।
জালাল ভাই ও লুৎফর রহমান রিটনকে বাড়তি ধন্যবাদ। আমার মেয়েদের জীবন-খাতায় আপনারাও যুক্ত হলেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রানা মেহের এর ছবি

পিচ্চিদুটো তো হেভি কিউট
আপনাদের বিশাল অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পরিবর্তনশীল এর ছবি

আহ। মনটা ভরে গ্যালো।
কবে যে আমার পিচ্চিগুলানরে নিয়া ব্লগ লিখুম! :D
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

ওরে বাপরে ! পিচ্চি দুইটা তো একদম পুরা দেবশিশু !

আপনাদের বিশাল অভিনন্দন !


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।