সচলায়তনে থাকুক আলাদা আড্ডাঘর

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ১৫/০৬/২০০৭ - ৫:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
এখানে শুধু ভারী ভারী কথা হবে। আমরা দমবন্ধ করে বসে থাকবো, এ তো হতে পারে না। এখানে ব্রেক ড্যান্স দিয়ে ভাঙা গলায় ভাওয়াইয়া গাওয়ারও সুযোগ থাকতে হবে। তাই আমার প্রস্তাব হচ্ছে সচলায়তনে আলাদা আড্ডাঘর সুবিধা দেয়া হোক। আর সেটা করা হোক মূল সাইটের কোনো সমস্যা না করেই। (এটা সচলায়তনকে কম্পিটিটিভ এ্যাডভানটেজও দেবে।) সচলায়তনের নীড়পাতার কোনো এক কোণায় একটা জানালা থাকতে পারে। সেই জানালার নাম হবে আড্ডা। সেই বোতামে টিপ দিলে অন্য একটা পাতা খুলবে (অথবা হতে পারে সেখানে খোঁচা দিয়ে আমরা চলে গেলাম গুগলে বা এমএসএনে আড্ডা দেয়ার জন্য)। সেখানে অনলাইনে থাকা লোকজন বিষয়ভিত্তিক আড্ডা দেবেন। মূল লেখাগুলোর মন্তব্যগুলো তাহলে আড্ডার রক হয়ে উঠবে না।শুধু আড্ডায় চলেন বলে হাজির হয়ে গেলে হলো। আড্ডায় সিরিয়াস কথা হতে পারে। হালকা কথা হতে পারে। বিষয়ভিত্তিক আড্ডা হতে পারে। সুমনের আড্ডা, অরূপের আড্ডা শিরোনামে আলাদা আলাদা বিষয়ে আড্ডা চলতে পারে। আবার আজকের আড্ডার বিষয় হামাস ও ফাতাহ শিরোনামে দিনের আড্ডা হতে পারে। বিকাল বা জিএমটি ৩-৬ টার আড্ডা হতে পারে। কিন্তু আড্ডা দিতেই হবে। আর রাখতেই হবে আড্ডাঘর। এখন কারা কারা এই প্রস্তাব সমর্থন করেন, তারা আওয়াজ তোলেন। তারপর আমরা অরূপ ও এসএম৩ কে চেপে ধরবো। অথবা তিনহাতা স্ক্রিপ্ট বানাতে পারে তারা কেন পারে না বলে তাদের অপমান করবো। দেখি হাত তোলেন। কে কে আছেন?

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
সকল হাত ও পা উত্থিত করলাম । -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

উৎস এর ছবি
একমত। অনেক সময় সিরিয়াস পোস্টের মন্তব্যও আড্ডা হয়ে উঠতে পারে। জোর করে একটা পোস্টকে আড্ডা বানানোর চেয়ে, তাদেরকে এভলভ হতে দেয়া যায়।
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
২ জন মিললো। এত কম ভোটে তো হবে না। বাকীদের মতামত?

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
আমিও ভোট দিয়া গেলাম। ==== মানুষ চেনা দায়!
হযবরল এর ছবি
টিপসই দিলাম।
সুমন চৌধুরী এর ছবি
হ ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ধুসর গোধূলি এর ছবি
পৃষ্ঠদেশে নিজের শরীরের ভর দিয়ে সবকিছু উপরের দিকে ছুড়িয়া মারিলাম দাদা! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
আড্ডাবাজ এর ছবি
শোহেইল, অতি উততম আইডিয়া। তবে আড্ডা দেওয়ার আগে টিনের বাক্সে কমপক্ষে ৫ টাকা/ডলার/পাউন্ড/ইউরো দিতে হবে। না হলে কপিরাইট আইনে মামলা ঠুকবো। তাহলে শুরু হোক আড্ডা। নেক্সট..
হাসিব এর ছবি
হ । ইন্ট্যারাকশন বাড়বে ।
অমিত এর ছবি
আমিও আছি
সুজন চৌধুরী এর ছবি
খারাপ হয় না ___________________________ লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
মাশীদ এর ছবি

আড্ডা? এই না হলে SMC Boss! এই ব্লগে কেমন পোস্টানো যাবে আর যাবে না সেটা দেখে তো আমি তো ভাবছিলাম ব্লগের 'ভাবগাম্ভীর্য' বজায় রাখতে গেলে আমার এখানে নীরব খন্ডকালীন পাঠক হওয়ার বেশি আর কিছু সম্ভব না। আড্ডার কথা শুনে আশার আলো দেখছি। আমার হাত তোলাসহ জোর আওয়াজ তুলছি।

---------------------------------------
হারিয়ে যেতে হবে আমায়
ফিরিয়ে পাব তবে।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।