(চলেন শিখি ফটোগ্রাফি)
যারা ক্যামেরাবাজি জানেন তারা কলম ধরতে বা কি-বোর্ড টিপতে নারাজ। অরূপ কামাল একমাত্র ব্যতিক্রম। তার কল্যাণে আমরা ক্যামেরার কিছু কারিশমা দেখছি সচলে। এস এম মাহবুব মুর্শেদও ক্যামেরাবাজির বয়ান ফরমাচ্ছেন - কিন্তু তার আগ্রহ বোধহয় পেশাজীবিদের বিশেষজ্ঞ করে তোলা। তাহলে আমার মত ম্যাংগো-পাব্লিক, যারা ক্যামেরার বোতাম খিঁচেই নিজের প্রতিভায় মুগ্ধ হয়ে যাই তারা কি আর সামনে আগাতে পারবো না? ইভা রহমানের মত আমাদেরও তো শখ-আহ্লাদ থাকতে পারে? মনের গোপন এরকম বাসনাকে প্রকাশ্যে ভাসানোর আশায় ব্লগানোর এই রাস্তায় নামলাম। সচলায়তন ভরা ক্যামেরাশিল্পীরা থাকতে আমাদের আর ভরসা (?) কই?
ক্যামেরাবাজির বিভিন্ন দিক নিয়ে যেসব পোস্ট হবে সেসব বিষয়ে নিজস্ব অভিজ্ঞতা আর টিপস্ জোগান দেবেন সচলায়তনের দক্ষ ক্যামেরাশিল্পীরা। আমরা যেসব ‘হোম ওয়ার্কের’ হালকা-পাতলা প্রতিযোগিতা করবো তার বিচারও করবেন তারা। বাইরের সাহায্যও আমরা নিচ্ছি। আয়োজনের প্রধান সহায়তায় থাকছে ‘ছবিপাড়া’। ছবির আলোচনায় ছবিপাড়ার সদস্যদের ছবি ব্যবহার করা হবে। ছবিপাড়ার সুপ্রিয় সদস্যরা তাদের মতামত, ও অভিজ্ঞতা থেকে পাওয়া নানা পরামর্শের টুকিটাকি দিয়ে আমাদের ঋদ্ধ করবেন। (ছবিপাড়ার সম্মানিত আগ্রহী সদস্যরা দয়া করে আমার সাথে ইমেইলে যোগাযোগ করুন)।
আন্তর্জাতিক সহায়তাও নিচ্ছি আমরা। প্রখ্যাত একটা ফোটোগ্রাফি ম্যাগাজিনের কোর্সের মাল-মসলাও ব্যবহার হবে এই আয়োজনে। ডিএসএলআর-এর ওপর একটা কোর্স আয়োজন শুরু করেছে ‘প্র্যাকটিক্যাল ফটোগ্রাফি’ নামের বৃটিশ ম্যাগাজিনটি। মূলত: এই কোর্সের অনুপ্রেরণাতেই সচলায়তনে বর্তমান আয়োজন। ম্যাগাজিনটি এই মাসে পঞ্চাশ বছরে পা রাখলো। বৃটিশরা যখন পঞ্চাশ বছর ধরে এদের চালু রেখেছে আমরা আর ক’মাস আস্থায় নিলে সমস্যা হবে না। এদের কোর্সটা ফ্রি। সুতরাং তাদের মাল-মশলা ব্যবহার করলে তারা মাইন্ড খাবে না বলে ধরে নেয়া যায়।
আরেকটা কথা, আমি কিন্তু এই কোর্সের শিক্ষার্থী। (সুতরাং প্রশ্নের জবাব দেয়ার মুরোদ আমার নাই। সেসব দেবেন সচলের বা ছবিপাড়ার ক্যামেরাশিল্পীরা।) জীবনে নানা বিষয়ের কর্মশালায় উঁকিঝুঁকি মারলেও ক্যামেরার ক্লাশে আমি কখনও ঢুকি নাই। টেকনিক্যাল বিষয়ে আমার একটা ভীতি ছিল। কিন্তু ক্রমে ক্রমে দেখছি টেকনিক ছাড়া সবই অচল। তবে যতটা সম্ভব যন্ত্রকৌশল না শিখেই ক্যামেরাবাজিকে কাবু করার চেষ্টা করবো আমরা, আমার মত ভীতুদের আশ্বাস দিচ্ছি।
মূল কোর্স যেহেতু ফ্রি সুতরাং সচলায়তনে এই ক্যামেরাবাজির পাঠচক্রেও কোনো ফি লাগছে না। তবে যারা চার মাসের এই কোর্স করতে ইচ্ছুক তারা প্রথমেই হাজিরা দিয়ে রাখেন। মাঝপথ থেকে কোনো যাত্রী নেয়া হবে না। এই যাত্রা বিরতিহীন।]
কিন্তু কেন?
দুনিয়াজোড়া সস্তায় মেলে অটোম্যাটিক ডিজিটাল ক্যামেরা। টিপলেই ঝকঝকা ছবি। তা’লে এইসব কোর্স করে হইবো টা কী? – এই প্রশ্নের জবাব নিজেরই খুঁজে নিতে হবে। আমার নিজের জবাব টা এইরকম:
ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যে ছবি তোলে সেটা ব্যক্তিনিরপেক্ষ। যেই তুলুক, ছবি একরকম। তাতে শিল্পীর নিজস্ব কারিকুরি ধরা পরে না। সেরকম চোখ ধাঁধাঁনো ছবি তুলতে হলে নিয়ন্ত্রণটা যন্ত্রের হাত থেকে নিজের হাতে নিতে হয়। চমৎকার ছবির কারসাজিটা সেখানেই।
সোজা কথায়, যন্ত্র নিজে ঝকঝকা ছবি তুলে দেবে ঠিকই, কিন্তু নিজের ইচ্ছামতন যেখানে সেখানে আলো বাড়ানো/কমানো, রং বাড়ানো/কমানো ইত্যাকার কারসাজি না করতে পারলে আপনি কিয়ের ফটোগ্রাফার?
অতএব যারা অহেতুক ক্যামেরা কাঁধে ঝুলায়া বিয়াবাড়িতে ফ্লাশবাজি করেন তারা সময় থাকতে লাইনে খাঁড়ায়া পরেন। নাইলে পরে কিন্তু...
কী আছে?
কিছু তাত্ত্বিক আলোচনা থাকবে, তবে কীভাবে ভালো ছবি তোলা যায় সে নিয়ে বিশেষজ্ঞদের বয়ান পাওয়া যাবে।
প্র্যাকটিকাল ফটোগ্রাফির সৌজন্যে কিছু ভিডিও লিংক দেয়া হবে যা থেকে বিভিন্ন জরুরি বিষয়গুলো আমরা শিখবো।
ভালো ছবি কীভাবে চিনতে হয়, মানে সমালোচনা করাটা শিখবো। করবো নিজের ছবির সমালোচনা। বিখ্যাতরা বিশ্লেষণ করে দেখাবেন কেন তাদের তোলা ছবিটা তাদের এত প্রিয়।
থিম ভিত্তিক ছবি তোলার হোমওয়ার্ক থাকবে। এসব নিয়ে পেশাজীবিরা একটু আলোচনা করবেন, পথ দেখাবেন।
প্রশিক্ষণ শেষে যে বা যারা শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে জয়মুকুট পড়বেন তাদের জন্য থাকছে বিশাল সব উৎসাহব্যঞ্জক পুরষ্কার – ক. মালয়েশিয়া বা লন্ডনে ছবি তোলার ছুটি উপলক্ষে থাকা-খাওয়া-ভ্রমণ-ছবি তোলার সহায়তা, খ. প্রকাশায়তন বা শুদ্ধস্বর কর্তৃক প্রকাশিত বইয়ের লেখকদের পোর্ট্রেট বা বইয়ের প্রচ্ছদের ছবি তোলার জন্য এ্যাসাইনমেন্ট। (মানে তারা হয়ে যাওয়ার বিরাট সুযোগ
কী লাগবে?
কড়াকড়ি করে মানলে লাগবে একটা ডিজিটাল এসএলআর ক্যামেরা আর ফটোশপ সফট্ওয়ার।
যারা এখনই একটা ক্যামেরা কিনতে নারাজ তাদের জন্য হাতের কাছে যে ক্যামেরা রয়েছে সেটি এবং পিকাসো-৩ সফট্ওয়ার।
ডিজিটার এসএলআর ক্যামেরাগুলোকে দাম ও ব্যবহারের দিক থেকে তিনভাগে ভাগ করলে সস্তাগুলোর নাম হয় এন্ট্রি লেভেল ক্যামেরা। এ ধরনের ক্যামেরা হাজার ত্রিশেক টাকার মধ্যে পাওয়া যাবে। এরকম ক্যামেরা হচ্ছে ১. নাইকন ডি ৪০, ২. নাইকন ডি ৬০, ৩. ক্যানন ইওএস ১০০০ডি, ৪. সোনি আলফা ২০০, ৫. অলিম্পাস ই-৪২০ ইত্যাদি। স্যামসাং, ক্যাসিও, ফুজি ইত্যাদি কোম্পানিরও এন্ট্রি লেভেল ক্যামেরা আছে। যাদের টাকা বহুত তারা সেমি-প্রো লেভেলের ক্যামেরা কিনতে পারেন। আর যাদের প্রো-লেভেলের ক্যামেরা আছে তাদের এই পোস্ট পড়ার দরকার নাই – আপনারা আমাদের শ্রদ্ধেয় গুরুজন।
তবে ক্যামেরা নিয়ে বেশি খরচা-পাতি করার দরকার নাই। মনে রাখবেন যন্ত্রটা বড় কথা না, যন্ত্রটা ক্যাম্নে চালাবেন, কতটা ভালো চালাইতে পারেন সেইটা বড় কথা।
ক্যামেরা ছাড়া একটা শক্তপোক্ত আর পানির মত ঘাড় ঘুরানো যায় এমন একটা ট্রাইপড থাকা দরকার। রিফ্লেক্টর থাকাটাও জরুরি। এর সাথে যদি ফ্ল্যাশগান থাকে বা কিছু ফিল্টারও আপনার ব্যাগে থাকে তা’লে আপাতত: কোনো অসুবিধা নাই।
যাদের কাছে কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরা আছে তারা দেখেন যে অটো ছাড়াও সেখানে আরো অনেক ফাংশন আছে। বিশেষ করে ম্যানুয়াল ফাংশনে গিয়ে দেখেন এপারচার বা আইএসও বদলানোর সুযোগও সেখানে আছে। ম্যানুয়ালি ফোকাসও করা যায়। আছে এক্সপোজার ব্র্যাকেটিং, মালটিপল ফ্রেম তোলার সুযোগসহ নানা সুবিধা। সবগুলো অপশন নিয়ে খেলা করে দেখুন। নিজেই অবাক হবেন যে যন্ত্রটার কত কিছু। উদাহরণস্বরূপ বলি, আমার নকিয়া-ই৭১ মোবাইলের ক্যামেরায় যত অপশন আছে তা জীবনে না দেইখাই পৃথিবীর বহু বড় বড় ক্যামেরাম্যান মারা গেছেন (অনুমানে কইলাম)। এইমাত্র খোঁচা দিয়া দেখলাম এর মধ্যে আছে এক্সপোজার কমপেনসেশন, ভিউফাইন্ডার গ্রিড, কালার টোনিং, হোয়াইট ব্যালেন্সসহ নানা কারসাজি করার বোতাম। সুতরাং নিজের হাতের লক্ষ্মীরে অবহেলা কইরেন না। একটু নাড়া-চাড়া কইরা দেখেন।
তো শুরু হয়ে যাক:
যন্ত্রপাতি কার কী আছে তার নাম-ধাম দিয়ে কী শিখতে চান এরকম একটা আওয়াজসহ নীচে হাজিরা দিয়ে দেন।
বড়ভাই/বস মানুষ যারা আছেন তারা দয়া করে ই-মেইল দিয়া আমাদের সাথে থাকার আওয়াজ দেন।
আপাতত: নীচের ওয়েলকাম ভিডিওটা দেখা যায় কিনা দেখেন:
মন্তব্য
সবতের আগে লাইনে খাড়াইলাম!!
ও আমারটা Sony Cybershot H5, 7.2 MP, Optical zoom 12X..
হইব কিছু?
যার যা আছে।
আমার অবস্থা খুবই খারাপ। স্যামসাং-এর সবচে সস্তা একখান ক্যামেরা নিয়া আপাতত: খাড়া। দেখা যাক জল কোনদিকে গড়ায়?
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমি সবার আগে লাইনে খাড়াইলাম। সচলে আসছিলামই ফটু তোলার কিছু ভালো লেখা পড়তে পড়তে। সুতরাং লাইনেই থাকবো এ আর আশ্চর্য কী।
খেলুমনা!!! আমার সিরিজ ভাতে মারার জন্য এই ফন্দি। এ্যাঁ এ্যাঁ এ্যাঁ। খেলুমনা কইলাম, খেলুমনা!!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে আপনার জাতের সিরিজের সাথে আমাদের এই পান্তাভাতের তুলনা হয় নাকি। আপনি আছেন আমাদের উপদেষ্টামন্ডলিতে।
আমরা শিক্ষার্থীরা মাঝে মাঝে আপনার সিরিজের লেখাগুলোও হজম করার চেষ্টা করবো।সেভাবে লিংকও দেয়া হবে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমিও লাইনে আছি।
সত্যি কথা বলতে ক্যামেরার টেকিনিক্যাল বিষয় গুলো সম্পর্কে আমি অনেকটাই অজ্ঞ (আপনারা যাই মনে করেন না কেন, কথাটা সত্য)।
...........................
Every Picture Tells a Story
টেকনিক্যালের আমরাও নিকুচি করি।
আমরা শুধু সোন্দর সোন্দর ছবি তুলতে চাই।
টেকনিক বুঝবো ক্যামেরা কোম্পানির ইঞ্জিনিয়াররা।
আপনার অবশ্য লাইনে থাকার সুযোগ নাই।
সচলে আপনিই হলেন ফটো ডিপার্টমেন্টের মাথা। সুতরাং আপনাকে দিতে হবে বিশেষজ্ঞ মন্তব্য আর পরামর্শ।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আপনার অবস্থানও মুস্তাফিজ ভাইয়ের কাতারে।
ছবিপাড়ার সাথে সচলায়তনের এই কোর্সের একটা যোগাযোগ করে দেন।
আমাদের কিছু রিসোর্স পারসন দরকার।
সেইসাথে তাদের কিছু ছবি নিয়ে আমরা প্রশ্ন করবো।
ছবি নিয়ে প্রশ্নের বিষয়টা ফ্লিকারে সেরে নেয়াটাই বুদ্ধির কাজ হবে। সুতরাং ফ্লিকারে সচলায়তন ক্যামেরাবাজি কোর্স নামে একটা গ্রুপ খুলতে হবে। ছবিপাড়ার সাথে এই কোর্সের একটা সংযোগ স্থাপন করতে হবে।
ঐখানে শিক্ষার্থীরা এ্যাসাইনমেন্টের ছবি জমা দেবেন।
আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।জ্ঞান বিতরণ করলে বাড়ে, সুতরাং আপনার এতে কোনো ক্ষতি হবে না আশা করছি।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লাইনে আছি ।
সাম্প্রতিক সময়ে বিগসির পুনরাবির্ভাব দেখে উচ্ছ্বসিত ।
আমি আমার ক্যানন পাওয়ার শট খানা নিয়ে আছি। শিখতে থাকি।
ইশ, "সার্ভিস প্যাক টু" জাতীয় কিছু একটা করে যদি আমার ফিল্ম SLR-টাকে ডিজিটাল করে ফেলা যেতো!
এই অধমও একটু জায়গা চাচ্ছিল
কোন এক কোণে দাড়িয়ে গেলাম
লাইনে দাঁড়ালাম।
যে ক্যামেরা ব্যবহার করি: সনি সাইবারশট ডিএসসি-ডব্লিউ১৫০। ৮.১ মেগা পিক্সেলস, ৫এক্স অপটিক্যাল জুম।
ক্যামেরা ছাড়াই এই লাইনে দাঁড়াবো, ভাবছিলাম। পরে মনে হলো, এ তো পানি-ভর্তি বদনা বা হাগজ ছাড়া টয়লেটে যাবার মতোই নির্বুদ্ধিতা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ক্যামেরা ছাড়া দাঁড়ানোর সুযোগ আছে। আমরা সবাইকে নিচ্ছি।
প্রশিক্ষণ শেষে আপনি হবেন সমালোচক। সেইরকম লোকও দরকার।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিগ সি মানে তাহলে বড় ক্যামেরাবাজ! দেখি আপনার স্কুল থেকে শৈল্পিক কিছু শিখতে পারি কিনা..
...............................
নিসর্গ
আরে না........
যেসব কোর্সে কোর্স-কোঅর্ডিনেটর নিজে অংশ নেয় এটা সেইরকম কোর্স আর আমি সেইরকম কোর্স-কোঅর্ডিনেটর।
আমি শুধু রিসোর্সগুলো আপনাদের কাছে নিয়ে আসছি।
আর সারাজীবন অন্য ছাত্রদের জন্য নোট তৈরি করতে গিয়া নিজে পড়ালেখা করছি। সেই হিসেবে আপনাদের জন্য নোট করতে করতে আমিও শিখবো এই আশায় আছি।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ক্যামেরার গায়ে যা-যা লেখা তা তুলে দিলাম > ফুল এইচবি (এর নিচে লেখা ১০৮০); ৭.২ মেগাপিক্সেল; লেন্সকে ঘিরে যে-গোল্লা তাতে লেখা ২,৮-৫,৮/৫,৩৫-২১,৪ (এগুলোর মানে কী)।
এই ক্যামেরা নিয়ে সাহস করা যাবে?
ফুল এইচবি না ফুল এইচডি হওয়ার কথা।
ক্যামেরার নাম দিলেন না।
তবে অসুবিধা নাই। লেন্সকে ঘিরে যেসব সংখ্যা লেখা সেগুলো এপারচার আর ফোকাল লেন্থ। এ নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কোর্স তো এজন্যই।
তাছাড়া আমরা ছবি তুলবো। সেটা শিল্প। সংখ্যার এসব অশিল্প বাণিজ্য তরিকা নিয়া আমাদের না ভাবলেও চলবে।
বিনাঅস্ত্রে তো আর নামছেন না, সন্ন্যাসীর মত। বুক টান টান কইরা খাড়ান।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লাইনে খাড়াইলাম।
--জুবুথুবু
আমিও আছি! এইরকম একটা উ্দ্যোগের জন্য অনেক ধন্যবাদ।
আমার লুমিক্স FZ-28 নিয়ে যতটুকু পারা যায় চেষ্টা করতে একপায়ে খাড়া। কোর্স শেষে নাহয় একটা এসএলআর...
"Life happens while we are busy planning it"
দ্যাটস্ দ্যা স্পিরিট।
আমারও ইচ্ছা তাই। কোর্স করতে করতে যদি সম্ভব হয়, তাহলে এসএলআর কিনে ফেলবো।
শুভেচ্ছা।
আগ্রহীরা সবাই ইমেইল এ্যাড্রেসসহ যোগাযোগ করুন। নিজেদের ক্যামেরা ডিটেইলস দিতে ভুলবেন না।
shohailmc@gmail.com
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমি আমার দুর্বল, মাঝবয়েসী Olympus FE-160 নিয়া লাইনে দাঁড়াইলাম । অতিথিরা(এবং সচলের পাঠকেরা) নিশ্চয়ই থাকবে এই কোচিংয়ে?
Olympus FE-160 এর তেমন কোন বৈশিষ্ট্য নাই-
aperture: auto / F2.8 - F4.8
lens: 32mm - 96mm
ম্যানুয়ালি কিছুই করা যায় না .... তবুও আছি ...
সরি, ইমেইল অ্যাড্রেস দেয়া হয় নাই । আপনাকে কি ইমেইল করতে হবে? নাকি এখানে অ্যাড্রেস দিয়া গেলেই হবে?
offroad ডট shahan অ্যাট জিমেইল.কম
আমি হইলাম সবচাইতে গরীব নাখান্দা বান্দা !
নকিয়া মোবাইল ক্যাম, মডেল ৬১২০, ২ মেঃ পিঃ । এর বেশি কিচ্ছু জানি না। পিকাসা-৩ সফ্টঅয়ারটা কম্পুতে নামাইছি অরূপ দা'র পোস্টে দেয়া লিংক থেকে। এডোবি ফটোশপ কম্পুতে নিছি, তয় কেমনে চালাইতে হয় জানিনা।
গরীব দেইখ্যা এই অধম নাখান্দারে আবার লাইন থাইকা বাইর কইরা দিয়েন না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আসেন আপনি মোবাইল ফোন আর পিকাসা-৩ নিয়া মাঠে নেমে যান।
যন্ত্র তো আর শেষ কথা না, শিল্প হচ্ছে গন্তব্য।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
রণদা... যন্ত্রের সীমাবদ্ধতা তো আপনি ইয়োগা দিয়ে পুষিয়ে দেবেন। দৃকের সেই ছবি তোলার ছবি আজও চোখে ভাসে আমার। আপনি হবে অ্যাঙ্গেল (মতান্তরে চিপা) বিশেষজ্ঞ।
বলা যায় না, হয়তো কুংফু পান্ডার মত করে "ইয়োগামাস্টার মাস্টারক্লাস" ডাকা হবে কোন কালে।
আমি লাইন এ দাঁড়ালাম। কিন্তু আমার DSLR নাই। আছে Nokia 5610 (3.2MP)। আর ফটোশপ পিসি- তেই আছে।
স্যার,
আমি আপনার একজন নতুন ছাত্র। একটু দেরী হয়ে গ্যালেও বাদ পড়া ক্লাশগুলোর নোটে বেশী বেশী চোখ বুলিয়ে পুষিয়ে নিতো পারবো আশা করি।
আমার ক্যামেরার ডিটেইলস্ নিচে পেশ করা হইলো:
Canon PowerShot SX110 IS
Pixel : 9.0Meg
Zoom : 10x
ISO Speed : 80 ~ 1600
Shutter Speed : 1/8 - 1/2500sec
Aperture f/Number : f/2.8 ~ f/8.0* (W), f/4.3 ~ f/8.0* (T)
*(f/number can be set to f/11 on Auto mode)
এগুলো কিন্তু সব আমার ক্যামেরার স্পেসিফিকেশন শীট থেকে নেয়া। কিছুই বুঝতাম না এসব। মাহবুব মুর্শেদ ভাইয়ের "শিখবা নাকি ক্যামেরাবাজী?: অ্যাপারচার বা আলোকছিদ্র" পড়ে কিছু জ্ঞানার্জন করেছি। সেই আলোকেই উপরের তথ্যগুলোর উপস্থাপন প্রয়োজনীয় মনে হয়েছে।
.... এবার তাহলে লাইনে দাঁড়াই, স্যার???
আমার ই-মেইল এ্যাড্রেসঃ
******************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
******************************************
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************
আমার মেইল অ্যাড্রেসটা দিতে ভুলে গিয়েছিলাম :
shamudrik অ্যাট gmail.com
"Life happens while we are busy planning it"
আমারটা Canon G10, 14.7 MP, Optical zoom 5X..
হইব কিছু? লাইনে খাড়াইলাম।
moshiur@yahoo.com
আপনার এবং এস এম মাহবুব মুর্শেদ ভাই এর ক্যামেরা বিষয়ক পোস্ট গুলো পড়লাম। অনেক ধন্যবাদ এই অসাধারণ পোস্টগুলোর জন্য।অনেক উপকৃত হলাম। কৃতজ্ঞতা জানবেন।
নতুন মন্তব্য করুন