লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শুক্র, ১৫/০৬/২০০৭ - ৫:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
(যূথচারীর পোস্ট থেকে প্রাণিত হয়ে)
মুখের ভাষা ব্যবহার করার একটা মজা আছে। আছে কুলনেস (উত্সকে পড়ুন)। সচলায়তনে বিভিন্ন রকম যেসব বোতাম আছে তার নামগুলো একটু রম্য রম্য মুখের ভাষায় রাখলে মজার হবে বলে মনে হয়।
নীড়পাতা (আমাদের পরিভাষা খেলার সময় আবিষ্কৃত হয়েছিল, অরূপ বা হিমুর প্রস্তাব ছিল মনে নেই।) শব্দটা ভালো। সম্ভাবনা আছে। অবশ্য ঘরপাতা, বাড়িপাতা আরো বেশি সহজ কিন্তু অন্যরকম অর্থের সমস্যাও আছে সেগুলোতে। উঠান, বা বৈঠকখানা দিয়েও একে চেনানো যায়, বেশি দূরের হয়ে যায়।
ডানে দেখা যায়, গুঁতোগুতির শীর্ষে । এই বোতামটা কি যথেস্ট কুল হয়েছে? মুখের ভাষা ? মুখে এপারে আমরা গুঁতাগুতি বলি গুঁতোগুতি না। যমুনা/পদ্মার ঐ পারে অন্য কথা। আবার শীর্ষে কেন? ডগায়, মাথায়, আগায় হতো পারতো।
একইভাবে টিপি দেনটা মুখে কমই শুনি। বরং টিপ দ্যান শুনি। টিপা দেন শুনি। যাতা দেন হতে পারে। চাপ দেনও চলে। তবে চাপেন বললে সরেন বুঝাবে।
আমার এ্যাকাউন্ট বোতামটা কি হতে পারে? লেখা আমরা সিন্দুকে রাখি, ব্যাংকে? খাতায় থাকে। শ্লেট? কত কি না হতে পারে। হুম, কুল কোনটা? আরেকটু রস।
ইমোটিকন গাইড, এই বোতামটা কি হতে পারে? এইখানে ষোলো আনা রস করা যেতে পারে। ধুসর কই?
যাক, ক্রিয়েটিভরা এগিয়ে আসুন। ডানে বামে সব বোতামের বিকল্প নাম প্রস্তাব করুন। সাথে ব্যাখ্যাও দিতে পারেন। তারপর আমরা এডমিনকে চেপে ধরবো এখনকারগুলো বদলাতে।
শুরু করেন, ভাইবোনেরা, জলদি হাত লাগান।
মন্তব্য
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নীড়পাতা.কম ব্লগকুঠি
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হযু ও গোধূলিকে ধন্যবাদ। কিন্তু পরী-ফরি রেখে নাড়া চাড়া দিতে হবে। যেমন এসএম৩ চ্যাট ঠিক করছে। (কোনো বাজে কথা না)।
সিন্দুক, সি ড্রাইভের নাম। ভালো।
হিমুর তিতা লেবুর আইডিয়া মজার। তবে কচলানো শব্দটা দিলে ক্রিয়াটা বুঝা যায়। আবার লেবু শব্দটাকে উড়িয়ে দেয়া যায়। হতে পারে কি, "কচলাতে কচলাতে তিতা".... (নীচে থাকলো লিস্টি টা)।
রূপে আমার আগুন জ্বলে-টা লা জওয়াব।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
প্রস্থান কী হবে?
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
যাইগা।
যাইগা যাই গা।
বিদায়। টাটা।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
রাস্তা মাপেন।
ফুটি। ফুটেন।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
প্রস্থান = নিষ্ক্রান্ত হও, বহিষ্কার হও, কাটা পাতলা দিন,
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রস্থান=যাইগা
নতুন মন্তব্য করুন