শেক্সপিয়রের জন্মস্থানে -১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: শনি, ১৪/০১/২০০৬ - ৯:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


বেড়াতে যাওয়ার মত আবহাওয়া এখন ব্রিটেনে নেই। ঠান্ডা তেমন গা কাঁপানো না হলেও সারাদিন সূর্যের কোনো সাক্ষাৎ নেই। তাছাড়া আকাশ থেকে ঝুলে থাকে কুয়াশার চাদর। এমন মনমরা আবহাওয়ায় বেড়ানোতে কোনো আনন্দ হয় না। ব্রিটিশরা এসময় তাই ঘরকুনো হয়েই থাকে। আমারও যেতে মন সায় দিচ্ছিল না। বাস ধরতে হলে বিছানা ছাড়তে হবে সকাল ছ'টায়। শেঙ্পিয়ারের জন্মস্থান না দেখলেই বা এমন ক্ষতি কি। রবীন্দ্র, নজরম্নল, মাইকেল, জীবনানন্দ কারো জন্মস্থান-ইতো আমার দেখা হয়নি। কিন্তু আমার ছাত্র-ছাত্রীদেরকে এ ভ্রমণের ওপর একটা রিপোর্ট লেখতে হবে। নিজেই যদি না দেখি তবে যাচাই করবো কিভাবে। সুতরাং খানিকটা ইচ্ছার বিরুদ্ধেই চটজল্দি টিউব ধরে হাজির হলাম রাসেল স্কোয়ারে।

দু'টি বড় বড় বাস দাঁড়িয়ে আছে। আমাদের সব ছাত্র-ছাত্রীরাই আমেরিকার নাগরিক। সুতরাং ব্রিটেন দেখার আয়োজনে তাদের উৎসাহের কোনো কমতি নেই। গতবছর পাস করে বেরিয়েছে এমন ছাত্রদের তিনজন এখন কাজ করে গ্রাজুয়েট কাউন্সেলর হিসেবে। ওরা তালিকা দেখে দেখে সবাইকে বাসে তুলছে। ছাত্র-ছাত্রীরা উঠে যাওয়ার পর আমরা বাসে চড়লাম। শুরম্ন হলো লন্ডন থেকে শেঙ্পিয়ারের জন্মভূমির উদ্দেশে দু'ঘন্টার বাসযাত্রা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।