লেখায় ছবি সাঁটানো আমার একটা পুরনো অভ্যাস। সচলে ছবির একটা বোতাম আছে তবে সেটা আবার ইউআরএল চায়।
ছবি তো থাকে আমার হার্ডডিস্কে। এমনকি গুগল বা কোনো সাইট থেকে ডাউনলোড করেও হার্ডডিস্কেই রাখি। তারপর না আপলোড করি। কিন্তু হার্ডডিস্কের ইউআরএল দেব কি করে? :সি/মাই পিকচার্স এভাবে?
বলে দেন। বলে দেন। নির্মাতা রা বলে দেন।
নিজের ছবি এখন ওয়েবসাইট থেকে খুঁজে এখানে সাঁটলাম। উপায় কী?
মন্তব্য
বস, ফ্লিকারে আপলোড করেন । আপনার ইয়াহু এ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন । তারপর ছবির উপরে অল সাইজেস ক্লিক করবেন । তারপর দেখবেন ছবির ফুল ভিজ প্লাস To link to this photo on other websites you can either: এর নীচে দুইটা অপশন । পোস্টে ছবি যোগ করতে চাইলে প্রথম অংশটা কপি করে এখানে পেস্ট করেন । আর লিংক লাগলে দ্বিতীয় অপশন ।
আমার একটা টিউটোরিয়াল বানানোর কথা । কিছু গ্যাঞ্জামের জন্য আপ করা হচ্ছে না । অচিরেই দেখবেন বিস্তারিত ।
ছাগু পাগু ও উটুতাড়ক, দ্য এটিম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ছবি দেবার যে তরিকা কইলেন,তাতে তো একজন সেক্রেটারি রাখা লাগবো আমার,খালি ছবি দেওনের লাগি।
সহজ করেন ভাইসব,সহজ করেন।
এই ঘাটতিটা শুরু থেকেই
তবে ছবি/ফাইল অ্যাটাচ করার ব্যবস্থা আছে
একবার অ্যাটাচ করে সেই URL ব্যবহার করা যেতে পারে
তবে আরো সহজ করা উচিত, এবং করা হবে
ধন্যবাদ
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
অরুপদা, ছবি অ্যাটাচ করা যাচ্ছেনা।
উল্টোপাল্টা এরার দেখায়!
ভেউ, ভেউ..
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
মুর্শেদ বাংলা করতে গিয়ে কিছু করেছে
ঠিক করে দেবে, না করলে গুঁতো দিন
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
অরূপ,
কালকে লগআউট করার আগ মুর্হুতে দেখছিলাম হঠাৎ করে বাংলা নাম্বার গুলো ইংরেজী হয়ে গেছে, সচলায়তনের কণ্ঠটা নেই ইত্যাদি। আজ দেখি কিছু স্ট্রিং হারিয়ে গেছে ডাটাবেজ থেকে। একটু আগে দেখলাম কিছু সেটিংসও নাই হয়ে গেছে। কালকে আগের কোন স্টেটে রোলব্যাক করছিলা নাকি?
====
মানুষ চেনা দায়!
এই ফটুকটাই বছরখানেক আগে আমরা হীরকদারে খুঁজতে গিয়া বাইর করছিলাম
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এক গুঁতো .
দুই গুঁতো ..
তিন গুঁতো ...
মা.মু র জন্যে।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
মা.মুর বিরাট ভরাট ভুড়িতে সাড়ে তিন গুঁতা।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুইদিন নষ্ট কইরা বাংলা করলাম তারপর এই গুঁতা! যাহ শালা সব বাংলা বাদ।
====
মানুষ চেনা দায়!
আচ্ছা কিছু কাজ করেন।
অরূপকে কিছু বলার ছিল।
আচ্ছা ওর পোস্টে গিয়া বলি।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কি সোন্দর ফুটুক গো !!!
বড় মিয়া দেখি সবসময়ই হেন্ডচাম
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মামু তোমারে কেডা গুঁতাইলো। বিগ সি? খাড়াও সামনে পাইলে দিমুনে গাইল দিয়া।
তুমি বাংলা কইরা দ্যাও, গোস্বা কইরো না। আহো পেটে হাত বুলাইয়া দেই
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওমা কি হ্যান্ডসাম পোলা গো ... খালি স্টেডিয়ামটা বড় হইয়া গ্যাছে!!!
--------------------------
পাগলামীর একটা সীমা আছে ...
আমি আমার হোস্টিং-এ ছবি আপলোড করার জন্য জায়গা দিতে চাই। সেক্ষেত্রে হয়তো একটা ছোট্ট মডিউল যোগ করতে হবে।
মামু ভাই এবং অরুপ ভাই ... আমার হোস্টিং এক্সেসের জন্য কি তথ্য চান দয়া করে জানান?
--------------------------
আমার রুজি রোজগার
এ ব্যাপারে অরূপ সিদ্ধান্ত নিক।
====
মানুষ চেনা দায়!
নতুন মন্তব্য করুন